
অমর একুশে বইমেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার বিকেল ৩টায়। প্রধান উপদেষ্টা মেলা দেখে যেতে যেতে সাড়ে ৪টা। কিন্তু দর্শনার্থী আর পাঠক আগেই হাজির মেলা ফটকে। নতুন বইয়ের গন্ধ নিতে আর যেন তর সইছিল না। অনুমতি মিলতেই হুড়মুড় করে ঢুকে পড়লেন সবাই।
সাহিল হোসেন পেশায় বেসরকারি চাকরিজীবী। স্ত্রীকে সঙ্গে নিয়ে মেলায় এসেছেন। শুধু বই কেনাই নয়, একটু উৎসবমুখর পরিবেশ পেতে এসেছেন তিনি। বললেন, ‘অভ্যুত্থানের পরের দিনগুলো এখনো দাবি-দাওয়ায় ব্যস্ত পার করছে বাংলাদেশ। আমাদের দেশের মানুষ উৎসব আনন্দ পছন্দ করে। কিন্তু সেই পরিবেশ খুব একটা পাওয়া যায়নি। তাই চলে এলাম প্রথম দিনেই।’
মিতা চৌধুরী দাঁড়িয়ে ছিলেন শিকড় প্রকাশনীর সামনে। এই সরকারি চাকরিজীবী কিনেছেন কবিতা ও গল্পের বই। বললেন, ‘আজকে ছুটির দিন ছিল, তাই চলে এলাম। ভালো লাগছে প্রথম দিনেই অনেক লোক দেখছি।’
বেসরকারি চাকরিজীবী তানভীর আহামেদ সুমনের হাতে বেশ কয়েকটি বইয়ের ব্যাগ। ঐতিহ্য প্রকাশনী থেকে বই কিনেছেন তিনি। আছে লালন ও কবি রুমিকে নিয়ে বই। তিনি অবশ্য বললেন, ‘লোক সমাগম বেশি হলেও নিরাপত্তা নিয়ে একটু চিন্তা আছে। কী হয় না হয় বোঝা যাচ্ছে না। তবে ভালো লাগছে, প্রথম দিনেই লোকজন বেশ। বইও কিনছেন সবাই।’
প্রকাশকদের কাছেও প্রথম দিন হিসেবে পাঠক বেশি বলে মনে হচ্ছে। কথাপ্রকাশের ব্যবস্থাপক ইউনুস আলী বলেন, প্রথম দিন হিসেবে ভালো মনে হচ্ছে। কারণ ভাসমান পাঠক কম। যাঁরা আসছেন ভালো বই চাচ্ছেন এবং কিনছেন।
অবসর প্রকাশনীর ব্যবস্থাপক মাসুদ রানাও ভালো বিক্রির ইঙ্গিত দিলেন। তবে প্রথম দিন হিসেবে মেলার পরিবেশ খুব একটা ভালো নয় বলে জানালেন তিনি। বললেন, মেলার আগের দিনেই সব আবর্জনা সরিয়ে ফেলা হয়, কিন্তু এখনো অনেক আবর্জনা রয়ে গেছে। ধুলা তো আছেই।
তাঁর কথার বেশ প্রমাণ মিলল। এখনো অনেক স্টল তৈরি হয়নি। হাতুড়ির আঘাত চলছে। ময়লা আবর্জনা পড়ে আছে। রাস্তায় সব জায়গায় এখনো ইট বিছানো হয়নি। ধুলা উড়ছে। স্টল বিন্যাসের ক্ষেত্রেও কিছু অসামঞ্জস্য দেখা গেছে। কোথাও স্টল ও প্যাভিলিয়নের মাঝে অনেক ফাঁকা কোথাও আবার ঘিঞ্জি।
আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মাহবুব রহমান বলেন, এবার অনেক বেশি প্রকাশনী অংশগ্রহণ করছে, যে কারণে ঘিঞ্জি হয়ে গেছে।
বরং বাংলা একাডেমির অংশ বেশ গোছালো ও ছিমছাম। এ প্রসঙ্গে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব ড. সরকার আমিন বলেন, উদ্বোধনী আয়োজন নিয়ে একটু ব্যস্ততা ছিল। তবে দু-এক দিনেই সব ঠিক হয়ে যাবে। অনেকে স্টল তৈরি শেষ করতে পারেননি, তাই কিছু ময়লা সরিয়ে ফেলা যায়নি। পুরো বিষয়টা ঠিক হতে দুই-তিন দিন লাগে।
বইমেলা নিয়ে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তির পথে বাংলাদেশের নবযাত্রা শুরু হয়েছে। আমরা একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণমানুষের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্তর্ভুক্তিমূলক বইমেলা আয়োজনের চেষ্টা করছি।’
‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রতিপাদ্যে শুরু হয়েছে বইমেলা। মেলায় জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিভিন্ন গ্রাফিতি চোখে পড়ে। বাংলা একাডেমি অংশে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলও।
প্রথম দিনে নতুন বইও এসেছে মেলায়। অনন্যা প্রকাশনী এনেছে আব্দুল হাই শিকদারের ‘আমরা মানুষ আমরা এসেছি’, কথাপ্রকাশ নিয়ে এসেছে সিরাজুল ইসলাম চৌধুরীর ‘উন্নতি উত্থান অভ্যুত্থান’, মশিউল আলমের সঞ্চয়ন ও অনুবাদে মাওলা ব্রাদার্স বের করেছে ‘বিষয় দস্তইয়েফস্কি’। এ ছাড়া ঐতিহ্য প্রকাশনী ২৫ জন নতুন লেখকের ২৫টি নতুন বই নিয়ে এসেছে।
আজ রোববার বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে কবি হেলাল হাফিজ স্মরণে আলোচনা। আজ মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং শেষ হবে রাত ৯টায়।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন।
৩২ মিনিট আগে
হুমায়ুন কবীর বলেন, গণভোট ও সংসদ নির্বাচনের ভোটার তালিকা চুড়ান্ত করতে এনআইডি সংশোধন (কিছু সংশোধন ব্যতীত) কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। আগামী ২৫ জানুয়ারি তা আবার পুরোদমে চালু করা হবে।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, অতীতের জাতীয় নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে মাত্র একজন অস্ত্রধারী পুলিশ নিয়োজিত ছিল, এবার পাঁচজন থাকবে।
২ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচনে কমিশনে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা–১০ আসনের বিএনপির প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে