Ajker Patrika

অস্ত্র-গুলিসহ আটক তিনজন

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি 
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬: ১০
অস্ত্র-গুলিসহ আটক তিনজন

দিঘলিয়ায় পিস্তল ও গুলিসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-৬। গত বৃহস্পতিবার সকালে গাজীরহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভেতরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি ইস্পাতের চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার বুলু মোল্লা (৪০), আবুল কালাম আজাদ ওরফে কালাম শেখ (২৪) ও খবির মোল্লা (৪৮)। বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-৬ এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, গত বৃহস্পতিবার সকাল র‍্যাব-৬ এর একটি দল জানতে পারে গাজীরহাট ইউপি কমপ্লেক্স ভবনের ভেতরে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। র‍্যাবের ওই দলটি রুমের ভেতর অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

আটকের পর তাঁদের দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয় ও তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত