
রাশিয়াকে এড়িয়ে পোল্যান্ডে স্থায়ী ঘাঁটি করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা রাশিয়াকে কখনোই বলেনি যে— যুক্তরাষ্ট্র ইউরোপে তাঁদের শক্তিমত্তা বৃদ্ধি করতে চায়। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। এমন সময়ে এই বক্তব্য এল যখন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাটো এবং জি–৭ ভুক্ত দেশগুলোর শক্তিমত্তা আরও বাড়ানোর লক্ষ্যে ইউরোপ সফর করছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে যুক্তরাষ্ট্রের নিজস্ব শক্তিমত্তা বৃদ্ধিসহ ন্যাটো জোটের শক্তি বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন।
বাইডেনের এসব ঘোষণার মধ্য দিয়ে রাশিয়ার নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে কিনা সে বিষয়ে আলোকপাত করেন মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগের সমন্বয়ক জন কিরবি বলেছেন, ‘এই বিষয়ে মস্কোর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়নি এবং কোনো ধরনের যোগাযোগের প্রয়োজনও নেই।’
মার্কিন প্রশাসনের আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, বাইডেনের এসব ঘোষণার মধ্য দিয়ে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে যেসব চুক্তি রয়েছে তার কোনো বরখেলাপ হবে না। ফলে, ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত দেশগুলোতে নিজের উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে নীরবে এগিয়ে যাচ্ছে।
এর আগে, বাইডেন ঘোষণা দিয়েছিলেন—যুক্তরাষ্ট্র পোল্যান্ডে মার্কিন সেনাবাহিনীর পঞ্চম কর্পসের হেড কোয়ার্টার স্থায়ীভাবে নির্মাণ করতে চান পোল্যান্ডে, রোমানিয়ায় ৩০০০ সৈন্য মোতায়েন, বাল্টিক দেশগুলোতে সৈন্য মোতায়েন এবং যুক্তরাজ্যে দুই স্কোয়াড্রন এফ–৩৫ যুদ্ধবিমান মোতায়েন করা হবে। এ ছাড়া জার্মানি এবং ইতালিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করারও ঘোষণা দিয়েছিলেন তিনি।

রাশিয়াকে এড়িয়ে পোল্যান্ডে স্থায়ী ঘাঁটি করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা রাশিয়াকে কখনোই বলেনি যে— যুক্তরাষ্ট্র ইউরোপে তাঁদের শক্তিমত্তা বৃদ্ধি করতে চায়। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। এমন সময়ে এই বক্তব্য এল যখন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাটো এবং জি–৭ ভুক্ত দেশগুলোর শক্তিমত্তা আরও বাড়ানোর লক্ষ্যে ইউরোপ সফর করছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে যুক্তরাষ্ট্রের নিজস্ব শক্তিমত্তা বৃদ্ধিসহ ন্যাটো জোটের শক্তি বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন।
বাইডেনের এসব ঘোষণার মধ্য দিয়ে রাশিয়ার নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে কিনা সে বিষয়ে আলোকপাত করেন মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগের সমন্বয়ক জন কিরবি বলেছেন, ‘এই বিষয়ে মস্কোর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়নি এবং কোনো ধরনের যোগাযোগের প্রয়োজনও নেই।’
মার্কিন প্রশাসনের আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, বাইডেনের এসব ঘোষণার মধ্য দিয়ে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে যেসব চুক্তি রয়েছে তার কোনো বরখেলাপ হবে না। ফলে, ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত দেশগুলোতে নিজের উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে নীরবে এগিয়ে যাচ্ছে।
এর আগে, বাইডেন ঘোষণা দিয়েছিলেন—যুক্তরাষ্ট্র পোল্যান্ডে মার্কিন সেনাবাহিনীর পঞ্চম কর্পসের হেড কোয়ার্টার স্থায়ীভাবে নির্মাণ করতে চান পোল্যান্ডে, রোমানিয়ায় ৩০০০ সৈন্য মোতায়েন, বাল্টিক দেশগুলোতে সৈন্য মোতায়েন এবং যুক্তরাজ্যে দুই স্কোয়াড্রন এফ–৩৫ যুদ্ধবিমান মোতায়েন করা হবে। এ ছাড়া জার্মানি এবং ইতালিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করারও ঘোষণা দিয়েছিলেন তিনি।

ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডের হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে। এখানে শুধু নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতই অনুষ্ঠিত হয় না, পাশাপাশি আধুনিক স্বাস্থ্য সচেতনতার এক বৈশ্বিক কেন্দ্র হিসেবে আলোচনায় উঠে এসেছে এই মসজিদ।
৭ মিনিট আগে
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সন্দেহভাজন তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্ত করতে তাদের পিঠে একটি যন্ত্র রাখার দৃশ্য সামনে এসেছে। পুলিশ সদস্যরাই যন্ত্রটি ব্যবহার করছেন। সেই যন্ত্রের তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ দাবি করছে যে, ওই ব্যক্তি ভারতীয় নন, বরং বাংলাদেশি।
২৩ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর দেশটির প্রশাসনের বাকি সদস্যরা যদি পরিস্থিতি ‘ঠিকঠাক’ করার কাজে সহযোগিতা না করেন, তবে যুক্তরাষ্ট্র সেখানে আবারও সামরিক হামলা চালাতে পারে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, নয়াদিল্লি যদি রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখে, তবে ওয়াশিংটন ভারতের ওপর শুল্ক বাড়িয়ে দেবে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানতেন যে ‘তিনি (ট্রাম্প) খুশি নন’ এবং নয়াদিল্লি তাঁকে ‘খুশি করতে’ চেয়েছিল।
১ ঘণ্টা আগে