
যুক্তরাষ্ট্রের আলাবামার একটি গির্জায় বন্দুকধারীর হামলায় দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন পুলিশ। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আলাবামা পুলিশ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, আলাবামা রাজ্যের ভেস্তাভিয়া হিলস শহরের সেন্ট স্টিফেনের এপিস্কোপাল গির্জায় বন্দুকধারী হামলা করেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গির্জার ওয়েবসাইটে বলা হয়েছে, তখন নৈশভোজের আয়োজন চলছিল। একজন বন্দুকধারী অতর্কিত হামলা চালিয়েছে।
পুলিশ ক্যাপ্টেন শেন ওয়্যার সাংবাদিকদের বলেছেন, ‘একজন আততায়ী গির্জায় ঢুকে গুলি করতে শুরু করে। এতে দুজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। আহতদের একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
যুক্তরাষ্ট্র গত কয়েক সপ্তাহ ধরে বন্দুক সহিংসতার এক ভয়ংকর অধ্যায় পার করছে। ধারাবাহিকভাবে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে দেশটিতে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা ঘটেছে টেক্সাসের একটি বিদ্যালয়ে। সেখানে গত ২৪ মে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু ও দুই শিক্ষক নিহত হয়েছেন।
গান ভয়োলেন্স আর্কাইভ নামের একটি বেসরকারি সংস্থা জানিয়েছে, এ বছরের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ২০ হাজারের বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে আত্মহত্যার ঘটনাও রয়েছে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাসের জন্য সোচ্চার হয়েছেন মার্কিনিরা। হাজার হাজার মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও বন্দুক নিয়ন্ত্রণ আইনের পক্ষে মত দিয়েছেন। কিন্তু সব আইনপ্রণেতা একমত না হওয়ায় আইনটি এখনো পাস হয়নি।

যুক্তরাষ্ট্রের আলাবামার একটি গির্জায় বন্দুকধারীর হামলায় দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন পুলিশ। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আলাবামা পুলিশ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, আলাবামা রাজ্যের ভেস্তাভিয়া হিলস শহরের সেন্ট স্টিফেনের এপিস্কোপাল গির্জায় বন্দুকধারী হামলা করেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গির্জার ওয়েবসাইটে বলা হয়েছে, তখন নৈশভোজের আয়োজন চলছিল। একজন বন্দুকধারী অতর্কিত হামলা চালিয়েছে।
পুলিশ ক্যাপ্টেন শেন ওয়্যার সাংবাদিকদের বলেছেন, ‘একজন আততায়ী গির্জায় ঢুকে গুলি করতে শুরু করে। এতে দুজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। আহতদের একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
যুক্তরাষ্ট্র গত কয়েক সপ্তাহ ধরে বন্দুক সহিংসতার এক ভয়ংকর অধ্যায় পার করছে। ধারাবাহিকভাবে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে দেশটিতে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা ঘটেছে টেক্সাসের একটি বিদ্যালয়ে। সেখানে গত ২৪ মে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু ও দুই শিক্ষক নিহত হয়েছেন।
গান ভয়োলেন্স আর্কাইভ নামের একটি বেসরকারি সংস্থা জানিয়েছে, এ বছরের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ২০ হাজারের বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে আত্মহত্যার ঘটনাও রয়েছে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাসের জন্য সোচ্চার হয়েছেন মার্কিনিরা। হাজার হাজার মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও বন্দুক নিয়ন্ত্রণ আইনের পক্ষে মত দিয়েছেন। কিন্তু সব আইনপ্রণেতা একমত না হওয়ায় আইনটি এখনো পাস হয়নি।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের নীতিনির্ধারকেরা গ্যাবার্ডের পূর্বতন রাজনৈতিক অবস্থান নিয়ে সন্দিহান ছিলেন। তাই তাঁকে এই অভিযানের পরিকল্পনায় সম্পৃক্ত করা হয়নি।
১ ঘণ্টা আগে
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘সে (মাচাদো) আগামী সপ্তাহে আমার সঙ্গে দেখা করতে আসছে। আমি তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। আমি নোবেলের বিষয়টি শুনেছি। যদি সে এমন কিছু করে, তবে এটি বড় সম্মানের বিষয় হবে।’
২ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ডস (আইআরজিসি)। শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে তারা বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেডলাইন ঘোষণা করে।
৪ ঘণ্টা আগে
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কিউবার বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিকে অত্যন্ত ‘শোচনীয়’ হিসেবে বর্ণনা করলেও, দেশটির কমিউনিস্ট সরকারের পতন এখন সময়ের ব্যাপার—এমন কোনো প্রমাণ পায়নি। গত সপ্তাহে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, কারাকাসের সমর্থন...
৫ ঘণ্টা আগে