গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া

কাঁচা-পাকা কুলের ভারে মাটিতে নুয়ে পড়েছে গাছ। গাছে শুধু কুল আর কুল। কুলের কারণে গাছের পাতা দেখা যাচ্ছে না। ডুমুরিয়া উপজেলার একটি মৎস্য ঘেরের ভেড়ির লবণাক্ত মাটিতে লাগানো কুল গাছে এমন দৃশ্য দেখা গেছে।
জানা যায়, উপজেলার মাগুরখালী ইউনিয়নের বাঘারদাঁড়ি গ্রামের বিলে বাণিজ্যিকভাবে এ কুল বাগান গড়ে তুলেছেন মনোরঞ্জন রায়। তিন বছর আগে পরীক্ষামূলকভাবে সাতক্ষীরা হতে ১৮০টি কাশ্মীরি আপেল কুল গাছের চারা সংগ্রহ করে মৎস্য ঘেরের পাড়ে রোপণ করেন তিনি। এরপর নিয়মিত পরিচর্যা করতে থাকেন কুলগাছ। বর্তমানে তাঁর ১৫০টি গাছে কুল ধরেছে। সফলতা পেয়েছেন লবণাক্ত মাটিতে কুল চাষে। সবকিছু ঠিক থাকলে আগামী দশ দিনের মধ্য কুল বিক্রি শুরু করা যাবে।
মনোরঞ্জন রায় বলেন, বাজার দর যদি ভাল থাকে তাহলে লক্ষাধিক টাকার কুল বিক্রয় যাবে। তা ছাড়া একই জমিতে মাছ, ধান, সবজি চাষের পাশাপাশি কুল চাষ করে বাড়তি আয় করা সম্ভব। মৌসুম শেষে গাছের ডাল কেটে দিলে অন্য সকল ফসল চাষ করা যায়। অন্য দিকে গাছের ডাল দিয়ে জ্বালানি চাহিদা মেটানও সম্ভব।
তিনি আরও জানান, একবার লবণ পানিতে চিংড়ি চাষ করে ভাইরাসের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন তিনি। কিন্তু তিনি হতাশ না হয়ে পরিকল্পনা করতে থাকেন কিভাবে লাভবান হবেন। একারণে তিনি সমন্বিত চাষ শুরু করেন। একই জমিতে মাছ, ধান, শিম ও কুল চাষ শুরু করেন। সমন্বিত চাষে তিনি নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। এ বছর আবহওয়া অনুকূলে থাকায় কুলের ব্যাপক ফলন হয়েছে। পানিতে মাছ, ভেড়িতে সারিসারি কুল গাছ, তার মাঝে সবজি। যেদিকে চোখ যায় পানির মাঝে যেন এক সবুজের সমারোহ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন বলেন, মনোরঞ্জন রায়ের সমন্বিত চাষের সফলতা দেখে বর্তমানে অনেকেই তাঁকে অনুসরণ করছে। কৃষকেরা যদি সমন্বিত চাষ শুরু করে তাহলে দেশের উন্নয়নে ব্যপক ভূমিকা রাখবে কৃষি। সৃষ্টি হবে সম্ভাবনার নতুন দিগন্ত।

কাঁচা-পাকা কুলের ভারে মাটিতে নুয়ে পড়েছে গাছ। গাছে শুধু কুল আর কুল। কুলের কারণে গাছের পাতা দেখা যাচ্ছে না। ডুমুরিয়া উপজেলার একটি মৎস্য ঘেরের ভেড়ির লবণাক্ত মাটিতে লাগানো কুল গাছে এমন দৃশ্য দেখা গেছে।
জানা যায়, উপজেলার মাগুরখালী ইউনিয়নের বাঘারদাঁড়ি গ্রামের বিলে বাণিজ্যিকভাবে এ কুল বাগান গড়ে তুলেছেন মনোরঞ্জন রায়। তিন বছর আগে পরীক্ষামূলকভাবে সাতক্ষীরা হতে ১৮০টি কাশ্মীরি আপেল কুল গাছের চারা সংগ্রহ করে মৎস্য ঘেরের পাড়ে রোপণ করেন তিনি। এরপর নিয়মিত পরিচর্যা করতে থাকেন কুলগাছ। বর্তমানে তাঁর ১৫০টি গাছে কুল ধরেছে। সফলতা পেয়েছেন লবণাক্ত মাটিতে কুল চাষে। সবকিছু ঠিক থাকলে আগামী দশ দিনের মধ্য কুল বিক্রি শুরু করা যাবে।
মনোরঞ্জন রায় বলেন, বাজার দর যদি ভাল থাকে তাহলে লক্ষাধিক টাকার কুল বিক্রয় যাবে। তা ছাড়া একই জমিতে মাছ, ধান, সবজি চাষের পাশাপাশি কুল চাষ করে বাড়তি আয় করা সম্ভব। মৌসুম শেষে গাছের ডাল কেটে দিলে অন্য সকল ফসল চাষ করা যায়। অন্য দিকে গাছের ডাল দিয়ে জ্বালানি চাহিদা মেটানও সম্ভব।
তিনি আরও জানান, একবার লবণ পানিতে চিংড়ি চাষ করে ভাইরাসের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন তিনি। কিন্তু তিনি হতাশ না হয়ে পরিকল্পনা করতে থাকেন কিভাবে লাভবান হবেন। একারণে তিনি সমন্বিত চাষ শুরু করেন। একই জমিতে মাছ, ধান, শিম ও কুল চাষ শুরু করেন। সমন্বিত চাষে তিনি নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। এ বছর আবহওয়া অনুকূলে থাকায় কুলের ব্যাপক ফলন হয়েছে। পানিতে মাছ, ভেড়িতে সারিসারি কুল গাছ, তার মাঝে সবজি। যেদিকে চোখ যায় পানির মাঝে যেন এক সবুজের সমারোহ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন বলেন, মনোরঞ্জন রায়ের সমন্বিত চাষের সফলতা দেখে বর্তমানে অনেকেই তাঁকে অনুসরণ করছে। কৃষকেরা যদি সমন্বিত চাষ শুরু করে তাহলে দেশের উন্নয়নে ব্যপক ভূমিকা রাখবে কৃষি। সৃষ্টি হবে সম্ভাবনার নতুন দিগন্ত।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫