প্রথম সেঞ্চুরির দেখা পেতে এবারের বিপিএলে ২৬ তম ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু দ্বিতীয় সেঞ্চুরি পেতে মাত্র তিন ম্যাচ অপেক্ষা করতে হলো। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে বসলেন উইল জ্যাকস।
বিশেষ দিনটা দুর্দান্ত এক সেঞ্চুরিতে স্মরণীয় করে রাখলেন তাওহীদ হৃদয়। চার বছর আগে গতকালের দিনই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। সেই চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন হৃদয়। এমন দিনই টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন তিনি।