ক্রীড়া ডেস্ক

বিপিএলে দুর্দান্ত গতিতে ছুটছে রংপুর রাইডার্স। ‘ছুটছে’ ঢাকা ক্যাপিটালসও, তবে উল্টো দিকে। ‘পাঁচে পাঁচ’ করে যখন লিগ টেবিলের শীর্ষে রংপুর, তখন চার ম্যাচের চারটিতেই হেরে সবার নিচে অবস্থান ঢাকার। বিপরীতমুখী যাত্রায় বিব্রতকর এক রেকর্ড হয়ে গেল ঢাকার ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের।
বিপিএলে কোচ হিসেবে লম্বা সময় ধরে হারের বৃত্তে বন্দী বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন। সব মিলিয়ে টানা ১৫ ম্যাচে হারের রেকর্ড গড়েছেন তিনি। আর কোনো কোচ টানা এত ম্যাচে হারেননি এই টুর্নামেন্টে। গত বিপিএলে দুর্দান্ত ঢাকার প্রধান কোচ ছিলেন সুজন। দলটি মৌসুম শুরু করেছিল রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ৩ উইকেটে হারিয়ে। গত বছরের ১৯ জানুয়ারি পাওয়া ওই জয়ের পর কেবল হারের মুখই দেখছেন তিনি।
কুমিল্লাকে হারানোর পর টানা ১১ ম্যাচ হেরেছিল ঢাকা। তারা ২০২৪ সালের মৌসুম শেষ করেছিল পয়েন্ট তালিকার তলানিতে থেকে। তার সঙ্গে এবার এরই মধ্যে ৪ ম্যাচ খেলে সবগুলোয় হেরেছে সুজনের দল ঢাকা ক্যাপিটালস। সব মিলিয়ে টানা ১৫ হার দেখলেন তিনি।
আগের তিন ম্যাচের তিনটিতে হেরে যাওয়া ঢাকা ক্যাপিটালস গতকাল রংপুরের বিপক্ষে নতুন কিছুর আশায় নতুন করে সাজিয়েছিল একাদশ। এনেছিল ছয় পরিবর্তন। কিন্তু সে পরিবর্তনই সার, হারের নিয়তি বদলায়নি সুজনের দলের। ৭ উইকেট ও ৪০ বল হাতে রেখে ঢাকার বিপক্ষে জিতে যায় রংপুর রাইডার্স।
জেসন রয়, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা, তানজিদ হাসান তামিমদের নিয়ে গড়া শক্তিশালী স্কোয়াড হলেও ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারছে না ঢাকা। তাদের বিপরীতে অনায়াসে জিতছে প্রতিপক্ষরা। বিপিএলের ইতিহাসে টানা ১৫ ম্যাচ হারার রেকর্ড আর কোনো প্রধান কোচের নেই। ২০১৬ বিপিএলে সবশেষ ঢাকা ডায়নামাইটসকে চ্যাম্পিয়ন করেছিলেন সুজন। তারপর কোচিং করিয়ে আর সাফল্যের মুখ দেখেননি।
সে সময় লিগ টেবিলে সবার নিচে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল দুর্বার ঢাকা। সুজনের অধীনে এবার ক্যাপিটালসের নিয়তিও কি একই হবে!

বিপিএলে দুর্দান্ত গতিতে ছুটছে রংপুর রাইডার্স। ‘ছুটছে’ ঢাকা ক্যাপিটালসও, তবে উল্টো দিকে। ‘পাঁচে পাঁচ’ করে যখন লিগ টেবিলের শীর্ষে রংপুর, তখন চার ম্যাচের চারটিতেই হেরে সবার নিচে অবস্থান ঢাকার। বিপরীতমুখী যাত্রায় বিব্রতকর এক রেকর্ড হয়ে গেল ঢাকার ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের।
বিপিএলে কোচ হিসেবে লম্বা সময় ধরে হারের বৃত্তে বন্দী বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন। সব মিলিয়ে টানা ১৫ ম্যাচে হারের রেকর্ড গড়েছেন তিনি। আর কোনো কোচ টানা এত ম্যাচে হারেননি এই টুর্নামেন্টে। গত বিপিএলে দুর্দান্ত ঢাকার প্রধান কোচ ছিলেন সুজন। দলটি মৌসুম শুরু করেছিল রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ৩ উইকেটে হারিয়ে। গত বছরের ১৯ জানুয়ারি পাওয়া ওই জয়ের পর কেবল হারের মুখই দেখছেন তিনি।
কুমিল্লাকে হারানোর পর টানা ১১ ম্যাচ হেরেছিল ঢাকা। তারা ২০২৪ সালের মৌসুম শেষ করেছিল পয়েন্ট তালিকার তলানিতে থেকে। তার সঙ্গে এবার এরই মধ্যে ৪ ম্যাচ খেলে সবগুলোয় হেরেছে সুজনের দল ঢাকা ক্যাপিটালস। সব মিলিয়ে টানা ১৫ হার দেখলেন তিনি।
আগের তিন ম্যাচের তিনটিতে হেরে যাওয়া ঢাকা ক্যাপিটালস গতকাল রংপুরের বিপক্ষে নতুন কিছুর আশায় নতুন করে সাজিয়েছিল একাদশ। এনেছিল ছয় পরিবর্তন। কিন্তু সে পরিবর্তনই সার, হারের নিয়তি বদলায়নি সুজনের দলের। ৭ উইকেট ও ৪০ বল হাতে রেখে ঢাকার বিপক্ষে জিতে যায় রংপুর রাইডার্স।
জেসন রয়, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা, তানজিদ হাসান তামিমদের নিয়ে গড়া শক্তিশালী স্কোয়াড হলেও ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারছে না ঢাকা। তাদের বিপরীতে অনায়াসে জিতছে প্রতিপক্ষরা। বিপিএলের ইতিহাসে টানা ১৫ ম্যাচ হারার রেকর্ড আর কোনো প্রধান কোচের নেই। ২০১৬ বিপিএলে সবশেষ ঢাকা ডায়নামাইটসকে চ্যাম্পিয়ন করেছিলেন সুজন। তারপর কোচিং করিয়ে আর সাফল্যের মুখ দেখেননি।
সে সময় লিগ টেবিলে সবার নিচে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল দুর্বার ঢাকা। সুজনের অধীনে এবার ক্যাপিটালসের নিয়তিও কি একই হবে!

অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
৩ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২ ঘণ্টা আগে