
সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রাজধানীতে কোথাও তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিদ্রোহী বাহিনী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) দাবি করছে, তারা রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে। এর আগে বিদ্রোহীরা দক্ষিণ সিরিয়া দখলে নিয়েছে।
আজ রোববার সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, রাজধানী দামেস্কে ঢুকে পড়েছে এইচটিএস যোদ্ধারা। শহরটির বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে।
তবে গতকাল শনিবার ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রেস টিভিকে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ইয়াকুব রেজাজাদেহ বলেন, ‘আসাদ ও তাঁর পরিবার সিরিয়া ত্যাগ করেছেন—এ খবর সত্য নয়।’
সিএনএনের প্রতিবেদনে জানা যায়, দামেস্কে যেসব স্থানে আসাদের থাকার কথা, সেসবের কোথাও তিনি নেই। আসাদের প্রেসিডেনশিয়াল গার্ডরাও দায়িত্বে নেই। তবে সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় দাবি করেছে, আসাদ রাজধানী ছেড়ে যাননি।
এর আগে শুক্রবার দামেস্কে আসাদের সঙ্গে দেখা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একজন উপদেষ্টা। প্রেস টিভির খবরে বলা হয়, উপদেষ্টা আলি লারিজানি আসাদকে ইরানের সমর্থন জানাতে সাক্ষাৎ করেছেন।
এর আগে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণাঞ্চলের বিদ্রোহীরা দেরা অঞ্চলের ৯০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণে নিয়েছে এবং কেবল সানামাইন অঞ্চল এখনো সরকারি বাহিনীর অধীনে আছে।

সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রাজধানীতে কোথাও তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিদ্রোহী বাহিনী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) দাবি করছে, তারা রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে। এর আগে বিদ্রোহীরা দক্ষিণ সিরিয়া দখলে নিয়েছে।
আজ রোববার সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, রাজধানী দামেস্কে ঢুকে পড়েছে এইচটিএস যোদ্ধারা। শহরটির বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে।
তবে গতকাল শনিবার ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রেস টিভিকে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ইয়াকুব রেজাজাদেহ বলেন, ‘আসাদ ও তাঁর পরিবার সিরিয়া ত্যাগ করেছেন—এ খবর সত্য নয়।’
সিএনএনের প্রতিবেদনে জানা যায়, দামেস্কে যেসব স্থানে আসাদের থাকার কথা, সেসবের কোথাও তিনি নেই। আসাদের প্রেসিডেনশিয়াল গার্ডরাও দায়িত্বে নেই। তবে সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় দাবি করেছে, আসাদ রাজধানী ছেড়ে যাননি।
এর আগে শুক্রবার দামেস্কে আসাদের সঙ্গে দেখা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একজন উপদেষ্টা। প্রেস টিভির খবরে বলা হয়, উপদেষ্টা আলি লারিজানি আসাদকে ইরানের সমর্থন জানাতে সাক্ষাৎ করেছেন।
এর আগে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণাঞ্চলের বিদ্রোহীরা দেরা অঞ্চলের ৯০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণে নিয়েছে এবং কেবল সানামাইন অঞ্চল এখনো সরকারি বাহিনীর অধীনে আছে।

দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৩১ মিনিট আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
১ ঘণ্টা আগে
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এই বাসিন্দা অবাক হয়ে দেখেন, তাঁর বয়সী পুরুষেরা ইন্টারনেটে উপহাসের পাত্র হয়ে উঠেছেন। জেন-জি এবং তুলনামূলক তরুণ মিলেনিয়ালদের ফ্যাশন অনুকরণ করার জন্যই তাঁদের নিয়ে ঠাট্টা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
ইরানের সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে জানিয়েছেন দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা। আজ রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেন। তবে ওই কর্মকর্তা তাঁর নাম প্রকাশ করতে অনিচ্ছুক ছিলেন।
১ ঘণ্টা আগে