
ফরাসি ফুটবলার এরিক ক্যান্টোনা একবার বলেছিলেন, ‘স্পেন বিশ্বকাপ জিতেছে বার্সেলোনার ১০ খেলোয়াড় নিয়ে। স্পেন বিশ্বকাপ জেতেনি, সেটা কাতালানরা জিতেছে, বার্সেলোনা জিতেছে।’ ২০১০ সালে স্পেন ফুটবল দলে ফুটবল ক্লাব বার্সেলোনার কতটা প্রভাব ছিল, সেদিকেই ইঙ্গিত ছিল ক্যান্টোনার। লুইস এনরিকের স্পেনকে দেখেও এখন অবশ্য একই কথা মনে হয়। বার্সেলোনারই সবচেয়ে বেশি খেলোয়াড় বর্তমান দলে। স্পেনের মাঝমাঠ আর বার্সেলোনার মাঝমাঠ যে একই! রাত নয়টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে এই স্পেনের আজ কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই, প্রতিপক্ষ মরক্কো।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বলের নিয়ন্ত্রণ রাখা স্পেন চাইবেই না মরক্কোকে সুযোগ দিতে। মাঝমাঠের দখল নেওয়ার ভালো ক্ষমতা তাদের রয়েছে। নকআউট পর্বের ম্যাচ বলেই তারা আরও বেশি চাইবে বলের দখল ধরে রাখতে। টিকি-টাকার দর্শন হলেও লুইস এনরিকের কৌশলে কিছু পরিবর্তন তো আছেই। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেছেন, ‘আমরা যত বেশি সম্ভব বলের দখল রাখতে চাই, আর চাই ফরোয়ার্ডদের কাছে পাঠিয়ে দিতে।’
বিশ্বকাপে অবশ্য বলের দখলের দিক দিয়ে কখনোই এগিয়ে থাকতে পারেনি মরক্কো। সেটি নিয়ে তাদের এত চিন্তাও নেই। গ্রুপ পর্বে বেলজিয়ামের মতো দলকে নাকানি-চুবানি খাইয়েছে তারা। কানাডার বিপক্ষে জয় ছাড়াও ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে রুখে দিয়েছে গোলশূন্য ড্র করে। নিজেদের খেলার ধরনও তাতে পাল্টায়নি। রক্ষণ সামলে প্রতি আক্রমণনির্ভর খেলায়ই এখন পর্যন্ত সফল মরক্কো। একই কৌশলে তারা খেলতে চায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষেও। স্পেন যে কাউন্টার অ্যাটাক বা প্রতি আক্রমণে বরাবরই দুর্বল। এই দুর্বলতাতেই আঘাত হানতে চায় তারা।
বেলজিয়ামের বিপক্ষে জিতলেও সাবেক চ্যাম্পিয়ন স্পেনকে হারানো খুবই কঠিন মনে করেন মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই। জানালেন, ‘এটা আমাদের জন্য খুবই পরীক্ষামূলক ম্যাচ হবে। আমরা পৃথিবীর অন্যতম সেরা ফুটবল জাতির বিপক্ষে খেলতে নামব। যারা ফাইনাল খেলার মতো দল।’
এনরিকে আরও একটু এগিয়ে থাকার চেষ্টা করছেন। নকআউট পর্বের ম্যাচ বলেই অতিরিক্ত ৩০ মিনিট ও টাইব্রেকারের প্রস্তুতিও নিয়ে রেখেছে এনরিকের দল। টাইব্রেকারের লক্ষ্যে সহস্রাধিক পেনাল্টি শট নিয়ে ‘হোমওয়ার্ক’ পর্যন্ত করে রেখেছে লা রোজারা। এনরিকের ধারণা, প্রতিপক্ষ মরক্কোও একই প্রস্তুতি নিয়ে রেখেছে। এনরিকে বলেন, ‘আমার মনে হয়, তারাও হোমওয়ার্ক করে রেখেছে। যদি আপনি শেষ পর্যন্ত যান, তাহলে এই প্রস্তুতি নিতেই হয়।’
দুই প্রান্ত ধরে প্রতি আক্রমণ সাজানোয় মরক্কোর বড় ভরসা হতে পারেন চেলসির মরোক্কান উইঙ্গার হাকিম জিয়েস। বাছাইপর্বে কোনো ম্যাচ না খেললেও নিজেকে অন্যভাবে চিনিয়েছেন মূল মঞ্চে। স্পেনকে সতর্ক থাকতে হবে দুই ফুলব্যাক রেখে। স্পেনের জন্য সুখবর হচ্ছে, দলের সবচেয়ে অভিজ্ঞ সিজার আজপিলিকুয়েতা। তবে তিনি শুরুর একাদশে থাকবেন কি না, এ বিষয়ে নিশ্চিত করেননি এনরিকে।

ফরাসি ফুটবলার এরিক ক্যান্টোনা একবার বলেছিলেন, ‘স্পেন বিশ্বকাপ জিতেছে বার্সেলোনার ১০ খেলোয়াড় নিয়ে। স্পেন বিশ্বকাপ জেতেনি, সেটা কাতালানরা জিতেছে, বার্সেলোনা জিতেছে।’ ২০১০ সালে স্পেন ফুটবল দলে ফুটবল ক্লাব বার্সেলোনার কতটা প্রভাব ছিল, সেদিকেই ইঙ্গিত ছিল ক্যান্টোনার। লুইস এনরিকের স্পেনকে দেখেও এখন অবশ্য একই কথা মনে হয়। বার্সেলোনারই সবচেয়ে বেশি খেলোয়াড় বর্তমান দলে। স্পেনের মাঝমাঠ আর বার্সেলোনার মাঝমাঠ যে একই! রাত নয়টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে এই স্পেনের আজ কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই, প্রতিপক্ষ মরক্কো।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বলের নিয়ন্ত্রণ রাখা স্পেন চাইবেই না মরক্কোকে সুযোগ দিতে। মাঝমাঠের দখল নেওয়ার ভালো ক্ষমতা তাদের রয়েছে। নকআউট পর্বের ম্যাচ বলেই তারা আরও বেশি চাইবে বলের দখল ধরে রাখতে। টিকি-টাকার দর্শন হলেও লুইস এনরিকের কৌশলে কিছু পরিবর্তন তো আছেই। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেছেন, ‘আমরা যত বেশি সম্ভব বলের দখল রাখতে চাই, আর চাই ফরোয়ার্ডদের কাছে পাঠিয়ে দিতে।’
বিশ্বকাপে অবশ্য বলের দখলের দিক দিয়ে কখনোই এগিয়ে থাকতে পারেনি মরক্কো। সেটি নিয়ে তাদের এত চিন্তাও নেই। গ্রুপ পর্বে বেলজিয়ামের মতো দলকে নাকানি-চুবানি খাইয়েছে তারা। কানাডার বিপক্ষে জয় ছাড়াও ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে রুখে দিয়েছে গোলশূন্য ড্র করে। নিজেদের খেলার ধরনও তাতে পাল্টায়নি। রক্ষণ সামলে প্রতি আক্রমণনির্ভর খেলায়ই এখন পর্যন্ত সফল মরক্কো। একই কৌশলে তারা খেলতে চায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষেও। স্পেন যে কাউন্টার অ্যাটাক বা প্রতি আক্রমণে বরাবরই দুর্বল। এই দুর্বলতাতেই আঘাত হানতে চায় তারা।
বেলজিয়ামের বিপক্ষে জিতলেও সাবেক চ্যাম্পিয়ন স্পেনকে হারানো খুবই কঠিন মনে করেন মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই। জানালেন, ‘এটা আমাদের জন্য খুবই পরীক্ষামূলক ম্যাচ হবে। আমরা পৃথিবীর অন্যতম সেরা ফুটবল জাতির বিপক্ষে খেলতে নামব। যারা ফাইনাল খেলার মতো দল।’
এনরিকে আরও একটু এগিয়ে থাকার চেষ্টা করছেন। নকআউট পর্বের ম্যাচ বলেই অতিরিক্ত ৩০ মিনিট ও টাইব্রেকারের প্রস্তুতিও নিয়ে রেখেছে এনরিকের দল। টাইব্রেকারের লক্ষ্যে সহস্রাধিক পেনাল্টি শট নিয়ে ‘হোমওয়ার্ক’ পর্যন্ত করে রেখেছে লা রোজারা। এনরিকের ধারণা, প্রতিপক্ষ মরক্কোও একই প্রস্তুতি নিয়ে রেখেছে। এনরিকে বলেন, ‘আমার মনে হয়, তারাও হোমওয়ার্ক করে রেখেছে। যদি আপনি শেষ পর্যন্ত যান, তাহলে এই প্রস্তুতি নিতেই হয়।’
দুই প্রান্ত ধরে প্রতি আক্রমণ সাজানোয় মরক্কোর বড় ভরসা হতে পারেন চেলসির মরোক্কান উইঙ্গার হাকিম জিয়েস। বাছাইপর্বে কোনো ম্যাচ না খেললেও নিজেকে অন্যভাবে চিনিয়েছেন মূল মঞ্চে। স্পেনকে সতর্ক থাকতে হবে দুই ফুলব্যাক রেখে। স্পেনের জন্য সুখবর হচ্ছে, দলের সবচেয়ে অভিজ্ঞ সিজার আজপিলিকুয়েতা। তবে তিনি শুরুর একাদশে থাকবেন কি না, এ বিষয়ে নিশ্চিত করেননি এনরিকে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫