
নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনা ও সাতক্ষীরায় নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা দুটিতে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:
খুলনা: গতকাল মঙ্গলবার সকালে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, খুলনা বিভাগের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি নগরীর শহীদ হাদিস পার্কের সামনে থেকে শুরু হয়ে উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়।
পরে উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উইমেন চেম্বারের খুলনা বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শিলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সাতক্ষীরা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে সাতক্ষীরায়। দিবসটি উদ্যাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ আবদুর রাজ্জাক পার্কে এসে মিলিত শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ কে এম শফিউল আযমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির। সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা এবং জেলায় কর্মরত বেসরকারি সংস্থাসমূহ এসব কর্মসূচির আয়োজন করে।
বিশেষে অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার জেলা কমিটির চেয়ারম্যান জোছনা আরা।
তালা: সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পাঁচজন সফল নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি প্রমুখ।
খুবি: নারী দিবস উপলক্ষে গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে শুরু হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ ভবন ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাত হোসনে আরা, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসিফ আহসান, আইন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. ওয়ালিউল হাসানাত, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান অধ্যাপক মোছা. তাছলিমা খাতুন প্রমুখ।

নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনা ও সাতক্ষীরায় নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা দুটিতে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:
খুলনা: গতকাল মঙ্গলবার সকালে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, খুলনা বিভাগের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি নগরীর শহীদ হাদিস পার্কের সামনে থেকে শুরু হয়ে উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়।
পরে উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উইমেন চেম্বারের খুলনা বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শিলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সাতক্ষীরা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে সাতক্ষীরায়। দিবসটি উদ্যাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ আবদুর রাজ্জাক পার্কে এসে মিলিত শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ কে এম শফিউল আযমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির। সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা এবং জেলায় কর্মরত বেসরকারি সংস্থাসমূহ এসব কর্মসূচির আয়োজন করে।
বিশেষে অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার জেলা কমিটির চেয়ারম্যান জোছনা আরা।
তালা: সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পাঁচজন সফল নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি প্রমুখ।
খুবি: নারী দিবস উপলক্ষে গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে শুরু হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ ভবন ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাত হোসনে আরা, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসিফ আহসান, আইন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. ওয়ালিউল হাসানাত, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান অধ্যাপক মোছা. তাছলিমা খাতুন প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫