আজকের পত্রিকা ডেস্ক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে একটি সম্ভাব্য শান্তিচুক্তির খসড়া নিয়ে কাজ করতে প্রস্তুত। এই চুক্তিতে যুদ্ধবিরতি এবং সংঘাত নিষ্পত্তির নীতিমালা অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানান তিনি। আজ সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই ঘণ্টার বেশি সময় ধরে ফোনালাপের পর সাংবাদিকদের এসব কথা বলেন পুতিন। রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফোনালাপ শেষে পুতিন সাংবাদিকদের সামনে বলেন, ‘আমরা একটি সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে কাজ করতে আগ্রহী, যেখানে সংঘাত নিষ্পত্তির মূলনীতি, চুক্তি স্বাক্ষরের সময়সীমা এবং প্রয়োজনে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।’
এদিকে ফোনালাপের পর ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে জানান, আলোচনাটি ‘খুব ফলপ্রসূ’ হয়েছে। রাশিয়া ও ইউক্রেন শিগগিরই যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করবে। তিনি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যুদ্ধের অবসান ঘটানো।’
২০২৫ সালের শুরু থেকে ‘আলফা ম্যান’ খ্যাত রুশ-মার্কিন প্রেসিডেন্টের মধ্যে এটি তৃতীয় ফোনালাপ। ক্রেমলিন বলেছে, ইস্তাম্বুলে সম্প্রতি অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন সরাসরি আলোচনার পটভূমিতে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা ছিল।
তিন দিন আগে ইস্তাম্বুলে দুই পক্ষের আলোচনায় এক হাজার বন্দী বিনিময়ের চুক্তি হয় এবং একটি সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১৮ মার্চ পুতিন ও ট্রাম্পের আগের ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক ও ইউক্রেন সংকট নিয়ে আলোচনা হয়। পুতিন ট্রাম্পের ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব সমর্থন করলেও ইউক্রেন তা গ্রহণ করেনি এবং তাদের আক্রমণ অব্যাহত রাখে। রাশিয়া ইস্টার সানডে ও বিজয় দিবসে একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করলেও সেগুলো কার্যকর হয়নি।
আরও আগে ১২ ফেব্রুয়ারির ফোনালাপে রাশিয়া-মার্কিন সম্পর্কের বিভিন্ন সমস্যা এবং ইউক্রেন ইস্যুতে আলোচনা হয়। তখন দুই নেতা ভবিষ্যতে একটি সরাসরি বৈঠক করার ব্যাপারেও সম্মত হন।
রাশিয়ার সর্বশেষ ঘোষণার মাধ্যমে বোঝা যাচ্ছে, আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়া এখন কিছুটা নমনীয় অবস্থান নিচ্ছে এবং যুদ্ধবিরতির সম্ভাব্য পথ খুঁজছে। তবে শান্তি প্রতিষ্ঠা নির্ভর করছে ইউক্রেনের অবস্থান, পশ্চিমাদের ভূমিকা এবং ভবিষ্যৎ আলোচনার সফলতার ওপর।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে একটি সম্ভাব্য শান্তিচুক্তির খসড়া নিয়ে কাজ করতে প্রস্তুত। এই চুক্তিতে যুদ্ধবিরতি এবং সংঘাত নিষ্পত্তির নীতিমালা অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানান তিনি। আজ সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই ঘণ্টার বেশি সময় ধরে ফোনালাপের পর সাংবাদিকদের এসব কথা বলেন পুতিন। রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফোনালাপ শেষে পুতিন সাংবাদিকদের সামনে বলেন, ‘আমরা একটি সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে কাজ করতে আগ্রহী, যেখানে সংঘাত নিষ্পত্তির মূলনীতি, চুক্তি স্বাক্ষরের সময়সীমা এবং প্রয়োজনে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।’
এদিকে ফোনালাপের পর ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে জানান, আলোচনাটি ‘খুব ফলপ্রসূ’ হয়েছে। রাশিয়া ও ইউক্রেন শিগগিরই যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করবে। তিনি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যুদ্ধের অবসান ঘটানো।’
২০২৫ সালের শুরু থেকে ‘আলফা ম্যান’ খ্যাত রুশ-মার্কিন প্রেসিডেন্টের মধ্যে এটি তৃতীয় ফোনালাপ। ক্রেমলিন বলেছে, ইস্তাম্বুলে সম্প্রতি অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন সরাসরি আলোচনার পটভূমিতে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা ছিল।
তিন দিন আগে ইস্তাম্বুলে দুই পক্ষের আলোচনায় এক হাজার বন্দী বিনিময়ের চুক্তি হয় এবং একটি সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১৮ মার্চ পুতিন ও ট্রাম্পের আগের ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক ও ইউক্রেন সংকট নিয়ে আলোচনা হয়। পুতিন ট্রাম্পের ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব সমর্থন করলেও ইউক্রেন তা গ্রহণ করেনি এবং তাদের আক্রমণ অব্যাহত রাখে। রাশিয়া ইস্টার সানডে ও বিজয় দিবসে একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করলেও সেগুলো কার্যকর হয়নি।
আরও আগে ১২ ফেব্রুয়ারির ফোনালাপে রাশিয়া-মার্কিন সম্পর্কের বিভিন্ন সমস্যা এবং ইউক্রেন ইস্যুতে আলোচনা হয়। তখন দুই নেতা ভবিষ্যতে একটি সরাসরি বৈঠক করার ব্যাপারেও সম্মত হন।
রাশিয়ার সর্বশেষ ঘোষণার মাধ্যমে বোঝা যাচ্ছে, আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়া এখন কিছুটা নমনীয় অবস্থান নিচ্ছে এবং যুদ্ধবিরতির সম্ভাব্য পথ খুঁজছে। তবে শান্তি প্রতিষ্ঠা নির্ভর করছে ইউক্রেনের অবস্থান, পশ্চিমাদের ভূমিকা এবং ভবিষ্যৎ আলোচনার সফলতার ওপর।

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে—এমন একটি উইকিপিডিয়া পাতার স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ছবি শেয়ার করেন।
১ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৬ ঘণ্টা আগে