Ajker Patrika

প্রথমবারের মতো ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষায় সুযোগ পাচ্ছেন নারীরা

প্রতিনিধি, কলকাতা
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৮: ৫৯
প্রথমবারের মতো ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষায় সুযোগ পাচ্ছেন নারীরা

ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমির (এনডিএ) এন্ট্রান্স পরীক্ষায় নারীরা বসার সুযোগ পাচ্ছেন।   সেনা বাহিনীর নিয়োগের ক্ষেত্রে লিঙ্গবৈষম্য মানতে নারাজ ভারতীয় সুপ্রিম কোর্ট।

ভারতের সর্বোচ্চ আদালত আগেই জানিয়েছিলেন, এনডিএ নারী ও পুরুষ সকলের জন্যই। ভর্তির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলে নারীদেরও সুযোগ দিতে হবে সামরিক প্রশিক্ষণের। তাঁরাও হতে পারবেন সেনা অফিসার।

ভারত সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ নীতিগত ভাবে মেনে নিলেও চলতি শিক্ষাবর্ষে নারীদের এনডিএর ভর্তির সুযোগ দিতে রাজি ছিল না। তাঁদের অনুরোধ ছিল, সুপ্রিম কোর্ট যাতে নারীদের ভর্তির জন্য একটি বছর সময় দেন। 

কিন্তু সেই আরজি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, আজ নয় কাল, এইভাবে নারীদের অধিকার থেকে বঞ্চিত করা চলবে না। নারীদের আশাহত করবে না আদালত। তাই এ বছর তাঁদের এন্ট্রান্সের ব্যবস্থা করতে হবে। 

আগামী ১৪ নভেম্বর প্রবেশিকা পরীক্ষায় নারীদের পরীক্ষা নিতে হবে বলেও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন।  

নারীদের শারীরিক বিভিন্ন সমস্যা থেকে শুরু করে বিশেষজ্ঞদের মতামত দিয়ে দ্রুত নিয়োগের ক্ষেত্রে অসুবিধার কথা তুলে ধরা হয় আদালতে। বলা হয়, পুরুষদের নারীদের শারীরিক গঠনে পার্থক্যের কথাও বলা হয়। 

কিন্তু আদালত কোনো যুক্তি শুনতে চাননি। সুপ্রিম কোর্টের মতে, যেকোনো প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে দক্ষ ভারতীয় সেনা। তাই জরুরি ভিত্তিতে নারীদের এনডিএ-তে ভর্তি করতেও তাঁরা সক্ষম হবেন।  

বিচারপতি এসকে কল এবং বিচারপতি বিআর গাভাই নারীদের সেনা বাহিনীতে বৈষম্যের বিক্ষোভে নিজেদের অবস্থানে অটল থাকেন। তাঁদের নির্দেশ, নারীদেরও সমান অধিকার দিতে হবে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত