
ইয়ান ফ্লেমিং নামের একজন লেখক, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ নেভাল ইনটেলিজেন্স বিভাগে কর্মরত ছিলেন, তিনি লেখালেখি শুরু করলেন। তৈরি করলেন জেমস বন্ড নামের এমন একটি চরিত্র, যে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট। সালটা ১৯৫৩। প্রকাশিত হলো প্রথম উপন্যাস ‘ক্যাসিনো রয়্যাল’। এ চরিত্র নিয়ে প্রথম সিনেমা ‘ডক্টর নো’ তৈরি হয় ১৯৬২ সালে।
জেমস বন্ড এখন ৬০ বছরের তরুণ! দিন যত গড়িয়েছে, এ চরিত্র নিয়ে সারা বিশ্বের মানুষের আগ্রহ বেড়েছে তত। সিনেমার ইতিহাসে একটি চরিত্র নিয়ে মানুষের এত আগ্রহ, এত কৌতূহলের ঘটনা বিরলই বলা যায়।
গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পায় জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির ২৫তম সিনেমা ‘নো টাইম টু ডাই’। এটিই যে এই ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা হতে চলেছে, সেটা আগেই জানতেন ড্যানিয়েল ক্রেগ। এ কারণে ২৩ নম্বর সিনেমা ‘স্কাইফল’ শেষ হওয়ার আগেই ক্রেগ জানিয়ে দিয়েছিলেন, তিনি আর বন্ড হবেন না। তবে প্রযোজকেরা শত অনুরোধ করে বিপুল অর্থের বিনিময়ে তাঁকে ২৫তম সিনেমা পর্যন্ত আটকে রাখেন।
এ সিনেমার মাধ্যমে শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগ পর্যন্ত ছয়জন অভিনেতার জার্নি শেষ হয়ে গেল, এমনটাই মনে হয়েছিল সারা বিশ্বের বন্ড-প্রেমিকদের। ক্রেগকে জানানো হয়েছিল, ৫০ বছরের বেশি সময় ধরে বিবর্তিত হতে হতে বন্ড চরিত্রটি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে এই চরিত্রের আর কোনো বিবর্তনের সম্ভাবনা নেই। ফলে ‘গুডবাই বন্ড’ করার জন্য আর মাত্র দুটি সিনেমার দরকার ছিল। সেভাবেই তৈরি হলো ‘স্পেক্টার’ ও ‘নো টাইম টু ডাই’।
শেষ সিনেমায় এসে জানা গেল, বন্ডের স্ত্রী ও কন্যা রয়েছে এবং তারা ভালোই আছে। মাঝখান থেকে চলে গেল বন্ড। বন্ডকে নিয়ে আর সিনেমা হবে না, এমনটাই যখন সবাই ধরে নিয়েছেন, তখন সবার সে ভাবনা দুলে উঠল গত মে মাসের একটি খবরে। শোনা গেল, অ্যান্টনি হ্যারোউটইজ নামের এক লেখকের ‘উইথ আ মাইন্ড টু কিল’ নাকি প্রযোজকদের বেশ পছন্দ হয়েছে। কিন্তু বন্ড তো মারা গেছে। তাহলে?
এরপর কী হবে, কীভাবে ফিরিয়ে আনা যাবে জেমস বন্ডকে—তা নিয়ে বিস্তর গবেষণা শুরু হলো। ‘বন্ড এর আগে বহুবার মারা গেছে। আবার ফিরেও এসেছে’—এমন উদাহরণ দেন এক বিশেষজ্ঞ। প্রতিটি সিনেমা বিশ্লেষণ করে উদাহরণ দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন, নিশ্চিত মৃত্যুর হাত থেকে কীভাবে বন্ড ফিরে এসেছে। ফলে ভিলেন সাফিনের মিসাইলের আঘাত সে সব পুরোনো ঘটনার তুলনায় সামান্য।
অনেকে এমন উদাহরণও দিয়েছেন, খাড়া পাহাড়ের ওপর থেকে জলপ্রপাতের গা ঘেঁষে মরিয়ার্টির সঙ্গে মারামারি করতে করতে পড়ে গিয়েও শার্লক হোমস যদি ফিরে আসতে পারে, তা হলে জেমস বন্ড কেন নয়! প্রযোজক বারবারা ব্রকোলিও তেমনটাই মনে করেন। গত মাসে এক সাক্ষাৎকারে তিনি আশা দেখিয়েছেন, ‘বন্ড ফিরে আসতেই পারে। তবে কে বন্ড হবেন, সেটা এখনই ভাবার সময় নয়। কারণ, ড্যানিয়েল ক্রেগকে ভুলতে দর্শকদের অনেক সময় লাগবে। তবে দেখতে হবে, যিনি পরবর্তী বন্ড হবেন, তিনি যেন অন্তত ১৫ বছর এই চরিত্রের জন্য সময় দিতে পারেন।’
এখনই নতুন বন্ডের কাজ শুরু হবে, তেমনটি বলেননি বারবারা। তবে বলেছেন, ‘২০২৩ সালের শুরুর দিকেই আমরা ২৬ নম্বর বন্ড-অ্যাডভেঞ্চারের প্রাথমিক কাজ শুরু করে দিতে পারব।’ বারবারার বক্তব্য বন্ড-ভক্তদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। এ বছর জেমস বন্ডের ৬০ বছর উদ্যাপন করছেন ভক্তরা। আগামী বছরটা তাঁদের শুরু হবে নতুন বন্ডের অপেক্ষায়।

ইয়ান ফ্লেমিং নামের একজন লেখক, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ নেভাল ইনটেলিজেন্স বিভাগে কর্মরত ছিলেন, তিনি লেখালেখি শুরু করলেন। তৈরি করলেন জেমস বন্ড নামের এমন একটি চরিত্র, যে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট। সালটা ১৯৫৩। প্রকাশিত হলো প্রথম উপন্যাস ‘ক্যাসিনো রয়্যাল’। এ চরিত্র নিয়ে প্রথম সিনেমা ‘ডক্টর নো’ তৈরি হয় ১৯৬২ সালে।
জেমস বন্ড এখন ৬০ বছরের তরুণ! দিন যত গড়িয়েছে, এ চরিত্র নিয়ে সারা বিশ্বের মানুষের আগ্রহ বেড়েছে তত। সিনেমার ইতিহাসে একটি চরিত্র নিয়ে মানুষের এত আগ্রহ, এত কৌতূহলের ঘটনা বিরলই বলা যায়।
গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পায় জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির ২৫তম সিনেমা ‘নো টাইম টু ডাই’। এটিই যে এই ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা হতে চলেছে, সেটা আগেই জানতেন ড্যানিয়েল ক্রেগ। এ কারণে ২৩ নম্বর সিনেমা ‘স্কাইফল’ শেষ হওয়ার আগেই ক্রেগ জানিয়ে দিয়েছিলেন, তিনি আর বন্ড হবেন না। তবে প্রযোজকেরা শত অনুরোধ করে বিপুল অর্থের বিনিময়ে তাঁকে ২৫তম সিনেমা পর্যন্ত আটকে রাখেন।
এ সিনেমার মাধ্যমে শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগ পর্যন্ত ছয়জন অভিনেতার জার্নি শেষ হয়ে গেল, এমনটাই মনে হয়েছিল সারা বিশ্বের বন্ড-প্রেমিকদের। ক্রেগকে জানানো হয়েছিল, ৫০ বছরের বেশি সময় ধরে বিবর্তিত হতে হতে বন্ড চরিত্রটি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে এই চরিত্রের আর কোনো বিবর্তনের সম্ভাবনা নেই। ফলে ‘গুডবাই বন্ড’ করার জন্য আর মাত্র দুটি সিনেমার দরকার ছিল। সেভাবেই তৈরি হলো ‘স্পেক্টার’ ও ‘নো টাইম টু ডাই’।
শেষ সিনেমায় এসে জানা গেল, বন্ডের স্ত্রী ও কন্যা রয়েছে এবং তারা ভালোই আছে। মাঝখান থেকে চলে গেল বন্ড। বন্ডকে নিয়ে আর সিনেমা হবে না, এমনটাই যখন সবাই ধরে নিয়েছেন, তখন সবার সে ভাবনা দুলে উঠল গত মে মাসের একটি খবরে। শোনা গেল, অ্যান্টনি হ্যারোউটইজ নামের এক লেখকের ‘উইথ আ মাইন্ড টু কিল’ নাকি প্রযোজকদের বেশ পছন্দ হয়েছে। কিন্তু বন্ড তো মারা গেছে। তাহলে?
এরপর কী হবে, কীভাবে ফিরিয়ে আনা যাবে জেমস বন্ডকে—তা নিয়ে বিস্তর গবেষণা শুরু হলো। ‘বন্ড এর আগে বহুবার মারা গেছে। আবার ফিরেও এসেছে’—এমন উদাহরণ দেন এক বিশেষজ্ঞ। প্রতিটি সিনেমা বিশ্লেষণ করে উদাহরণ দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন, নিশ্চিত মৃত্যুর হাত থেকে কীভাবে বন্ড ফিরে এসেছে। ফলে ভিলেন সাফিনের মিসাইলের আঘাত সে সব পুরোনো ঘটনার তুলনায় সামান্য।
অনেকে এমন উদাহরণও দিয়েছেন, খাড়া পাহাড়ের ওপর থেকে জলপ্রপাতের গা ঘেঁষে মরিয়ার্টির সঙ্গে মারামারি করতে করতে পড়ে গিয়েও শার্লক হোমস যদি ফিরে আসতে পারে, তা হলে জেমস বন্ড কেন নয়! প্রযোজক বারবারা ব্রকোলিও তেমনটাই মনে করেন। গত মাসে এক সাক্ষাৎকারে তিনি আশা দেখিয়েছেন, ‘বন্ড ফিরে আসতেই পারে। তবে কে বন্ড হবেন, সেটা এখনই ভাবার সময় নয়। কারণ, ড্যানিয়েল ক্রেগকে ভুলতে দর্শকদের অনেক সময় লাগবে। তবে দেখতে হবে, যিনি পরবর্তী বন্ড হবেন, তিনি যেন অন্তত ১৫ বছর এই চরিত্রের জন্য সময় দিতে পারেন।’
এখনই নতুন বন্ডের কাজ শুরু হবে, তেমনটি বলেননি বারবারা। তবে বলেছেন, ‘২০২৩ সালের শুরুর দিকেই আমরা ২৬ নম্বর বন্ড-অ্যাডভেঞ্চারের প্রাথমিক কাজ শুরু করে দিতে পারব।’ বারবারার বক্তব্য বন্ড-ভক্তদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। এ বছর জেমস বন্ডের ৬০ বছর উদ্যাপন করছেন ভক্তরা। আগামী বছরটা তাঁদের শুরু হবে নতুন বন্ডের অপেক্ষায়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫