মনো পাগলি বেশির ভাগ সময় মহিচরণ বাজারেই থাকতেন। মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি। বাড়িতে বাজার পৌঁছে দিয়ে ৫-১০ টাকা করে পেতেন। এ আয় দিয়েই কোনোরকম দিনাতিপাত করতেন তিনি। স্থানীয়রা মাঝেমধ্যে তাঁকে খাবার দিত। তবে কারণে অকারণে মানুষকে গালিগালাজ করার কারণে অনেক সময় মারধরের শিকার হতেন মনোয়ারা।