কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিদেশ ভ্রমণের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি যেকোনো দেশে যেতে পারেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, তাঁর (বেনজীর) দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আদালতও দেননি। দুদকও দেয়নি। কারও ওপর যখন দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকে, তিনি যেকোনো জায়গায় যেতেই পারেন।
সম্পদের হিসাবের বিষয়ে কথা বলতে বেনজীর আহমেদকে ৬ জুন ও তাঁর পরিবারের সদস্যদের ৯ জুন ডেকেছে দুর্নীতি দমন কমিশন।
সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, বেনজীর আহমেদ সিঙ্গাপুর যেতে সপরিবারে গত ৪ মে ঢাকা ছেড়েছেন।
৬ জুন তাঁর দুদকে হাজির হওয়ার বিষয়ে কোনো তথ্য আছে কি না, এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘৬ জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না, সেটা দেখার বিষয়। নাকি তিনি সময় নিচ্ছেন।’
বেনজীর ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগ সরকারের তৈরি, বিরোধী বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, সরকারের হাত না থাকায় দুদক ও আদালত অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করছে। এর ফলে বিষয়গুলো উঠে এসেছে। এটা তো অন্য কেউ তুলে আনেনি। সরকার এ ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ।
মালয়েশিয়াগামী কর্মী প্রসঙ্গ
দেশের প্রায় ১৭ হাজার কর্মীর মালয়েশিয়া যেতে না পারায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৩১ মের মধ্যে কর্মীদের মালয়েশিয়া প্রবেশের যে সময়সীমা নির্ধারিত ছিল, তা কিছুদিন বাড়ানোর জন্য দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে। এর বাইরে কর্মীরা কাদের গাফিলতির জন্য দেশটিতে যেতে পারলেন না, তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিদেশ ভ্রমণের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি যেকোনো দেশে যেতে পারেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, তাঁর (বেনজীর) দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আদালতও দেননি। দুদকও দেয়নি। কারও ওপর যখন দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকে, তিনি যেকোনো জায়গায় যেতেই পারেন।
সম্পদের হিসাবের বিষয়ে কথা বলতে বেনজীর আহমেদকে ৬ জুন ও তাঁর পরিবারের সদস্যদের ৯ জুন ডেকেছে দুর্নীতি দমন কমিশন।
সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, বেনজীর আহমেদ সিঙ্গাপুর যেতে সপরিবারে গত ৪ মে ঢাকা ছেড়েছেন।
৬ জুন তাঁর দুদকে হাজির হওয়ার বিষয়ে কোনো তথ্য আছে কি না, এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘৬ জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না, সেটা দেখার বিষয়। নাকি তিনি সময় নিচ্ছেন।’
বেনজীর ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগ সরকারের তৈরি, বিরোধী বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, সরকারের হাত না থাকায় দুদক ও আদালত অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করছে। এর ফলে বিষয়গুলো উঠে এসেছে। এটা তো অন্য কেউ তুলে আনেনি। সরকার এ ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ।
মালয়েশিয়াগামী কর্মী প্রসঙ্গ
দেশের প্রায় ১৭ হাজার কর্মীর মালয়েশিয়া যেতে না পারায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৩১ মের মধ্যে কর্মীদের মালয়েশিয়া প্রবেশের যে সময়সীমা নির্ধারিত ছিল, তা কিছুদিন বাড়ানোর জন্য দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে। এর বাইরে কর্মীরা কাদের গাফিলতির জন্য দেশটিতে যেতে পারলেন না, তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে এবং হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র
২৭ মিনিট আগে
দুদক সূত্রে জানা গেছে, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে বিভিন্ন সময়ে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ১২টি ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন করিয়ে ৪৩৩ কোটি ৯৬ লাখ ১৮ হাজার ৯ টাকা আত্মসাৎ করা হয়।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেওয়া হুমকির কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যাদের সাহস আছে, তারা দেশে এসে আইনের আশ্রয় নিক। অন্য দেশে পালিয়ে থেকে কথা বললে তার কোনো ভ্যালু নেই।
২ ঘণ্টা আগে