
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় অস্ত্রধারীদের হামলায় ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরকের সাহায্যে একটি ট্রাক উড়িয়ে দেওয়া হলে ওই ১১ জন নিহত হন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আজ রোববার শেয়ার করা এক পোস্টে কাকার বিষয়টি নিশ্চিত করেন।
কাকার তাঁর পোস্টে লেখেন, ‘উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ জন নিরীহ শ্রমিকের নিহত হওয়ার বিষয়টি হৃদয়বিদারক। আমি দৃঢ়ভাবে এ ধরনের নির্মম সহিংসতার বিরোধিতা করছি এবং নিহতদের পরিবারের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’
দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার পুলিশ জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তসংলগ্ন ওয়াজিরিস্তানে এই হামলার ঘটনা ঘটে। সন্দেহ করা হচ্ছে, হামলাকারীরা দূরনিয়ন্ত্রিত কোনো যন্ত্রের সাহায্যে বিস্ফোরক দিয়ে শ্রমিকদের বহনকারী ট্রাকটি উড়িয়ে দেয়। নিহতরা সবাই নিকটস্থ একটি নির্মাণাধীন প্রকল্পে কাজ করতেন।
উত্তর ওয়াজিরিস্তান পুলিশের ডেপুটি কমিশনার রেহান খটক বলেছেন, ‘তাঁরা (নিহতরা) নির্মাণাধীন একটি সেনা চৌকিতে কাজ করতেন। তাঁদের বহনকারী গাড়িটির নিচে আইইডি বিস্ফোরিত হলে তাঁরা নিহত হন।’ কোনো গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি কিংবা পুলিশও নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নাম উল্লেখ করেনি।
পাকিস্তানে সরকারের সঙ্গে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে একটি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রবিরতি ভেস্তে যাওয়ার পর থেকেই সীমান্ত এলাকায় সশস্ত্র হামলার সংখ্যা বেড়ে গেছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান ছাড়াও ইসলামিক স্টেটসের মতো গোষ্ঠীও পাকিস্তানে বেশ কিছু হামলার দায় স্বীকার করেছে। গত মাসে এক হামলার ঘটনায় ৪৫ জন নিহত হয়েছিল।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় অস্ত্রধারীদের হামলায় ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরকের সাহায্যে একটি ট্রাক উড়িয়ে দেওয়া হলে ওই ১১ জন নিহত হন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আজ রোববার শেয়ার করা এক পোস্টে কাকার বিষয়টি নিশ্চিত করেন।
কাকার তাঁর পোস্টে লেখেন, ‘উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ জন নিরীহ শ্রমিকের নিহত হওয়ার বিষয়টি হৃদয়বিদারক। আমি দৃঢ়ভাবে এ ধরনের নির্মম সহিংসতার বিরোধিতা করছি এবং নিহতদের পরিবারের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’
দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার পুলিশ জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তসংলগ্ন ওয়াজিরিস্তানে এই হামলার ঘটনা ঘটে। সন্দেহ করা হচ্ছে, হামলাকারীরা দূরনিয়ন্ত্রিত কোনো যন্ত্রের সাহায্যে বিস্ফোরক দিয়ে শ্রমিকদের বহনকারী ট্রাকটি উড়িয়ে দেয়। নিহতরা সবাই নিকটস্থ একটি নির্মাণাধীন প্রকল্পে কাজ করতেন।
উত্তর ওয়াজিরিস্তান পুলিশের ডেপুটি কমিশনার রেহান খটক বলেছেন, ‘তাঁরা (নিহতরা) নির্মাণাধীন একটি সেনা চৌকিতে কাজ করতেন। তাঁদের বহনকারী গাড়িটির নিচে আইইডি বিস্ফোরিত হলে তাঁরা নিহত হন।’ কোনো গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি কিংবা পুলিশও নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নাম উল্লেখ করেনি।
পাকিস্তানে সরকারের সঙ্গে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে একটি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রবিরতি ভেস্তে যাওয়ার পর থেকেই সীমান্ত এলাকায় সশস্ত্র হামলার সংখ্যা বেড়ে গেছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান ছাড়াও ইসলামিক স্টেটসের মতো গোষ্ঠীও পাকিস্তানে বেশ কিছু হামলার দায় স্বীকার করেছে। গত মাসে এক হামলার ঘটনায় ৪৫ জন নিহত হয়েছিল।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী সংঘাত আরও তীব্র হচ্ছে। গত দুই সপ্তাহে নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরব অবস্থান ও হামলার প্রচ্ছন্ন হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান।
২০ মিনিট আগে
প্রায় অর্ধশতাব্দী ধরে চলা ধর্মীয় শাসনের বিরুদ্ধে কখনোই এক হতে পারেনি ইরানের বিভক্ত বিরোধী রাজনীতি। তবে এবার দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সর্বশেষ শাহের ছেলে রেজা পাহলভি।
২ ঘণ্টা আগে
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দিয়ে কঠোর তিরস্কার করেছে ভারত। দিল্লিতে কারাবন্দী সাবেক ছাত্রনেতা উমর খালিদকে সংহতি জানিয়ে একটি ব্যক্তিগত চিরকুট পাঠানোয় মামদানির ওপর চটেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগে
সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে। এই কথিত পরিকল্পনাকে তিনি আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে