নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার ক্ষমতা ধরে রাখতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। সারা দেশের কারাগারগুলো ধারণক্ষমতার তিন গুণ বন্দী দিয়ে পূর্ণ করা হয়েছে। তবু সরকার দেশের গণতন্ত্রকামী মানুষের আন্দোলন দমাতে পারছে না।
আজ মঙ্গলবার বিকেলে পুরান ঢাকার ধূপখোলা মাঠ ও বাজার এলাকায় বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে একতরফা নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগ ও পথসভায় এ কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার।
জলি তালুকদার বলেন, ‘ক্ষমতাসীন সরকার শ্রমিকের ন্যায্য দাবির আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করতে দ্বিধা করে না। বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের কণ্ঠরোধে সারা দেশের কারাগারগুলোকে ধারণক্ষমতার তিন গুণ বন্দী দিয়ে পূর্ণ করা হয়েছে। তবু সরকার দেশের গণতন্ত্রকামী মানুষ ও অধিকার আদায়ে সোচ্চার শ্রমিকদের আন্দোলন থামাতে পারছে না। দেশের এই ক্রান্তিকালে জনগণ গণ-আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে।’
এ সময় সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচন ক্ষমতাসীনদের জন্য কাল হবে। আওয়ামী লীগ ও তার নির্বাচনী সঙ্গীদের গণতন্ত্র হত্যার অভিযান দেশের মানুষ প্রতিরোধ করবে।’
কর্মসূচিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী বলেন, ‘বাজার নৈরাজ্য, সীমাহীন লুটপাট, অর্থ পাচারের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। বৈদেশিক ঋণনির্ভর তথাকথিত উন্নয়ন মানুষের পেটে অন্নের জোগান দিতে পারছে না।’
আগামী ৩১ ডিসেম্বর ঢাকার আজিমপুর বাসস্ট্যান্ড থেকে নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় গণসংযোগ এবং পথসভা কর্মসূচি ঘোষণা করেন নেতারা।
সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি আবু তাহের বকুলের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন সিপিবির সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য সাইফুল ইসলাম সমীর, বাসদের (মার্ক্সবাদী) ঢাকা নগর কমিটির নেতা মোহাম্মদ সোয়াইব প্রমুখ।

সরকার ক্ষমতা ধরে রাখতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। সারা দেশের কারাগারগুলো ধারণক্ষমতার তিন গুণ বন্দী দিয়ে পূর্ণ করা হয়েছে। তবু সরকার দেশের গণতন্ত্রকামী মানুষের আন্দোলন দমাতে পারছে না।
আজ মঙ্গলবার বিকেলে পুরান ঢাকার ধূপখোলা মাঠ ও বাজার এলাকায় বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে একতরফা নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগ ও পথসভায় এ কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার।
জলি তালুকদার বলেন, ‘ক্ষমতাসীন সরকার শ্রমিকের ন্যায্য দাবির আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করতে দ্বিধা করে না। বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের কণ্ঠরোধে সারা দেশের কারাগারগুলোকে ধারণক্ষমতার তিন গুণ বন্দী দিয়ে পূর্ণ করা হয়েছে। তবু সরকার দেশের গণতন্ত্রকামী মানুষ ও অধিকার আদায়ে সোচ্চার শ্রমিকদের আন্দোলন থামাতে পারছে না। দেশের এই ক্রান্তিকালে জনগণ গণ-আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে।’
এ সময় সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচন ক্ষমতাসীনদের জন্য কাল হবে। আওয়ামী লীগ ও তার নির্বাচনী সঙ্গীদের গণতন্ত্র হত্যার অভিযান দেশের মানুষ প্রতিরোধ করবে।’
কর্মসূচিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী বলেন, ‘বাজার নৈরাজ্য, সীমাহীন লুটপাট, অর্থ পাচারের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। বৈদেশিক ঋণনির্ভর তথাকথিত উন্নয়ন মানুষের পেটে অন্নের জোগান দিতে পারছে না।’
আগামী ৩১ ডিসেম্বর ঢাকার আজিমপুর বাসস্ট্যান্ড থেকে নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় গণসংযোগ এবং পথসভা কর্মসূচি ঘোষণা করেন নেতারা।
সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি আবু তাহের বকুলের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন সিপিবির সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য সাইফুল ইসলাম সমীর, বাসদের (মার্ক্সবাদী) ঢাকা নগর কমিটির নেতা মোহাম্মদ সোয়াইব প্রমুখ।

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১১ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১২ ঘণ্টা আগে