
বিশ্বের সবচেয়ে লম্বা চুলের জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন ভারতের উত্তর প্রদেশের নারী স্মিতা শ্রীবাস্তব। ৭ ফুট ৯ ইঞ্চি লম্বা চুলের জন্য বিশ্বের সবাইকে পেছনে ফেলেছেন ৪৬ বছর বয়সী এই নারী।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, চুল এত লম্বা করতে রীতিমতো সাধনাই করতে হয়েছে তাঁকে। ১৪ বছর বয়স থেকেই চুল কাটা বন্ধ করে দেন স্মিতা। সে হিসাবে ২৮ বছরের সাধনায় এই চুলের অধিকারিণী হয়েছেন তিনি। আর চুল লম্বা করার জন্য মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান স্মিতা। লম্বা চুলের জিনগত বৈশিষ্ট্য মায়ের কাছ থেকেই পেয়েছেন তিনি।
আশির দশকের ভারতীয় অভিনেত্রীদের দীঘল সুন্দর চুল নিয়ে স্মিতা বলেন, তাঁদের দেখেও অনুপ্রাণিত হয়েছেন তিনি। স্মিতা বলেন, ‘ভারতীয় সংস্কৃতিতে দেবীদের ঐতিহ্যগতভাবেই অনেক লম্বা চুল ছিল। আমাদের সমাজে চুল কাটাকে অশুভ বলে মনে করা হয়। তাই নারীরা চুল লম্বা হতে দিতেন। আর লম্বা চুল নারীদের সৌন্দর্য বাড়ায়।’
স্মিতা কীভাবে চুলের যত্ন নেন, সে বিষয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সপ্তাহে দুবার চুল ধোয়ার অভ্যাস স্মিতার। চুল ধোয়া থেকে শুকানো, জট ছাড়াতে এবং বিশেষ উপায়ে বাঁধতে কমপক্ষে তিন ঘণ্টা সময় লাগে তাঁর। কেবল চুল ধুতেই তাঁর লেগে যায় ৩০ থেকে ৪৫ মিনিট। এরপর তোয়ালে দিয়ে চুল শুকান তিনি। বাকি কাজ করতে লেগে যায় আরও দুই ঘণ্টা।
নিজের ঝরে পড়া চুল সংগ্রহ করেন স্মিতা। একবার হঠাৎ তাঁর চুল পড়া বেড়ে গেলে শুরু করেন চুল সংগ্রহ করা। সেই ঘটনারও প্রায় ২০ বছর হয়ে গেছে। এ ছাড়া, দ্বিতীয় সন্তানের জন্মের সময় চুল ছেঁটেছিলেন স্মিতা। তখন চুল ছিল ৬ ফুট লম্বা।
স্মিতা বলেন, ‘মানুষ আমার কাছে আসে, আমার চুল স্পর্শ করে, ছবি তোলে, আমার সঙ্গে সেলফি তোলে। আমার চুল সুন্দর বলে কী ব্যবহার করি তা জানতে চায়। আমিও তাদের পরিচর্যা সম্পর্কে বলি।’
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠায় দারুণ আনন্দিত হয়েছেন বলে জানান স্মিতা শ্রীবাস্তব। তিনি বলেন, ‘এই স্বপ্ন আমি দেখতাম। ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন। আমি যতক্ষণ পারি চুলের যত্ন নেব। আমি কখনোই আমার চুল কাটব না। কারণ, এই চুলই আমার জীবন। আমি চাই আমার চুল আরও বাড়ুক।’

বিশ্বের সবচেয়ে লম্বা চুলের জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন ভারতের উত্তর প্রদেশের নারী স্মিতা শ্রীবাস্তব। ৭ ফুট ৯ ইঞ্চি লম্বা চুলের জন্য বিশ্বের সবাইকে পেছনে ফেলেছেন ৪৬ বছর বয়সী এই নারী।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, চুল এত লম্বা করতে রীতিমতো সাধনাই করতে হয়েছে তাঁকে। ১৪ বছর বয়স থেকেই চুল কাটা বন্ধ করে দেন স্মিতা। সে হিসাবে ২৮ বছরের সাধনায় এই চুলের অধিকারিণী হয়েছেন তিনি। আর চুল লম্বা করার জন্য মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান স্মিতা। লম্বা চুলের জিনগত বৈশিষ্ট্য মায়ের কাছ থেকেই পেয়েছেন তিনি।
আশির দশকের ভারতীয় অভিনেত্রীদের দীঘল সুন্দর চুল নিয়ে স্মিতা বলেন, তাঁদের দেখেও অনুপ্রাণিত হয়েছেন তিনি। স্মিতা বলেন, ‘ভারতীয় সংস্কৃতিতে দেবীদের ঐতিহ্যগতভাবেই অনেক লম্বা চুল ছিল। আমাদের সমাজে চুল কাটাকে অশুভ বলে মনে করা হয়। তাই নারীরা চুল লম্বা হতে দিতেন। আর লম্বা চুল নারীদের সৌন্দর্য বাড়ায়।’
স্মিতা কীভাবে চুলের যত্ন নেন, সে বিষয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সপ্তাহে দুবার চুল ধোয়ার অভ্যাস স্মিতার। চুল ধোয়া থেকে শুকানো, জট ছাড়াতে এবং বিশেষ উপায়ে বাঁধতে কমপক্ষে তিন ঘণ্টা সময় লাগে তাঁর। কেবল চুল ধুতেই তাঁর লেগে যায় ৩০ থেকে ৪৫ মিনিট। এরপর তোয়ালে দিয়ে চুল শুকান তিনি। বাকি কাজ করতে লেগে যায় আরও দুই ঘণ্টা।
নিজের ঝরে পড়া চুল সংগ্রহ করেন স্মিতা। একবার হঠাৎ তাঁর চুল পড়া বেড়ে গেলে শুরু করেন চুল সংগ্রহ করা। সেই ঘটনারও প্রায় ২০ বছর হয়ে গেছে। এ ছাড়া, দ্বিতীয় সন্তানের জন্মের সময় চুল ছেঁটেছিলেন স্মিতা। তখন চুল ছিল ৬ ফুট লম্বা।
স্মিতা বলেন, ‘মানুষ আমার কাছে আসে, আমার চুল স্পর্শ করে, ছবি তোলে, আমার সঙ্গে সেলফি তোলে। আমার চুল সুন্দর বলে কী ব্যবহার করি তা জানতে চায়। আমিও তাদের পরিচর্যা সম্পর্কে বলি।’
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠায় দারুণ আনন্দিত হয়েছেন বলে জানান স্মিতা শ্রীবাস্তব। তিনি বলেন, ‘এই স্বপ্ন আমি দেখতাম। ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন। আমি যতক্ষণ পারি চুলের যত্ন নেব। আমি কখনোই আমার চুল কাটব না। কারণ, এই চুলই আমার জীবন। আমি চাই আমার চুল আরও বাড়ুক।’

একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন, একটা ই-মেইল এসেছে যার ‘সাবজেক্ট’ অপশনে লেখা ‘টার্মিনেশন লেটার’। ঘুম ঘুম চোখে এই ই-মেইল দেখলে স্বাভাবিকভাবেই ঘুম তো থাক, অন্য সব ভাবনাও হারাম হয়ে যাওয়ার কথা! তখন ভাবনায় আসবে ঠিক কি কারণে চাকরি থেকে ছাঁটাই হতে হলো!
৩ দিন আগে
বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ঝগড়া—সবকিছুতেই এখন থেকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের লিংক্যাং গ্রামের কমিটি এমন নিয়ম জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গ্রামের নিয়মাবলি: সবাই সমান’ শিরোনামের একটি নোটিশ ভাইরাল হওয়ার...
৫ দিন আগে
ইতালির আব্রুজ্জো অঞ্চলের মাউন্ট জিরিফালকোর পাদদেশে অবস্থিত এক প্রাচীন গ্রাম পালিয়ারা দে মার্সি। জনশূন্য এই গ্রামে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যাই বেশি। গত কয়েক দশক ধরে গ্রামটি নিস্তব্ধতায় ডুবে ছিল, কিন্তু গত মার্চ মাস থেকে সেখানে বইছে খুশির জোয়ার। কারণ, দীর্ঘ ৩০ বছর পর এই গ্রামে প্রথম কোনো শিশুর জন্ম
৫ দিন আগে
ক্যালিফোর্নিয়ার সুজ লোপেজ যখন তাঁর ছোট ছেলে রিউকে কোলে নিয়ে বসেন, তখন এক অলৌকিক বিস্ময়ে স্তব্ধ হয়ে যান। কারণ, ছোট্ট রিউ তাঁর মায়ের জরায়ুর ভেতরে নয়, বেড়ে উঠেছিল পেটের ভেতরে একটি বিশাল আকৃতির ওভারিয়ান সিস্টের আড়ালে। চিকিৎসাবিজ্ঞানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিরল এই ঘটনাকে ‘মিরাকল’ বা অলৌকিক বলছেন চিকিৎ
৭ দিন আগে