Ajker Patrika

‘সব ধর্মের মানুষ মুক্তিযুদ্ধ করেছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৪: ৩৮
‘সব ধর্মের মানুষ মুক্তিযুদ্ধ করেছে’

কোনো একক ধর্মের মানুষ নয়; হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ এক হয়ে মুক্তিযুদ্ধ করেছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয়, সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে ভারত-বাংলাদেশ সম্প্রীতি সংসদ। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় সংগঠনটি।

সম্প্রতি পূজামণ্ডপ, মন্দির ও বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশে যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে তা ধরে রাখতে হবে।

অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল জানিয়ে ভারত-বাংলাদেশ সম্প্রীতি সংসদের সহসভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘বঙ্গবন্ধুকে ইসলামি প্রজাতন্ত্র করার কথা বলা হয়েছিল কিন্তু তিনি করেননি। কারণ মুক্তিযুদ্ধটা সব ধর্মের মানুষই করেছে। অথচ সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য একটি ধর্মের মানুষের ওপর হামলা করা হচ্ছে।’

সংগঠনটির উপদেষ্টা কমিটির সদস্য সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন বলেন, ‘বাংলাদেশর মুক্তিযুদ্ধে সবার রক্ত রয়েছে। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ এক হয়ে মুক্তিযুদ্ধ করেছে। এরপরও যাঁরা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেন না, তাঁরা দেশটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হোক তা চাননি। একটি গোষ্ঠী এখনো ষড়যন্ত্র করছে।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ভারত-বাংলাদেশ সম্প্রীতি সংসদের সভাপতি ও সাবেক সাংসদ হারুন অর রশীদ। উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক তৌসিফ, সহসভাপতি জিল্লুর রহিম দুলাল, কোষাধ্যক্ষ মুস্তাফিজুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত