
পেইসলি শালটিসের বয়স এখন ছয় বছর। ২০১৯ সালে হারিয়ে গিয়েছিল এই মার্কিন শিশু। এ নিয়ে তোলপাড়ও কম হয়নি। প্রায় তিন বছর পেরিয়ে গেলেও কোনো খোঁজ মিলছিল না তার। অবশেষে তাকে পাওয়া গেল নিজ বাড়ির সিঁড়ির নিচে থাকা এক গোপন কক্ষে। গত সোমবার নিউইয়র্ক পুলিশ তাকে সেই গোপন কক্ষ থেকে উদ্ধার করে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, পেইসলি শালটিস নামের চার বছরের এক শিশু হারিয়ে গিয়েছিল ২০১৯ সালে। অনেক খোঁজাখুঁজির পরও তার হদিস মিলছিল না। অবশেষে তাকে নিজ ঘরের এক গোপন কক্ষ থেকে গত সোমবার উদ্ধার করেছে নিউইয়র্ক পুলিশ। সে শারীরিকভাবে সুস্থ আছে বলেও জানিয়েছে পুলিশ।
পেইসলি হারিয়ে যাওয়ার পর নিয়ম মেনেই তার খোঁজে নেমেছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে পুলিশ তার বাড়িতেই তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয়। গত সোমবার এই তল্লাশি চালানো হয় পেইসলির সোগারটিস শহরের বাড়িতে। সেখানে সিঁড়ির তলায় এক গোপন কক্ষ থেকে তার মাসহ তাকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে শিশুটির মা-বাবার বিরুদ্ধে শিশুটির জীবন সংকটে ফেলার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, ২০১৯ সালে নিউইয়র্কের টিওগা কাউন্টি থেকে পেইসলি হারিয়ে যায় বলে জানানো হয়েছিল পুলিশকে। সে সময় পুলিশ ধারণা করেছিল, তার আসল মা-বাবা কিম্বারলি কুপার ও কার্ক শালটিসই হয়তো তাকে অপহরণ করে নিয়ে গেছে। কিন্তু সম্প্রতি উলস্টার কাউন্টির সগারটিস শহরে তাকে লুকিয়ে রাখা হয়েছে বলে গোপন সূত্রে খবর আসে। এর পরিপ্রেক্ষিতে ওই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এর আগেও অবশ্য ওই বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। এবার এক ঘণ্টার বেশি তল্লাশি চালিয়ে হাল ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে সিঁড়ির নকশার দিকে নজর যায় এক কর্মকর্তার। তিনি তখন সিঁড়ির ধাপে থাকা কাঠ তোলার ব্যবস্থা করেন। আর তখনই বেরিয়ে আসে সেই গোপন কক্ষ।
তল্লাশির সময়ও শিশুটির বাবা কার্ক শালটিস বলছিলেন, তিনি তাঁর সন্তানের খোঁজ জানেন না। কিন্তু সিঁড়ির পাটাতনগুলো খোলার পর ওই গোপন কক্ষে দেখা যায় পেইসলি তার মায় কুপারের সঙ্গে আছে। কক্ষটি ছিল ছোট, ঠান্ডা ও স্যাঁতসেঁতে। উদ্ধারের পর শিশুটিকে পরীক্ষা করে দেখা গেছে, সে শারীরিকভাবে সুস্থ আছে।
প্রসঙ্গত, পেইসলির নিখোঁজ হওয়ার কিছুদিন আগেই তার মা-বাবা তাঁদের দুই সন্তানের অভিভাবকত্ব হারান। বড় সন্তানকে এর পরপরই বৈধ অভিভাবকের কাছে হস্তান্তর করে পুলিশ। এ কারণেই তাঁরা পেইসলির অপহরণের নাটক সাজিয়েছেন বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন সগারটিস পুলিশ প্রধান জোসেফ সিনাগরা।

পেইসলি শালটিসের বয়স এখন ছয় বছর। ২০১৯ সালে হারিয়ে গিয়েছিল এই মার্কিন শিশু। এ নিয়ে তোলপাড়ও কম হয়নি। প্রায় তিন বছর পেরিয়ে গেলেও কোনো খোঁজ মিলছিল না তার। অবশেষে তাকে পাওয়া গেল নিজ বাড়ির সিঁড়ির নিচে থাকা এক গোপন কক্ষে। গত সোমবার নিউইয়র্ক পুলিশ তাকে সেই গোপন কক্ষ থেকে উদ্ধার করে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, পেইসলি শালটিস নামের চার বছরের এক শিশু হারিয়ে গিয়েছিল ২০১৯ সালে। অনেক খোঁজাখুঁজির পরও তার হদিস মিলছিল না। অবশেষে তাকে নিজ ঘরের এক গোপন কক্ষ থেকে গত সোমবার উদ্ধার করেছে নিউইয়র্ক পুলিশ। সে শারীরিকভাবে সুস্থ আছে বলেও জানিয়েছে পুলিশ।
পেইসলি হারিয়ে যাওয়ার পর নিয়ম মেনেই তার খোঁজে নেমেছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে পুলিশ তার বাড়িতেই তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয়। গত সোমবার এই তল্লাশি চালানো হয় পেইসলির সোগারটিস শহরের বাড়িতে। সেখানে সিঁড়ির তলায় এক গোপন কক্ষ থেকে তার মাসহ তাকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে শিশুটির মা-বাবার বিরুদ্ধে শিশুটির জীবন সংকটে ফেলার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, ২০১৯ সালে নিউইয়র্কের টিওগা কাউন্টি থেকে পেইসলি হারিয়ে যায় বলে জানানো হয়েছিল পুলিশকে। সে সময় পুলিশ ধারণা করেছিল, তার আসল মা-বাবা কিম্বারলি কুপার ও কার্ক শালটিসই হয়তো তাকে অপহরণ করে নিয়ে গেছে। কিন্তু সম্প্রতি উলস্টার কাউন্টির সগারটিস শহরে তাকে লুকিয়ে রাখা হয়েছে বলে গোপন সূত্রে খবর আসে। এর পরিপ্রেক্ষিতে ওই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এর আগেও অবশ্য ওই বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। এবার এক ঘণ্টার বেশি তল্লাশি চালিয়ে হাল ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে সিঁড়ির নকশার দিকে নজর যায় এক কর্মকর্তার। তিনি তখন সিঁড়ির ধাপে থাকা কাঠ তোলার ব্যবস্থা করেন। আর তখনই বেরিয়ে আসে সেই গোপন কক্ষ।
তল্লাশির সময়ও শিশুটির বাবা কার্ক শালটিস বলছিলেন, তিনি তাঁর সন্তানের খোঁজ জানেন না। কিন্তু সিঁড়ির পাটাতনগুলো খোলার পর ওই গোপন কক্ষে দেখা যায় পেইসলি তার মায় কুপারের সঙ্গে আছে। কক্ষটি ছিল ছোট, ঠান্ডা ও স্যাঁতসেঁতে। উদ্ধারের পর শিশুটিকে পরীক্ষা করে দেখা গেছে, সে শারীরিকভাবে সুস্থ আছে।
প্রসঙ্গত, পেইসলির নিখোঁজ হওয়ার কিছুদিন আগেই তার মা-বাবা তাঁদের দুই সন্তানের অভিভাবকত্ব হারান। বড় সন্তানকে এর পরপরই বৈধ অভিভাবকের কাছে হস্তান্তর করে পুলিশ। এ কারণেই তাঁরা পেইসলির অপহরণের নাটক সাজিয়েছেন বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন সগারটিস পুলিশ প্রধান জোসেফ সিনাগরা।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
১ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৩ ঘণ্টা আগে