Ajker Patrika

ঝুঁকি নিয়ে নদী পার

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৫: ৪৫
ঝুঁকি নিয়ে নদী পার

নাজিরপুর উপজেলার প্রাণকেন্দ্র গাওখালী বাজারসংলগ্ন নদীতে সেতু না থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন দুই পারের হাজার হাজার মানুষ। এ জায়গা দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী, বাজারের ক্রেতা–বিক্রেতা ও স্থানীয় লোকজন নদী পার হন।

খেয়া নৌকায় ঝুঁকি নিয়ে এসব মানুষ এপার থেকে ওপারে যাচ্ছেন। বিভিন্ন সময়ে খেয়া থেকে পড়ে গিয়ে ছাত্র–ছাত্রীদের বইপত্র নষ্ট হয়েছে। ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।

এ ছাড়া জরুরি মুহূর্তে ওই স্থানে দেখা দেয় ব্যাপক জনদুর্ভোগ। যুগিয়া, পাকুরিয়া, সিংখালী, সাচিয়া মালীখালীসহ নদীর পশ্চিম পারের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম খেয়া পারাপার। জেলার সঙ্গে যোগাযোগেরও একমাত্র সহজ পথ এটা।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শহিদুল আলম হাওলাদার বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা অনেক দুর্ভোগে দিন কাটাচ্ছি। এখানে সেতুর টেন্ডার হওয়ার কথা শুনেছি। শিগগির আমাদের এ সমস্যা লাঘব হবে বলে আশা করছি।’

এলজিইডির উপজেলা উপ প্রকৌশলী মো. আবদুল গাফফার এ বিষয়ে বলেন, ‘দ্রুত এখানে সেতুর কাজ শুরু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

তারেক রহমানের গাড়িতে খাম রেখে দ্রুত পালাল মোটরসাইকেলচালক, কী ছিল তাতে

উপদেষ্টা পরিষদে উঠছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

তিন জেলায় নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক, চলছে আবেদন

‘জুলাই যোদ্ধারাও মুক্তিযোদ্ধা’, পৃথক বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত