নিজস্ব প্রতিবেদক, সিলেট

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে এসে পৌঁছেছে বাংলাদেশ ও আফগানিস্তান দল। গতকাল বুধবার দুপুরে বন্দরনগরী চট্টগ্রাম থেকে সরাসরি বাংলাদেশ বিমানের (বিজি-৬১২) ফ্লাইটে চায়ের নগরী সিলেটে আসে দুই দল। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা ১টার দিকে এসে পৌঁছান সাকিব-রশিদরা।
চট্টগ্রামে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ম্যাচটা জিতে কিছুটা আত্মবিশ্বাসের জ্বালানি খুঁজে পেয়েছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজটা স্বাগতিকদের কাছে আরও কঠিন হওয়ার কথা। এই সংস্করণে বাংলাদেশের আফগানদের সঙ্গে পেরে ওঠার রেকর্ড কমই। এখন পর্যন্ত ৯ ম্যাচে মুখোমুখি হয়ে আফগানদের কাছে ৬টিতেই হেরেছে বাংলাদেশ। ২০ ওভারের ক্রিকেটে আফগানিস্তানের কাছে ধবলধোলাই হওয়ার রেকর্ড পর্যন্ত আছে সাকিবদের। ২০১৮ সালের জুনে দেরাদুনে আফগানিস্তান ৩-০ ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল।
সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলেন বলে বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় রশিদ-মুজিবদের চাহিদা অনেক। এমনকি এই সময়ে বড় বড় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটারদের চেয়ে আফগানদের চাহিদা বেশি। এবার সিলেটের রানপ্রসবা উইকেটে যে বাংলাদেশের পরীক্ষা কঠিন হতে চলেছে, না বললেও চলেছে।
গতকাল সিলেটে নামতেই দুই দলকে অভ্যর্থনা জানায় বৃষ্টি। বৃষ্টিবাধার মধ্যেই বিমানবন্দরের কাছে একটি পাঁচ তারকা হোটেলে উঠেছে দুই দল। আজ বৃহস্পতিবার অনুশীলন শুরু করবে দুই দল। শুক্রবার সিলেট আন্তর্জাতিক মাঠে শুরু সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে ১৬ জুলাই সিরিজের শেষ টি-টোয়েন্টি।
সিলেটে বাংলাদেশ-আফগানিস্তানের টি-টোয়েন্টি ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। টিকিট পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও রিকাবীবাজারের সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা। ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ৩০০, ক্লাব হাউস ৫০০ আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে এসে পৌঁছেছে বাংলাদেশ ও আফগানিস্তান দল। গতকাল বুধবার দুপুরে বন্দরনগরী চট্টগ্রাম থেকে সরাসরি বাংলাদেশ বিমানের (বিজি-৬১২) ফ্লাইটে চায়ের নগরী সিলেটে আসে দুই দল। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা ১টার দিকে এসে পৌঁছান সাকিব-রশিদরা।
চট্টগ্রামে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ম্যাচটা জিতে কিছুটা আত্মবিশ্বাসের জ্বালানি খুঁজে পেয়েছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজটা স্বাগতিকদের কাছে আরও কঠিন হওয়ার কথা। এই সংস্করণে বাংলাদেশের আফগানদের সঙ্গে পেরে ওঠার রেকর্ড কমই। এখন পর্যন্ত ৯ ম্যাচে মুখোমুখি হয়ে আফগানদের কাছে ৬টিতেই হেরেছে বাংলাদেশ। ২০ ওভারের ক্রিকেটে আফগানিস্তানের কাছে ধবলধোলাই হওয়ার রেকর্ড পর্যন্ত আছে সাকিবদের। ২০১৮ সালের জুনে দেরাদুনে আফগানিস্তান ৩-০ ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল।
সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলেন বলে বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় রশিদ-মুজিবদের চাহিদা অনেক। এমনকি এই সময়ে বড় বড় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটারদের চেয়ে আফগানদের চাহিদা বেশি। এবার সিলেটের রানপ্রসবা উইকেটে যে বাংলাদেশের পরীক্ষা কঠিন হতে চলেছে, না বললেও চলেছে।
গতকাল সিলেটে নামতেই দুই দলকে অভ্যর্থনা জানায় বৃষ্টি। বৃষ্টিবাধার মধ্যেই বিমানবন্দরের কাছে একটি পাঁচ তারকা হোটেলে উঠেছে দুই দল। আজ বৃহস্পতিবার অনুশীলন শুরু করবে দুই দল। শুক্রবার সিলেট আন্তর্জাতিক মাঠে শুরু সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে ১৬ জুলাই সিরিজের শেষ টি-টোয়েন্টি।
সিলেটে বাংলাদেশ-আফগানিস্তানের টি-টোয়েন্টি ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। টিকিট পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও রিকাবীবাজারের সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা। ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ৩০০, ক্লাব হাউস ৫০০ আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫