Ajker Patrika

আফগান সীমান্তে পাকিস্তান সামরিক বাহিনীর অভিযান, নিহত ২৩

আজকের পত্রিকা ডেস্ক­
গত মাস থেকে এখনো দুই প্রতিবেশীর মধ্যে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ রয়েছে। ছবি: সংগৃহীত
গত মাস থেকে এখনো দুই প্রতিবেশীর মধ্যে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ রয়েছে। ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্ত লাগোয়া এলাকায় টিটিপির (পাকিস্তানি তালেবান) দুটি গোপন আস্তানায় অভিযান চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এই অভিযানে টিটিপির সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র বন্দুকযুদ্ধ হয়েছে। এতে ২৩ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। তবে সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আজ বৃহস্পতিবার পাকিস্তান সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররম জেলায় এই অভিযান চালানো হয়। এর আগে চলতি সপ্তাহের শুরুতে উত্তর-পশ্চিম পাকিস্তানজুড়ে চালানো অভিযানে ৩৮ জন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়।

সামরিক বাহিনী নিহত ব্যক্তিদের ‘খারিজি সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছে। পাকিস্তান যে সন্ত্রাসীদের আফগানিস্তান ও ভারতের মদদপুষ্ট বলে অভিযোগ করে, তাদের জন্যই এই শব্দটি ব্যবহার করা হয়। নিহতদের মধ্যে নিষিদ্ধ পাকিস্তানি তালেবানের সঙ্গে যুক্ত সশস্ত্র সন্ত্রাসীরাও রয়েছে।

এ ছাড়া, বৃহস্পতিবার উত্তর-পশ্চিমের ডেরা ইসমাইল খান জেলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় (রাস্তার পাশে পেতে রাখা বোমা-আইডি) দুজন পুলিশ কর্মকর্তা নিহত ও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান।

তবে তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানি তালেবান ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি) নামেও পরিচিত। এরা আফগানিস্তানের তালেবান থেকে আলাদা হলেও তাদের মিত্র গোষ্ঠী। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর এই গোষ্ঠীটি শক্তিশালী হয়ে উঠেছে।

ইসলামাবাদের অভিযোগ, টিটিপির বহু নেতা ও যোদ্ধা আফগান সীমান্তের ওপার থেকে তাদের দেশে হামলা চালাচ্ছে। এ বিষয়টি ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। পাকিস্তান দীর্ঘদিন ধরেই কাবুলের কাছে টিটিপিকে নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়ে আসছে। তবে কাবুল ইসলামাবাদের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।

গত ১৯ অক্টোবর কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যেটি এখনো কার্যকর রয়েছে। এর আগে গত ৯ অক্টোবর ইসলামাবাদ কাবুলে হামলা চালায়। এরপর ইসলামাবাদের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ এনে পাল্টা হামলা চালায় কাবুল। এতে দুই পক্ষের মধ্যে সীমান্তে সংঘর্ষ শুরু হয়, ওই হামলায় বেশ কয়েকজন নিহত হন।

এদিকে, ওই সংঘর্ষের জেরে গত মাস থেকে এখনো দুই প্রতিবেশীর মধ্যে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ