Ajker Patrika

আর্জেন্টাইন ফুটবলারের গোল বাতিল নিয়ে ক্ষোভ কোচের

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১২: ৩৩
হুলিয়ান আলভারেজের পেনাল্টি থেকে করা গোল বাতিল করা হয়েছে। ছবি: এএফপি
হুলিয়ান আলভারেজের পেনাল্টি থেকে করা গোল বাতিল করা হয়েছে। ছবি: এএফপি

দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদের ম্যাচ যদি হয় চ্যাম্পিয়নস লিগে, তাহলে তো কথাই নেই। মেত্রোপলিতানো স্টেডিয়ামে গত রাতে মাদ্রিদ ডার্বিও হয়েছে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই ম্যাচে আর্জেন্টিনার ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের এক গোল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

মেত্রোপলিতানো স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে গত রাতে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদ। দুই লেগ মিলে খেলা ২-২ গোলে ড্রয়ের পর গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে আতলেতিকোর দ্বিতীয় গোল আলভারেজ করার পরই বিতর্কের শুরু। আর্জেন্টাইন ফরোয়ার্ডের ডান পা বলে আঘাত করার একটু আগে তাঁর বাঁ পায়ের স্পর্শে বলটা একটু নড়তে দেখা গেছে। স্পষ্ট বোঝাও যাচ্ছিল না আসলে কী হয়েছে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে যাচাই-বাছাই করে দেখে গোলটি বাতিল করা হয়। কারণ, নিয়ম অনুযায়ী পেনাল্টিতে দুবার বল স্পর্শ করা যাবে না।

আলভারেজের পেনাল্টিতে বাতিল হওয়া গোল নিয়ে প্রশ্ন তুলেছেন দিয়েগো সিমিওনে। সংবাদ সম্মেলনে আতলেতিকো কোচ বলেন, ‘হুলিয়ানকে বল দুবার স্পর্শ করতে কেউ কি দেখেছেন? হাত তুলুন। কে কে হাত তুলবেন? তাড়াতাড়ি করুন দেরি করবেন না। কেউ তো বলুন হুলিয়ান দুবার বল স্পর্শ করেছেন। একজনও তো নেই।’

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে গত সপ্তাহে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছিল আতলেতিকো মাদ্রিদকে। এই ম্যাচ হয়েছিল সান্তিয়াগো বার্নাব্যুতে। মেত্রোপলিতানো স্টেডিয়ামে গত রাতে দ্বিতীয় লেগের ম্যাচে ১ মিনিটেই গোল করেন আতলেতিকো মিডফিল্ডার কনর গ্যালাঘার। দুই লেগ মিলে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় রিয়াল মাদ্রিদ।

পেনাল্টিতে আলভারেজের গোল বাতিল না হলে মাদ্রিদ ডার্বির ফল হয়তো ভিন্ন হতে পারত। সে যা-ই হোক, শিষ্যদের পারফরম্যান্সে মুগ্ধ সিমিওনে। আতলেতিকোর কোচ বলেন, ‘পেনাল্টি নেওয়ার সময় হুলিয়ান যে পায়ে (বাঁ পা) দাঁড়িয়েছিল, সেই পা দিয়ে বল ছুয়েছে বলে রেফারি দাবি করছেন। আসলে বল তো নড়েনি। পেনাল্টি ঠিক না ভুল—সেটা নিয়ে এখন শুধু তর্কই বাড়বে। এসব ছাপিয়ে খেলোয়াড়দের নিয়ে গর্বিত। সত্যি বলতে বেশ সুখী মনে হচ্ছে। কারণ, উদাহরণ তৈরি করার মতো প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছি আমরা। হ্যাঁ, চ্যাম্পিয়নস লিগে আমরা রিয়াল মাদ্রিদকে হারাতে পারিনি। কিন্তু আমাদের বিপক্ষে তাদের খেলতে খুব কষ্ট হয়েছে।’

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের অপর ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল-পিএসভি ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। তবে দুই লেগ মিলে আর্সেনাল ৯-৩ গোলে জিতে পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। শেষ আটে এখন আর্সেনালকে খেলতে হবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে ডর্টমুন্ড পেয়েছে বার্সেলোনাকে। শেষ আটের অপর দুই ম্যাচের লাইনআপ অ্যাস্টন ভিলা-পিএসজি, ইন্টার মিলান-বায়ার্ন মিউনিখ। ১৫ এপ্রিল শুরু হবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

লন্ডনে চিকিৎসা যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী ১৪ জন, তালিকায় ছয় চিকিৎসক ও দুই এসএসএফ

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

ঢাকার তিনটিসহ আরও ২৮ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা বাকি থাকল

মড়ার ওপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ