Ajker Patrika

সংবিধান বাতিলের আহ্বান ট্রাম্পের, হোয়াইট হাউসের নিন্দা

সংবিধান বাতিলের আহ্বান ট্রাম্পের, হোয়াইট হাউসের নিন্দা

আবারও ২০২০ সালের নির্বাচনে নিজেকে জয়ী দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ফল বদলে তাঁকে ক্ষমতায় পুনর্বহাল করতে দেশের সংবিধান বাতিলের আহ্বান জানান তিনি। ট্রাম্পের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। 

বিবিসির খবরে বলা হয়, ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে শনিবার ওই আহ্বান জানান। ‘বড় প্রযুক্তি কোম্পানিগুলো’ ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বলেও অভিযোগ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। 

ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, ‘২০২০ সালের নির্বাচনে বড় ধরনের জালিয়াতি হয়েছে। তাই নির্বাচনের ফল বাতিল করে সত্যিকারের বিজয়ীকে ক্ষমতায় ফেরানোর আহ্বান জানাই। এই ধরনের জালিয়াতির প্রেক্ষাপটে সব নিয়ম, বিধি এবং আইনের ধারা, এমনকি সংবিধানে যেগুলো পাওয়া যায় সবগুলো বাতিল করা উচিত। আমাদের মহান প্রতিষ্ঠাতারা মিথ্যা, জালিয়াতির নির্বাচন চাননি এবং তা মেনেও নিতেন না।’ 

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেটস ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, সংবিধানকে আক্রমণ করে এমন মন্তব্য জাতির জন্য অভিশাপ। ট্রাম্পের মন্তব্যকে ‘সর্বজনীনভাবে নিন্দা’ জানানো উচিত বলেও জানান তিনি। 

সম্প্রতি ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। প্রার্থিতা ঘোষণার সময় ট্রাম্প বলেন, ‘২০২৪ সালের নির্বাচনে আমি এমনভাবে লড়ব, যেভাবে কেউ কখনো লড়েনি। ডেমোক্র্যাটরা স্পষ্টভাবে দেখতে পাবে যে আমাদের দেশে কী ঘটেছে এবং ঘটছে। ২০২৪ সালের ভোট হবে একেবারেই আলাদা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...