Ajker Patrika

পাকিস্তানের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ আনল আফগানিস্তান

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ২১: ০২
বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে দুটি বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা গেছে। ছবি: বিবিসি
বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে দুটি বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা গেছে। ছবি: বিবিসি

আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে তাদের ‘সার্বভৌম ভূখণ্ড লঙ্ঘন’ করার অভিযোগ এনেছে। আজ শুক্রবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনাকে ‘সহিংস ও উসকানিমূলক’ বলে আখ্যা দিয়েছে।

আজ বিবিসি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে কাবুলে দুটি বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা যায়। আফগান মন্ত্রণালয়ের দাবি, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাতিকা প্রদেশের এক বেসামরিক বাজারে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে বেশ কয়েকটি দোকান ধ্বংস হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে পাকিস্তান এখনো এ হামলার কথা স্বীকার বা অস্বীকার করেনি। আজ পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনি আরও বলেন, পাকিস্তানি নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষায় যা করা প্রয়োজন, তা করা হবে।

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, পাকিস্তান-তালেবান বা টিটিপিকে নিজেদের ভূখণ্ডে কার্যক্রম চালাতে দিচ্ছে আফগান তালেবান। তবে এই অভিযোগ তালেবান সরকার বরাবরই অস্বীকার করেছে। কাবুলে শোনা বিস্ফোরণগুলো টিটিপি নেতা নুর ওয়ালি মেহসুদের ওপর হামলা ছিল বলে খবর ছড়ায়। পরে মেহসুদের একটি ভয়েস মেসেজ প্রকাশ করে জানানো হয়, তিনি জীবিত আছেন।

বিবিসি আফগানের প্রতিবেদক আজ ঘটনাস্থলে কোনো বিস্ফোরণের চিহ্ন না পেলেও তালেবান বাহিনীর উপস্থিতি ও চেকপোস্ট বাড়ানোর খবর দিয়েছেন।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করেছে, পরিস্থিতি আরও খারাপ হলে এর পূর্ণ দায় পাকিস্তান সেনাবাহিনীকে নিতে হবে। তবে ভারতের দিল্লিতে সফররত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, ‘পাকিস্তান যেন এ ভুলের পুনরাবৃত্তি না করে। আমাদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব, যুদ্ধের মাধ্যমে নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত