প্রযুক্তি ডেস্ক

ঢাকা: প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের পণ্যগুলোতে চিপ সংযোজনে অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে চাইছে। এরই মধ্যে এই বিষয়ে তারা কাজও শুরু করেছে।
অ্যাপল এম ১ চিপের সাফল্যের পর এখন এম ২ চিপের দিকে বিশেষ মনোযোগ দিয়েছে। এই এম ২ চিপগুলো শুরুতে ম্যাকবুকগুলোতে ব্যবহৃত হবে। এই ম্যাকবুকগুলো অ্যাপল এ বছর জুন পরবর্তী সময়ে বাজারে ছাড়বে। বিবিসি, নিউইয়র্ক টাইমসসহ বেশ কিছু পশ্চিমা সংবাদমাধ্যম অ্যাপলের এম ২ চিপের ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে।
অ্যাপল জানায়, এই নতুন এম ২ চিপগুলোও আগের এম ১ চিপের মতো ম্যাকবুকের বাইরে ম্যাকমিনিসহ বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই এম ২ চিপগুলো বানাচ্ছে। তারা ৫-ন্যানোমিটার প্লাস প্রোডাকশন প্রযুক্তির সাহায্যে এই এম ২ চিপগুলো বানাচ্ছে।
অ্যাপল কর্তৃপক্ষ জানায়, তারা এ বছরের শেষের দিকে এম ২ চিপবিশিষ্ট আইপ্যাড প্রো, ম্যাকমিনি ও আইম্যাক বাজারে ছাড়বে। গ্রাফিকস, মেমোরি ও অপারেটিং সিস্টেমে এক দারুণ অভিজ্ঞতা দেবে এই এম ২ চিপবিশিষ্ট ডিভাইসগুলো।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেন, নিজস্ব চিপ দিয়ে ডিভাইস চালনার মাধ্যমে এক নতুন যুগে প্রবেশ করেছে অ্যাপল। অ্যাপলের এম ২ চিপগুলো এই বৈপ্লবিক অগ্রযাত্রা অব্যাহত রাখবে। গ্রাহকদের অসাধারণ দক্ষতাসম্পন্ন ডিভাইস উপহার দিতে পেরে অ্যাপল খুশি।
উল্লেখ্য, এম ১ চিপের মতো যদি এম ২ চিপ সফল হয়, তাহলে এই নিজস্ব চিপ নিয়ে আরও কাজ করবে অ্যাপল।

ঢাকা: প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের পণ্যগুলোতে চিপ সংযোজনে অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে চাইছে। এরই মধ্যে এই বিষয়ে তারা কাজও শুরু করেছে।
অ্যাপল এম ১ চিপের সাফল্যের পর এখন এম ২ চিপের দিকে বিশেষ মনোযোগ দিয়েছে। এই এম ২ চিপগুলো শুরুতে ম্যাকবুকগুলোতে ব্যবহৃত হবে। এই ম্যাকবুকগুলো অ্যাপল এ বছর জুন পরবর্তী সময়ে বাজারে ছাড়বে। বিবিসি, নিউইয়র্ক টাইমসসহ বেশ কিছু পশ্চিমা সংবাদমাধ্যম অ্যাপলের এম ২ চিপের ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে।
অ্যাপল জানায়, এই নতুন এম ২ চিপগুলোও আগের এম ১ চিপের মতো ম্যাকবুকের বাইরে ম্যাকমিনিসহ বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই এম ২ চিপগুলো বানাচ্ছে। তারা ৫-ন্যানোমিটার প্লাস প্রোডাকশন প্রযুক্তির সাহায্যে এই এম ২ চিপগুলো বানাচ্ছে।
অ্যাপল কর্তৃপক্ষ জানায়, তারা এ বছরের শেষের দিকে এম ২ চিপবিশিষ্ট আইপ্যাড প্রো, ম্যাকমিনি ও আইম্যাক বাজারে ছাড়বে। গ্রাফিকস, মেমোরি ও অপারেটিং সিস্টেমে এক দারুণ অভিজ্ঞতা দেবে এই এম ২ চিপবিশিষ্ট ডিভাইসগুলো।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেন, নিজস্ব চিপ দিয়ে ডিভাইস চালনার মাধ্যমে এক নতুন যুগে প্রবেশ করেছে অ্যাপল। অ্যাপলের এম ২ চিপগুলো এই বৈপ্লবিক অগ্রযাত্রা অব্যাহত রাখবে। গ্রাহকদের অসাধারণ দক্ষতাসম্পন্ন ডিভাইস উপহার দিতে পেরে অ্যাপল খুশি।
উল্লেখ্য, এম ১ চিপের মতো যদি এম ২ চিপ সফল হয়, তাহলে এই নিজস্ব চিপ নিয়ে আরও কাজ করবে অ্যাপল।

সুগন্ধি শুধু একটি প্রসাধনী নয়, বরং এটি মানব ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এটি স্মৃতি, বিজ্ঞান এবং আত্মপ্রকাশের এক চমৎকার মিশেল। এটি আমাদের মেজাজ ভালো করে এবং আমাদের দিনকে আরও আনন্দময় করে তোলে। বর্তমানে বিশ্বব্যাপী পারফিউমের বাজার প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলারের; যা ২০৩৪ সাল নাগাদ ১০১ দশমিক ৪৭ বিলিয়ন
১২ ঘণ্টা আগে
আসছে নতুন বছর। পুরোনো বছরের চুলের যত সমস্যা সব যেন নতুন বছরেই সমাধান হয়ে যায়. তাই তো চাইছেন? অন্ধভাবে চুলের যত্নের পণ্য কিনে হতাশ হওয়ার পর্ব শেষ করে কোন পণ্যটি আপনার চুলের জন্য আসলেই ভালো হবে, সেদিকে নজর দেওয়ার বছর হতে যাচ্ছে ২০২৬। ঘন ও স্বাস্থ্য়োজ্জ্বল চুল পেতে হলে ভালো অভ্যাস গড়ে তোলাও জরুরি।
১৩ ঘণ্টা আগে
নানের উৎস নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও অনেক খাদ্য ঐতিহাসিক বিশ্বাস করেন, এই রুটির জন্ম প্রাচীন পারস্যে (বর্তমান ইরান)। কারণ, নান শব্দটি ফারসি শব্দ ব্রেড বা রুটি থেকে এসেছে। পারস্যবাসীরা জল ও ময়দা দিয়ে এই রুটি তৈরি করত এবং সম্ভবত উত্তপ্ত নুড়ি পাথরের ওপর এটি সেঁকা হতো।
১৪ ঘণ্টা আগে
ঘরকে পরিপাটি রাখার জন্য বেশ কিছু বিষয়ের ওপরে নজর থাকতে হয়। ধুলা মোছা থেকে শুরু করে জায়গা বুঝে আসবাব রাখা পর্যন্ত সবকিছু। এর সঙ্গে একটি বিশেষ দিকে খেয়াল রাখতে হয়, তা হলো ঘরের বাতাসে যেন কোনো দুর্গন্ধ না থাকে। আর সে জন্য অনেকে ব্যবহার করেন বিভিন্ন স্প্রে। আবার কেউ কেউ প্রাকৃতিক উপায়ে ঘরের বাতাসে একটা
১৬ ঘণ্টা আগে