নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশি পর্যবেক্ষক সংস্থার সংখ্যা কম হওয়ায় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগ্রহী স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে নতুন করে আবেদন আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার এ লক্ষ্যে বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি।
নির্বাচন কমিশনের বিভিন্ন সূত্র জানিয়েছে, এরই মধ্যে দুই শতাধিক পর্যবেক্ষক সংস্থার আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে মাত্র ৬৮টি দেশি সংস্থাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। কিন্তু প্রায় ১২ কোটি ভোটারের এ নির্বাচনে এই সংখ্যাকে কম বলে মনে হওয়ায় তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন করে আবেদন নেওয়ার পর সেগুলোর বাছাই ও শুনানি শেষ করে একসঙ্গে চূড়ান্ত তালিকার সবগুলো পর্যবেক্ষক সংস্থার নাম প্রকাশ করবে ইসি।
এই বিষয়ে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান আজকের পত্রিকাকে বলেন, ‘কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে সর্বদা আন্তরিক। সে কারণে নিরপেক্ষ পর্যবেক্ষক দ্বারা পর্যবেক্ষণের মাধ্যমে সেটি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কমিশন চায়, উল্লেখযোগ্যসংখ্যক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করুক।’
নির্বাচন কমিশনার আরও বলেন, ‘স্বচ্ছতা ও জনগণের আস্থা অর্জনের জন্য এটি (পর্যবেক্ষক সংস্থা) প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু এবার এখন পর্যন্ত নিবন্ধনযোগ্য স্থানীয় পর্যবেক্ষক সংস্থার সংখ্যা আগের তুলনায় কম। এই সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করে কমিশন।’
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগ্রহী পর্যবেক্ষক সংস্থাগুলোর কাছ থেকে নতুন করে আবেদন জমা নেওয়ার জন্য বৃহস্পতিবার (আজ) বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। আবেদনের জন্য সময় দেওয়া হতে পারে ১৫ দিন। এরই মধ্যে যারা বাছাইয়ে বাদ পড়েছে আগ্রহী হলে তারাও নতুন করে আবেদন করতে পারবে।
সর্বশেষ নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে শতাধিক পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন পেয়েছিল। এবার এ সংখ্যা প্রায় অর্ধেকে নেমে যাওয়া নতুন করে আবেদন আহ্বানের সিদ্ধান্ত নেয় কাজী হাবিবুল আউয়াল কমিশন।

দেশি পর্যবেক্ষক সংস্থার সংখ্যা কম হওয়ায় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগ্রহী স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে নতুন করে আবেদন আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার এ লক্ষ্যে বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি।
নির্বাচন কমিশনের বিভিন্ন সূত্র জানিয়েছে, এরই মধ্যে দুই শতাধিক পর্যবেক্ষক সংস্থার আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে মাত্র ৬৮টি দেশি সংস্থাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। কিন্তু প্রায় ১২ কোটি ভোটারের এ নির্বাচনে এই সংখ্যাকে কম বলে মনে হওয়ায় তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন করে আবেদন নেওয়ার পর সেগুলোর বাছাই ও শুনানি শেষ করে একসঙ্গে চূড়ান্ত তালিকার সবগুলো পর্যবেক্ষক সংস্থার নাম প্রকাশ করবে ইসি।
এই বিষয়ে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান আজকের পত্রিকাকে বলেন, ‘কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে সর্বদা আন্তরিক। সে কারণে নিরপেক্ষ পর্যবেক্ষক দ্বারা পর্যবেক্ষণের মাধ্যমে সেটি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কমিশন চায়, উল্লেখযোগ্যসংখ্যক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করুক।’
নির্বাচন কমিশনার আরও বলেন, ‘স্বচ্ছতা ও জনগণের আস্থা অর্জনের জন্য এটি (পর্যবেক্ষক সংস্থা) প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু এবার এখন পর্যন্ত নিবন্ধনযোগ্য স্থানীয় পর্যবেক্ষক সংস্থার সংখ্যা আগের তুলনায় কম। এই সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করে কমিশন।’
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগ্রহী পর্যবেক্ষক সংস্থাগুলোর কাছ থেকে নতুন করে আবেদন জমা নেওয়ার জন্য বৃহস্পতিবার (আজ) বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। আবেদনের জন্য সময় দেওয়া হতে পারে ১৫ দিন। এরই মধ্যে যারা বাছাইয়ে বাদ পড়েছে আগ্রহী হলে তারাও নতুন করে আবেদন করতে পারবে।
সর্বশেষ নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে শতাধিক পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন পেয়েছিল। এবার এ সংখ্যা প্রায় অর্ধেকে নেমে যাওয়া নতুন করে আবেদন আহ্বানের সিদ্ধান্ত নেয় কাজী হাবিবুল আউয়াল কমিশন।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৭ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
৮ ঘণ্টা আগে
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, রাজধানীতে নিজ বাসায় বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
১০ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫ সালে সারা দেশে অন্তত ৪২৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৪ সালে গণপিটুনির ১৬৯টি ঘটনায় নিহত হয়েছিল ১৪৬ জন এবং আহত ছিল ১২৬ জন। আর ২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬০ জন। ২২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় আহত
১০ ঘণ্টা আগে