Ajker Patrika

তাসকিন আত্মগোপনে ছিল খালার বাড়িতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১০: ১৫
তাসকিন আত্মগোপনে ছিল খালার বাড়িতে

বেইলি রোডে গত শুক্রবার বিকেলে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে রিকশাকে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার। এ ঘটনায় চালক তাসকিন আহমেদসহ গাড়িটিকে জব্দ করেছে পুলিশ। তবে তাসকিন আহমেদ বা তার পরিবারের কেউ গাড়িটির মালিক নয়। গাড়ির মালিক ওয়ারী থানার কামাল নামে এক ব্যক্তি।

গতকাল রোববার রাতে শ্যামলীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি বলেন, রিকশা আরোহী পরিবারকে মারাত্মক আহত করার ঘটনায় কিশোর গাড়িচালক তাসকিন ও তার মা সুমাইয়াকে রোববার ভোরে চুয়াডাঙ্গা থেকে আটক করেছে তেজগাঁও বিভাগ পুলিশ। তাঁদের ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, হাতিরঝিল থানার মীরবাগ এলাকায় তাসকিনের বাসা থেকে ইতিমধ্যে গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়ির কাগজপত্র চেক করে গাড়ির মূল মালিক সম্পর্কে জানা গেছে।

ডিসি বিপ্লব কুমার বলেন, গত শুক্রবার মগবাজার এলাকার বাসিন্দা শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা ফখরুল হাসান তাঁর ৬ মাসের শিশুপুত্রকে নিয়ে বের হন। পথিমধ্যে বেইলি রোডে একটি বেপরোয়া গতির প্রাইভেট কার তাদের বহনকারী রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক আনোয়ার ইসলামসহ গুরুতর আহত হন ব্যাংক কর্মকর্তা ও তার ছয় মাসের শিশুপুত্র ইব্রাহিম মোহাম্মদ বীন হাসান (৬)। দুর্ঘটনার পর ৯৯৯-এ কল পেয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

বিপ্লব কুমার আরও বলেন, বেপরোয়া গতিতে ধাক্কা দেওয়ার ফলে ফকরুল হাসানের ডান হাত ভেঙে যায়, তার ছয় মাস বয়সী সন্তানের ডান পা ভেঙে যায়। রিকশাচালকও পায়ে গুরুতর আঘাত পান। এ ছাড়া ফখরুল ও তার ছেলের মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তারা সবাই এখন চিকিৎসাধীন।

ডিসি আরও বলেন, ঘটনার পর গাড়িচালক কিশোর তাসকিন আহমেদ গাড়ি নিয়ে বাসায় ফিরে যায়। পরের দিন শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে তাসকিনের মা সুমাইয়াকে নিয়ে বাসে করে মেহেরপুর জেলার গাঙ্গনী উপজেলায় তার দাদার বাড়ি চলে যায়। সেখান থেকে আবার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় তার খালার বাড়িতে গিয়ে আত্মগোপন করে। সেখান থেকে আটক করে ঢাকায় আনা হচ্ছে।

তাসকিনের গাড়ি চালানোর লাইসেন্স ছিল কি না জানতে চাইলে ডিসি বিপ্লব বলেন, তাসকিন আহমেদের জন্ম ২০০৬ সালে। সে হিসেবে তার বয়স ১৫ বছর। এই বয়সে তার লাইসেন্স থাকার কথা না। সে রাজধানীর একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সেখান থেকে ভর্তি বাতিল করে অন্যত্র ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তার বাবা একজন আইনজীবী বলে আমরা জানতে পেরেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

তারেক রহমানের গাড়িতে খাম রেখে দ্রুত পালাল মোটরসাইকেলচালক, কী ছিল তাতে

উপদেষ্টা পরিষদে উঠছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

তিন জেলায় নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক, চলছে আবেদন

‘জুলাই যোদ্ধারাও মুক্তিযোদ্ধা’, পৃথক বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত