Ajker Patrika

‘লিটনকে আগে দলে জায়গা পেতে হবে, তারপর অধিনায়কত্ব’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৮: ৪৯
লিটন দাস গত চার মাস জাতীয় দলের বাইরে। এএফপি ফাইল ছবি
লিটন দাস গত চার মাস জাতীয় দলের বাইরে। এএফপি ফাইল ছবি

নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বেশ আগেই। সাদা বলের ক্রিকেটে বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে বিসিবি নতুন অধিনায়ক চূড়ান্ত করতে চাইছে। অধিনায়কের তালিকায় গত কিছুদিনে লিটন দাসের নামটা বেশি উচ্চারিত হলেও সমান্তরালে তাসকিন আহমেদের নামও এসেছে।

মাশরাফি বিন মুর্তজা বাদে বাংলাদেশের ক্রিকেটে আর কোনো ফাস্ট বোলার অধিনায়ক হিসেবে সেভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি। তবে খালেদ মাহমুদ সুজন মনে করেন, ইমরান খান-ওয়াসিম আকরামরা যেভাবে নেতৃত্বেও দুর্দান্ত ছিলেন, তাসকিনের পক্ষেও ভালো নেতৃত্ব দেওয়া সম্ভব। আজ সুজন মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘ওয়াসিম আকরাম পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন, ইমরান খান নেতৃত্ব দিয়েছেন, ইয়ান বোথাম দিয়েছেন। তাঁরা যদিও অলরাউন্ডার। তবে ফাস্ট বোলাররা অধিনায়কত্ব করতে পারবে না, কথাটা একেবারে ঠিক নয়। চোটে পড়ে সে যদি অধিনায়কত্ব করতে না-ও পারে, দলে তো একজন সহ-অধিনায়ক থাকবেই। তার ক্রিকেটজ্ঞান কতটা আছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ।’

লিটন ছিলেন গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তাঁকে কি অধিনায়ক হিসেবে দীর্ঘ মেয়াদে চিন্তা করছে বিসিবি? লিটন সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পাননি। সুজন মনে করেন, জাতীয় দলে আগে ফিরতে হবে লিটনকে। তারপর তাঁর অধিনায়কত্বের প্রসঙ্গ আসবে। সুজন বলেছেন, ‘আগে লিটনকে দলে ফিরতে হবে, এরপর অধিনায়কত্ব। কাকে অধিনায়কত্ব দেবে কি না দেবে না, সেটা বোর্ডের সিদ্ধান্ত। লিটনের আগে বাংলাদেশ দলে ফেরাটা হচ্ছে জরুরি।’

সুজনের চোখে অধিনায়কত্বের তালিকায় একাধিক নাম আছে এই মুহূর্তে। তাঁদের মধ্যে উপযুক্ত কাউকে বেছে নেওয়ার পরামর্শ সাবেক এই অধিনায়কের, ‘বোর্ডকে চিন্তা করতে হবে। অনেকেই তৈরি। তাসকিন, (মেহেদী হাসান) মিরাজ, (নাজমুল হোসেন) শান্ত, লিটন—এ ব্যাচের অনেকের অধিনায়কত্ব করার সামর্থ্য আছে। এখন বোর্ডের সিদ্ধান্ত নিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন আম্বানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ