Ajker Patrika

সংসার-সন্তান সামলে ইংরেজি বিষয়ে কলেজ শিক্ষক নিবন্ধনে শীর্ষে খাদিজা

জেলি খাতুন
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৯: ৪২
খাদিজা আক্তার। ছবি: সংগৃহীত
খাদিজা আক্তার। ছবি: সংগৃহীত

‘এটাই ছিল আমার জীবনের প্রথম নিবন্ধন পরীক্ষা এবং প্রথমবারেই সফলতা। টার্গেট ঠিক থাকলে একবারেই সফল হওয়া যায়।’ —কথাগুলো বলছিলেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইংরেজি বিষয়ে কলেজ পর্যায়ে জাতীয়ভাবে প্রথম হওয়া কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার।

জীবনের নানা সংকট, দারিদ্র্য আর পারিবারিক দুঃখ-বেদনার মাঝেও তিনি দেখিয়েছেন, একাগ্রতা আর পরিশ্রমের মাধ্যমে কীভাবে গন্তব্যে পৌঁছানো যায়। খাদিজা আক্তারের সফলতার পেছনের গল্প শুনে লিখেছেন জেলি খাতুন

খাদিজার শৈশব কেটেছে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম (খামার) গ্রামে। বাবা কৃষি ও ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, তবে বর্তমানে অসুস্থ। পাঁচ বছর আগে মা মারা যান। পারিবারিক টানাপোড়েনের মধ্যেও শিক্ষার প্রতি অটল থেকেছেন খাদিজা। ২০১২ সালে এসএসসি ও ২০১৪ সালে এইচএসসি পাস করেন বিজ্ঞান বিভাগ থেকে যথাক্রমে ৪.৭৫ ও ৫ জিপিএ নিয়ে। স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু পারিবারিক কারণে ভর্তি পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কুড়িগ্রাম সরকারি কলেজে ইংরেজি বিভাগে ভর্তি হন এবং স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

কোচিং ছাড়াই সাফল্য

নিবন্ধনের শুরুটা ছিল একেবারেই নিজের চেষ্টায়। কোচিং না করেই প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষার প্রস্তুতিতে মমিনুর রহমান নামে এক বড় ভাইয়ের অনুপ্রেরণা ও নির্দেশনা পান। তাঁর অনলাইনের কোর্সেই নিয়মিত অংশ নেন খাদিজা। তিনি বলেন, ‘ভাইয়া বলেছিলেন যদি কোর্সের প্রতিটি নির্দেশনা অনুসরণ করি, তাহলে প্রথম হওয়া সম্ভব। আমি সেই কথাই বিশ্বাস করেছি।’

মায়ের স্বপ্নে মেয়ের সাফল্য

খাদিজার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তাঁর মা। তাঁর মা বলতেন, ‘জীবনে ভালো কিছু করো।’ সেই বাক্যই ছিল খাদিজার এগিয়ে চলার শক্তি। আজ যখন তিনি জাতীয়ভাবে প্রথম, মায়ের অভাবটাই যেন সবচেয়ে বড় কষ্ট। খাদিজা বলেন, ‘মা থাকলে খুব খুশি হতেন। ফল জানার পর আমি কেঁদেছিলাম মায়ের কথা ভেবে।’

সংসার সামলে পড়াশোনা

সংসার, সন্তান, কাজ—সব সামলে নিয়মিত পড়াশোনা করেছেন খাদিজা। তিনি বলেন, ‘আমি যখনই সময় পেতাম, তখনই পড়তাম। পড়া জমিয়ে রাখতাম না। প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তাম।’ রান্না বা ঘরের কাজ করার সময় মনের মধ্যে পড়ার বিষয়গুলো ঘুরে ঘুরে ভাবতেন।

পড়াশোনায় কৌশল ও আত্মবিশ্বাস

প্রথমবারের পরীক্ষাতেই সফলতা অর্জন করার পেছনে খাদিজার বড় ভূমিকা ছিল পড়াশোনার কৌশল ও আত্মবিশ্বাস। একাডেমিক পড়াশোনার ভিত্তি ভালো থাকায় বিষয়গুলো সহজ মনে হয়েছে তাঁর। হ্যান্ডনোট, পুরোনো বই এবং অনলাইন রিসোর্স একত্র করে সাজিয়েছেন পড়ার প্রস্তুতি।

নতুনদের জন্য পরামর্শ

নতুনদের উদ্দেশে খাদিজা বলেন, ‘স্বপ্ন দেখতে হবে, কিন্তু স্বপ্ন বাস্তবায়নে চেষ্টাও থাকতে হবে। নিয়মিত পড়াশোনা, প্রচুর লেখা ও সঠিক দিকনির্দেশনা অনুসরণ করলে সফলতা আসবেই।’ প্রিলিমিনারির পাশাপাশি লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু করা উচিত আগে থেকেই।

শুধু শিক্ষক হওয়া নয়, খাদিজা হতে চান একজন আদর্শ শিক্ষক। তাঁর ভাষায়, ‘আমি চাই শিক্ষার্থীদের শুধু বইয়ের পড়া নয়, সামাজিক ও নৈতিক শিক্ষা দিতে; তারা যেন সৃজনশীল ও সচেতন মানুষ হয়ে গড়ে ওঠে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কর্মী নেবে এসিআই মোটরস, নেই বয়সসীমা

চাকরি ডেস্ক 
কর্মী নেবে এসিআই মোটরস, নেই বয়সসীমা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটির ডিজিটাল মার্কেটিং (ইয়ামাহা) বিভাগে সিনিয়র/এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৩ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র/এক্সিকিউটিভ, (ডিজিটাল মার্কেটিং - ইয়ামাহা)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ।

অন্যান্য যোগ্যতা: ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের কমপক্ষে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসের ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সেলস অফিসার নিয়োগ দেবে এসএমসি, কর্মস্থল ঢাকা

চাকরি ডেস্ক 
সেলস অফিসার নিয়োগ দেবে এসএমসি, কর্মস্থল ঢাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে সেলস অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: সেলস অফিসার।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল চালাতে পারেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

অভিজ্ঞতা: এফএমসিজি বা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে ফিল্ড সেলস অভিজ্ঞতা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ৩টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, স্বাস্থ্যসেবা সুবিধা, লিভ এনক্যাশমেন্ট ইত্যাদি

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানেক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শুরু

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে বিজনেস একুইজিশন অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৪ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: বিজনেস একুইজিশন অফিসার, (অ্যাসিস্ট্যান্ট অফিসার টু সিনিয়র প্রিন্সিপাল অফিসার)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: আর্থিক প্রতিষ্ঠানে এসএমই ব্যাংকিং, ঋণ মূল্যায়ন এবং আর্থিক বিশ্লেষণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা। ব্যাংকিং নিয়মকানুন, এমএস অফিস এবং ডিজিটাল ব্যাংকিং সরঞ্জামগুলোতে দক্ষতা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের ১ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: যেকোনো স্থানে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও বিভিন্ন সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানেক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ইউএস-বাংলা এয়ারলাইনসে নিয়োগ, সপ্তাহে ছুটি ২ দিন

চাকরি ডেস্ক 
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৪: ১৩
ফাইল ছবি
ফাইল ছবি

সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ভিএফএক্স ডিজাইনার/ভিজ্যুয়াল এফেক্ট আর্টিস্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস।

পদের নাম: ভিএফএক্স ডিজাইনার/ভিজ্যুয়াল এফেক্ট আর্টিস্ট।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: ভিএফএক্স, অ্যানিমেশন, ফিল্ম অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা।

অন্যান্য যোগ্যতা: অ্যাডোবি আফটার ইফেক্টসে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৭ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: সাপ্তাহিক দুই দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সব ধরনের সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত