Ajker Patrika

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১১: ৫৫
স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

দীর্ঘ ১৮ বছর পর জেলা পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। গতকাল শনিবার সকালে পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশুপার্কে এ সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এ সময় সম্মেলনের প্রধান অতিথি বাহাউদ্দিন নাসিম বলেন, ‘বিএনপি সারা জীবন মিথ্যাচার করে, দেশের মানুষের বিরুদ্ধে রাজনীতি করছে। এভাবে মানুষের সমর্থন পাওয়া যায় না।’

জেলা স্বেচ্ছাসেবক লীগের এ সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, পটুয়াখালী–৩ আসনের সাংসদ এস এম শাহাজাদাসহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র নেতারা।

ভারপ্রাপ্ত সভাপতি শাহানূর হকের সভাপতিত্বে এবং উজ্জ্বল বোসের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম অধিবেশন শেষে বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনের ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত