আসিফ বায়েজিদ

স্নাতকোত্তর পড়ার জন্য ইউরোপ অনেকের প্রিয় গন্তব্য। আর ইরাসমাস মুন্ডুস প্রোগ্রামের মাধ্যমে ইউরোপে পূর্ণ শিক্ষাবৃত্তি দিয়ে থাকে ইউরোপিয়ান কমিশন। ইতিমধ্যে ১৪৯টি ইরাসমাস মুন্ডুস প্রোগ্রাম স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করছে। অধিকাংশ প্রোগ্রাম দুই বছরের জন্য ইউরোপের বিভিন্ন দেশে বেশ কয়েকটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিয়েছে। এটিই ইরাসমাস প্রোগ্রামের প্রধান আকর্ষণ। বিস্তারিত জানিয়েছেন আসিফ বায়েজিদ।
এই প্রোগ্রামের একটি ইরাসমাস প্রোগ্রাম গ্লোবেড (GLOBED)। এর পূর্ণ নাম দাঁড়ায় Education Policies for Global Development। অর্থাৎ, বৈশ্বিক উন্নয়নের জন্য শিক্ষানীতি।
গ্লোবেডের শিক্ষার্থীরা গবেষণা করে বৈচিত্র্যের কারণ, প্রভাবক, ফলাফল ইত্যাদি খুঁজে বের করার চেষ্টা করেন। কোর্সের পাঠ, শিক্ষানবিশি, তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সর্বোপরি গবেষণার মধ্য দিয়ে এ প্রোগ্রামটি সম্পন্ন হয়। সঙ্গে থাকেন শিক্ষানীতি গবেষণার ক্ষেত্রে প্রথিতযশা অধ্যাপকেরা। গ্লোবেড পরিচালনা করে ইউরোপ ও যুক্তরাজ্যের মোট চারটি বিশ্ববিদ্যালয়। স্পেনের অটোনোমাস ইউনিভার্সিটি অব বার্সেলোনা, যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়, জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয় ও সাইপ্রাসের সাইপ্রাস বিশ্ববিদ্যালয়। বিভিন্ন সেমিস্টারে শিক্ষার্থীরা পালাক্রমে এই সব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং কাজ করে থাকেন। কিন্তু এ চারটি ছাড়াও পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা ৪৩টির বেশি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও সংস্থা এই প্রোগ্রামের সঙ্গে সরাসরি গবেষণার কাজে যুক্ত।
চার সেমিস্টারে প্রোগ্রাম শেষ
দুই বছরে ১২০ ইউরোপিয়ান ক্রেডিট অর্জনের মাধ্যমে চার সেমিস্টারের এই প্রোগ্রামটি শেষ হয়। প্রথম সেমিস্টারটি সবার যেতে হয় রঙিন উৎসবমুখর শহর বার্সেলোনায়। এখানে মূলত শিক্ষার্থীদের মাঝে তাত্ত্বিক ভিত্তিটি তৈরি করে দেওয়া হয়। দ্বিতীয় সেমিস্টারে শিক্ষার্থীরা দুই ভাগে ভাগ হয়ে যান গ্লাসগো ও ব্রেমেনে। এ সময় তাঁরা আন্তর্জাতিক তুলনামূলক বিশ্লেষণ শিখে থাকেন। তৃতীয় সেমিস্টারে বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থায় শিক্ষানবিশি এবং নিজের গবেষণার তথ্য-উপাত্ত সংগ্রহ হয়ে থাকে। সব শেষে নিজ নিজ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁরা থিসিস বা অভিসন্দর্ভ রচনা করেন।
সুযোগ পেতে কিছু শর্ত
এই প্রোগ্রামে সুযোগ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমত, আপনার স্নাতক পর্যায়ের লেখাপড়া শিক্ষাবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, আন্তর্জাতিক সম্পর্ক বা অর্থনীতিসংশ্লিষ্ট হওয়া বাঞ্ছনীয়। দ্বিতীয়ত, স্নাতক পর্যায়ে আপনার সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ২.৭৫ থাকতে হবে। পাঠদানের মাধ্যম ইংরেজি। আইইএলটিএসে ন্যূনতম ৭ পয়েন্ট থাকতে হবে। কোনোভাবেই ৬-এর কম হতে পারবে না। লেখার দক্ষতায় ৭.৫ পয়েন্টের শর্ত প্রযোজ্য।
আবেদন করবেন যেভাবে
আবেদনের ক্ষেত্রে আপনাকে একটি আগ্রহপত্র (Letter of Motivation) এবং একটি সংক্ষিপ্ত বিশ্লেষণধর্মী রচনা লিখতে হবে। সংশ্লিষ্ট কর্ম অভিজ্ঞতা, শিক্ষানবিশির অভিজ্ঞতা এবং গবেষণার অভিজ্ঞতা আপনার আবেদনপত্রকে শক্তিশালী করবে, তার জন্য আপনার জীবনবৃত্তান্তটি লিখতে হবে ইউরোপাস (EuroPass) পদ্ধতিতে।
এ ছাড়া আবেদনের সঙ্গে আপনার পাসপোর্ট, অর্জিত শিক্ষার সনদ ও নম্বরপত্রগুলোর ইংরেজি অনুবাদ জমা দিতে হবে।
সুযোগ-সুবিধা
এই প্রোগ্রামের পাঠের বিষয় এবং আবেদনের প্রক্রিয়া জানলে আর কিছুই কঠিন মনে হবে না। প্রথমত, দুই বছরের মধ্যে নিদেনপক্ষে পাঁচটি দেশ ঘুরে দেখার সুযোগ পাবেন। এ ছাড়া যদি আপনি পূর্ণ বৃত্তির আওতাধীন হন, তবে আপনার জন্য বরাদ্দ থাকছে প্রায় পঞ্চাশ হাজার ইউরো। সুযোগ থাকছে ইউনেসকো, ইউনিসেফ, ওইসিডি, এডুকেশন ইন্টারন্যাশনাল, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলসহ নামজাদা সব সংস্থা ও প্রতিষ্ঠানে শিক্ষানবিশ হিসেবে কাজ করার। তবে এই স্বপ্নগুলো বাস্তবতায় রূপদান করার জন্য সময় বেঁধে কিছু পরিশ্রম করতে হবে।
আবেদনের সময়সীমা
২০২২-এ যাঁরা গ্লোবেডে পড়তে চান তাঁদের আবেদনের প্রক্রিয়া শুরু হবে ২০২১-এর ৭ ডিসেম্বর। চলবে ২০২২-এর ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আপনার আবেদনপত্র যাচাইয়ের প্রথম ধাপের ফলাফল জানতে পারবেন ২৬ মার্চ। চূড়ান্ত ফলাফল জানা যাবে ২০২২ সালের ৯ এপ্রিল।
www.globed.eu ওয়েবসাইটে ঢুকে গ্লোবেড নিয়ে হালনাগাদ করা তথ্যগুলো দেখে যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলুন। শিক্ষানীতি নিয়ে গবেষণার মাঠে বাংলাদেশ থেকে আপনার নামটি দেখার অপেক্ষায় রইলাম।
আসিফ বায়েজিদ
ইরাসমাস মুন্ডুস স্নাতকোত্তর গবেষক, গ্লাসগো বিশ্ববিদ্যালয়; শিক্ষানবিশ গবেষণা সহযোগী, টুয়েন্টে বিশ্ববিদ্যালয় ও ডেপুটি ম্যানেজার (শিক্ষা ছুটি) ব্র্যাক শিক্ষা কর্মসূচি।

স্নাতকোত্তর পড়ার জন্য ইউরোপ অনেকের প্রিয় গন্তব্য। আর ইরাসমাস মুন্ডুস প্রোগ্রামের মাধ্যমে ইউরোপে পূর্ণ শিক্ষাবৃত্তি দিয়ে থাকে ইউরোপিয়ান কমিশন। ইতিমধ্যে ১৪৯টি ইরাসমাস মুন্ডুস প্রোগ্রাম স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করছে। অধিকাংশ প্রোগ্রাম দুই বছরের জন্য ইউরোপের বিভিন্ন দেশে বেশ কয়েকটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিয়েছে। এটিই ইরাসমাস প্রোগ্রামের প্রধান আকর্ষণ। বিস্তারিত জানিয়েছেন আসিফ বায়েজিদ।
এই প্রোগ্রামের একটি ইরাসমাস প্রোগ্রাম গ্লোবেড (GLOBED)। এর পূর্ণ নাম দাঁড়ায় Education Policies for Global Development। অর্থাৎ, বৈশ্বিক উন্নয়নের জন্য শিক্ষানীতি।
গ্লোবেডের শিক্ষার্থীরা গবেষণা করে বৈচিত্র্যের কারণ, প্রভাবক, ফলাফল ইত্যাদি খুঁজে বের করার চেষ্টা করেন। কোর্সের পাঠ, শিক্ষানবিশি, তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সর্বোপরি গবেষণার মধ্য দিয়ে এ প্রোগ্রামটি সম্পন্ন হয়। সঙ্গে থাকেন শিক্ষানীতি গবেষণার ক্ষেত্রে প্রথিতযশা অধ্যাপকেরা। গ্লোবেড পরিচালনা করে ইউরোপ ও যুক্তরাজ্যের মোট চারটি বিশ্ববিদ্যালয়। স্পেনের অটোনোমাস ইউনিভার্সিটি অব বার্সেলোনা, যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়, জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয় ও সাইপ্রাসের সাইপ্রাস বিশ্ববিদ্যালয়। বিভিন্ন সেমিস্টারে শিক্ষার্থীরা পালাক্রমে এই সব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং কাজ করে থাকেন। কিন্তু এ চারটি ছাড়াও পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা ৪৩টির বেশি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও সংস্থা এই প্রোগ্রামের সঙ্গে সরাসরি গবেষণার কাজে যুক্ত।
চার সেমিস্টারে প্রোগ্রাম শেষ
দুই বছরে ১২০ ইউরোপিয়ান ক্রেডিট অর্জনের মাধ্যমে চার সেমিস্টারের এই প্রোগ্রামটি শেষ হয়। প্রথম সেমিস্টারটি সবার যেতে হয় রঙিন উৎসবমুখর শহর বার্সেলোনায়। এখানে মূলত শিক্ষার্থীদের মাঝে তাত্ত্বিক ভিত্তিটি তৈরি করে দেওয়া হয়। দ্বিতীয় সেমিস্টারে শিক্ষার্থীরা দুই ভাগে ভাগ হয়ে যান গ্লাসগো ও ব্রেমেনে। এ সময় তাঁরা আন্তর্জাতিক তুলনামূলক বিশ্লেষণ শিখে থাকেন। তৃতীয় সেমিস্টারে বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থায় শিক্ষানবিশি এবং নিজের গবেষণার তথ্য-উপাত্ত সংগ্রহ হয়ে থাকে। সব শেষে নিজ নিজ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁরা থিসিস বা অভিসন্দর্ভ রচনা করেন।
সুযোগ পেতে কিছু শর্ত
এই প্রোগ্রামে সুযোগ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমত, আপনার স্নাতক পর্যায়ের লেখাপড়া শিক্ষাবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, আন্তর্জাতিক সম্পর্ক বা অর্থনীতিসংশ্লিষ্ট হওয়া বাঞ্ছনীয়। দ্বিতীয়ত, স্নাতক পর্যায়ে আপনার সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ২.৭৫ থাকতে হবে। পাঠদানের মাধ্যম ইংরেজি। আইইএলটিএসে ন্যূনতম ৭ পয়েন্ট থাকতে হবে। কোনোভাবেই ৬-এর কম হতে পারবে না। লেখার দক্ষতায় ৭.৫ পয়েন্টের শর্ত প্রযোজ্য।
আবেদন করবেন যেভাবে
আবেদনের ক্ষেত্রে আপনাকে একটি আগ্রহপত্র (Letter of Motivation) এবং একটি সংক্ষিপ্ত বিশ্লেষণধর্মী রচনা লিখতে হবে। সংশ্লিষ্ট কর্ম অভিজ্ঞতা, শিক্ষানবিশির অভিজ্ঞতা এবং গবেষণার অভিজ্ঞতা আপনার আবেদনপত্রকে শক্তিশালী করবে, তার জন্য আপনার জীবনবৃত্তান্তটি লিখতে হবে ইউরোপাস (EuroPass) পদ্ধতিতে।
এ ছাড়া আবেদনের সঙ্গে আপনার পাসপোর্ট, অর্জিত শিক্ষার সনদ ও নম্বরপত্রগুলোর ইংরেজি অনুবাদ জমা দিতে হবে।
সুযোগ-সুবিধা
এই প্রোগ্রামের পাঠের বিষয় এবং আবেদনের প্রক্রিয়া জানলে আর কিছুই কঠিন মনে হবে না। প্রথমত, দুই বছরের মধ্যে নিদেনপক্ষে পাঁচটি দেশ ঘুরে দেখার সুযোগ পাবেন। এ ছাড়া যদি আপনি পূর্ণ বৃত্তির আওতাধীন হন, তবে আপনার জন্য বরাদ্দ থাকছে প্রায় পঞ্চাশ হাজার ইউরো। সুযোগ থাকছে ইউনেসকো, ইউনিসেফ, ওইসিডি, এডুকেশন ইন্টারন্যাশনাল, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলসহ নামজাদা সব সংস্থা ও প্রতিষ্ঠানে শিক্ষানবিশ হিসেবে কাজ করার। তবে এই স্বপ্নগুলো বাস্তবতায় রূপদান করার জন্য সময় বেঁধে কিছু পরিশ্রম করতে হবে।
আবেদনের সময়সীমা
২০২২-এ যাঁরা গ্লোবেডে পড়তে চান তাঁদের আবেদনের প্রক্রিয়া শুরু হবে ২০২১-এর ৭ ডিসেম্বর। চলবে ২০২২-এর ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আপনার আবেদনপত্র যাচাইয়ের প্রথম ধাপের ফলাফল জানতে পারবেন ২৬ মার্চ। চূড়ান্ত ফলাফল জানা যাবে ২০২২ সালের ৯ এপ্রিল।
www.globed.eu ওয়েবসাইটে ঢুকে গ্লোবেড নিয়ে হালনাগাদ করা তথ্যগুলো দেখে যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলুন। শিক্ষানীতি নিয়ে গবেষণার মাঠে বাংলাদেশ থেকে আপনার নামটি দেখার অপেক্ষায় রইলাম।
আসিফ বায়েজিদ
ইরাসমাস মুন্ডুস স্নাতকোত্তর গবেষক, গ্লাসগো বিশ্ববিদ্যালয়; শিক্ষানবিশ গবেষণা সহযোগী, টুয়েন্টে বিশ্ববিদ্যালয় ও ডেপুটি ম্যানেজার (শিক্ষা ছুটি) ব্র্যাক শিক্ষা কর্মসূচি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫