নাজমুল হাসান সাগর, ঢাকা

‘ভোর হলো, দোর খোল, খুকুমণি ওঠ রে! ঐ ডাকে, জুঁই-শাখে, ফুল-খুকী ছোট রে!’—এমন আদর করে কচি-কোমল শিশুদের ঘুম ভাঙানোর উপায় বাতলে দিয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আর রবীন্দ্রনাথ ঠাকুর? তিনি তো শিশুদের ভাসিয়েছেন কল্পনার রঙিন এক ভুবনে। কবিগুরু ‘বীরপুরুষ’ কবিতায় লিখেছেন, ‘মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে…’
রবীন্দ্র-নজরুলের ধ্যানজ্ঞান যদিও শিশুতোষ সাহিত্য ছিল না, তবু এ ক্ষেত্রে তাঁদের সাধনার ফসল একেবারে কম নয়। অথচ একুশে বইমেলায় তাঁদের লেখা বই প্রায় নেই বললেই চলে। গতকাল শনিবার মেলার শিশু চত্বর ঘুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা শিশুতোষ কোনো বই পাওয়া যায়নি। ঝিঙেফুল প্রকাশনীতে রবীন্দ্রনাথের একটি বই পাওয়া গেছে।
নজরুল লেখা পিলেপটকা, খাদু দাদু, লিচু চোর, মটকুল মাইতি, খুকি ও কাঠবিড়ালী, সংকল্প এবং রবীন্দ্রনাথের বীরপুরুষ, জন্মকথা, শিশু, খাপছাড়া, শিশু ভোলানাথ, বলাই, পোস্টমাস্টার, রতন কিংবা ছুটি না পড়ে একটা প্রজন্ম বেড়ে উঠবে, তা মানতে পারছেন না অভিভাবকেরা। তাঁরা বইমেলায় এসব বই নিয়ে আসার আহ্বান জানান। শনিবার মেলার শিশুপ্রহরে ঘুরতে আসেন নওগাঁর রানীনগরের রবিউল সরদার। তিনি বলেন, ‘বইমেলায় নজরুল কিংবা রবীন্দ্রনাথের লেখা ছড়া, কবিতা বা গল্পের কোনো বই নেই। এমনকি তাঁদের নিয়েও শিশুতোষ কোনো বই আসেনি। বিষয়টা বুঝতে পেরে কষ্টও পেলাম। আমি আমার সন্তানদের জন্য বই কিনতে এসেছিলাম।’
কথাসাহিত্যিক অধ্যাপক ডক্টর জাফর ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘শিশু-কিশোরদের জন্য অনেক অনেক বই আসছে, তবে সেগুলো কতটা মানসম্পন্ন, তা নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে। নজরুল বা রবীন্দ্রনাথের বই না থাকাটা দুঃখজনক।’
প্রকাশকেরা জানান, শনিবার শিশুপ্রহরে প্রত্যাশা অনুযায়ী বই বিক্রি হয়েছে। বিক্রির তালিকায় শীর্ষে ছিল রূপকথা, ভূতের গল্প, বৈজ্ঞানিক কল্পকাহিনি, বিদেশি কার্টুনের বিভিন্ন চরিত্র অবলম্বনে লেখা ছোট বইগুলো। জনতা প্রকাশ স্টলের বিক্রয় প্রতিনিধি তামান্না আখতার বলেন, ‘মিস্টার বিন, সিনড্রেলা, আলাদিন বা আঁকার বইয়ের দিকে শিশু ও অভিভাবকের ঝোঁক বেশি। তবে রবীন্দ্রনাথ আর নজরুলের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেওয়াতে আমাদের ঘাটতি আছে, এটা ঠিক।’ এবার মেলায় শিশুতোষ বইয়ের মধ্যে অন্যতম ফ্লোরেন্স সাকাদের লেখার অনুবাদ ‘জাপানি শিশু গল্পগুচ্ছ’। রহিম ওয়াহিদের এ অনুবাদ বই স্থান পেয়েছে বাংলা একাডেমির স্টলে, যার মলাট মূল্য ১২০ টাকা। শিশু চত্বরের ঝিঙেফুল প্রকাশনীতে রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত শিশু-কিশোর সংকলন ‘রবি কিশোর’ ভালো বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বইটির মলাট মূল্য ৫৫০ টাকা।
কবি নজরুল ইনস্টিটিউট নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বেসরকারিভাবে বইয়ের সংখ্যা কম হলেও বাংলা একাডেমিতে আমাদের স্টলে নজরুলের পর্যাপ্ত বই আছে। বই প্রকাশে কপিরাইটসংক্রান্ত ঝামেলা নেই। প্রকাশকেরা তা-ও কেন প্রকাশ করেন না, তা জানি না।’ রবীন্দ্র বিশেষজ্ঞ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘প্রকাশনীগুলো চাইলেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিয়ে সংকলন বের করতে পারে। এটা ভিন্নমাত্রা যোগ করবে।’
ঝিঙেফুলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘আমরা একটি বই এনেছি। সবাই যদি এমন দু-একটি বইও নিয়ে আসত, তবে সংখ্যাটা বড় হতো। সামনে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে সবাইকেই।’ এদিকে শনিবার মেলায় নতুন বই এসেছে ১১৯টি।

‘ভোর হলো, দোর খোল, খুকুমণি ওঠ রে! ঐ ডাকে, জুঁই-শাখে, ফুল-খুকী ছোট রে!’—এমন আদর করে কচি-কোমল শিশুদের ঘুম ভাঙানোর উপায় বাতলে দিয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আর রবীন্দ্রনাথ ঠাকুর? তিনি তো শিশুদের ভাসিয়েছেন কল্পনার রঙিন এক ভুবনে। কবিগুরু ‘বীরপুরুষ’ কবিতায় লিখেছেন, ‘মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে…’
রবীন্দ্র-নজরুলের ধ্যানজ্ঞান যদিও শিশুতোষ সাহিত্য ছিল না, তবু এ ক্ষেত্রে তাঁদের সাধনার ফসল একেবারে কম নয়। অথচ একুশে বইমেলায় তাঁদের লেখা বই প্রায় নেই বললেই চলে। গতকাল শনিবার মেলার শিশু চত্বর ঘুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা শিশুতোষ কোনো বই পাওয়া যায়নি। ঝিঙেফুল প্রকাশনীতে রবীন্দ্রনাথের একটি বই পাওয়া গেছে।
নজরুল লেখা পিলেপটকা, খাদু দাদু, লিচু চোর, মটকুল মাইতি, খুকি ও কাঠবিড়ালী, সংকল্প এবং রবীন্দ্রনাথের বীরপুরুষ, জন্মকথা, শিশু, খাপছাড়া, শিশু ভোলানাথ, বলাই, পোস্টমাস্টার, রতন কিংবা ছুটি না পড়ে একটা প্রজন্ম বেড়ে উঠবে, তা মানতে পারছেন না অভিভাবকেরা। তাঁরা বইমেলায় এসব বই নিয়ে আসার আহ্বান জানান। শনিবার মেলার শিশুপ্রহরে ঘুরতে আসেন নওগাঁর রানীনগরের রবিউল সরদার। তিনি বলেন, ‘বইমেলায় নজরুল কিংবা রবীন্দ্রনাথের লেখা ছড়া, কবিতা বা গল্পের কোনো বই নেই। এমনকি তাঁদের নিয়েও শিশুতোষ কোনো বই আসেনি। বিষয়টা বুঝতে পেরে কষ্টও পেলাম। আমি আমার সন্তানদের জন্য বই কিনতে এসেছিলাম।’
কথাসাহিত্যিক অধ্যাপক ডক্টর জাফর ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘শিশু-কিশোরদের জন্য অনেক অনেক বই আসছে, তবে সেগুলো কতটা মানসম্পন্ন, তা নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে। নজরুল বা রবীন্দ্রনাথের বই না থাকাটা দুঃখজনক।’
প্রকাশকেরা জানান, শনিবার শিশুপ্রহরে প্রত্যাশা অনুযায়ী বই বিক্রি হয়েছে। বিক্রির তালিকায় শীর্ষে ছিল রূপকথা, ভূতের গল্প, বৈজ্ঞানিক কল্পকাহিনি, বিদেশি কার্টুনের বিভিন্ন চরিত্র অবলম্বনে লেখা ছোট বইগুলো। জনতা প্রকাশ স্টলের বিক্রয় প্রতিনিধি তামান্না আখতার বলেন, ‘মিস্টার বিন, সিনড্রেলা, আলাদিন বা আঁকার বইয়ের দিকে শিশু ও অভিভাবকের ঝোঁক বেশি। তবে রবীন্দ্রনাথ আর নজরুলের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেওয়াতে আমাদের ঘাটতি আছে, এটা ঠিক।’ এবার মেলায় শিশুতোষ বইয়ের মধ্যে অন্যতম ফ্লোরেন্স সাকাদের লেখার অনুবাদ ‘জাপানি শিশু গল্পগুচ্ছ’। রহিম ওয়াহিদের এ অনুবাদ বই স্থান পেয়েছে বাংলা একাডেমির স্টলে, যার মলাট মূল্য ১২০ টাকা। শিশু চত্বরের ঝিঙেফুল প্রকাশনীতে রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত শিশু-কিশোর সংকলন ‘রবি কিশোর’ ভালো বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বইটির মলাট মূল্য ৫৫০ টাকা।
কবি নজরুল ইনস্টিটিউট নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বেসরকারিভাবে বইয়ের সংখ্যা কম হলেও বাংলা একাডেমিতে আমাদের স্টলে নজরুলের পর্যাপ্ত বই আছে। বই প্রকাশে কপিরাইটসংক্রান্ত ঝামেলা নেই। প্রকাশকেরা তা-ও কেন প্রকাশ করেন না, তা জানি না।’ রবীন্দ্র বিশেষজ্ঞ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘প্রকাশনীগুলো চাইলেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিয়ে সংকলন বের করতে পারে। এটা ভিন্নমাত্রা যোগ করবে।’
ঝিঙেফুলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘আমরা একটি বই এনেছি। সবাই যদি এমন দু-একটি বইও নিয়ে আসত, তবে সংখ্যাটা বড় হতো। সামনে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে সবাইকেই।’ এদিকে শনিবার মেলায় নতুন বই এসেছে ১১৯টি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫