নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪। আর অস্ট্রেলিয়ার ২৪। এখানেই পরিষ্কার দুদলের ব্যবধানটা যোজন যোজন।
ফিফা র্যাঙ্কিংয়ের বাইরেও ব্যবধানটা পরিষ্কার সবশেষ দুদলের লড়াইয়ের ফলে। বিশ্বকাপ বাছাইয়ে গত বছর নভেম্বরে নিজেদের মাটিতে ৭-০ গোলে জিতেছিল অস্ট্রেলিয়া!আজ বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ যখন মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার, আগের সাক্ষাতের সেই দুঃস্মৃতি কি তাদের তাড়িয়ে ফিরবে না! ফিরছে নিশ্চয়। না হলে, সেই ম্যাচের বাজে পারফরম্যান্সের পুনরাবৃত্তি না হতে দেওয়ার কথা বলবেন কেন কোচ হাভিয়ের কাবরেরা। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ আগের দিন সংবাদ সম্মেলনে বললেন, ‘এই ম্যাচে ভালো খেলতে চাই। নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ গোল হজম করেছিলাম। এবার দেশের মাঠে পারফরম্যান্সের উন্নতি চাই। আমরা এমন একটা ম্যাচ খেলতে চাই, যেটি শুধু আমাদের জন্যই নয়, দর্শকদের জন্যও হবে আনন্দময় অভিজ্ঞতা। নিজেদের মাঠে খেলা, আমরা জানি, ঘরের মাঠে আমরা খুব খারাপ খেলি না।’
দল ভালো খেললে ঘরের মাঠ, পরের মাঠ কোনো ব্যাপারই না। তবু গত বছরের নভেম্বরে সেই বড় হারের পেছনে এখনো কারণ খুঁজে দেখছেন কাবরেরা, অস্ট্রেলিয়ার মাটিতে ৭ গোল হজমের মূল কারণ ছিল, আমরা দ্রুত গোল খেয়েছিলাম। কালকের (আজ) ম্যাচে যেন এমনটা না হয়, সেটি আমাদের দায়িত্ব।’
একই কথা অধিনায়ক জামাল ভূঁইয়ার মুখেও, ‘মেলবোর্নে অনেক ঠান্ডা ছিল। সবাইকে গ্লাভস পরে খেলতে হয়েছিল। এখানে নিজেদের মাঠে খেলা। অসংখ্য দর্শক থাকবে, সমর্থক থাকবে। পরিবারের সদস্যরাও থাকবে। আমরা এখানে নিজেদের মেলে ধরতে চাই। আমরা প্রমাণ করে দিতে চাই, মেলবোর্নে ৭ গোলে হারাটা বাজে দিনের একটা ঘটনা ছিল।’
মেলবোর্নের সেই পরাজয় যদি বাংলাদেশ দলের জন্য হয় দুঃস্মৃতি, তবে অবশ্যই সেটা সুখস্মৃতি সফরকারী অস্ট্রেলিয়া দলের জন্য। তবে ম্যাচের আগে সেই সুখস্মৃতিতে ভাসতে চান না সকারুদের কোচ গ্রাহাম আর্নল্ড। গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘এবার নিজের মাঠে খেলবে বাংলাদেশ। এই বাংলাদেশকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। অস্ট্রেলিয়া দলকে গরম আবহাওয়ার মধ্যে খেলতে হবে। আমরা জানি, ঘরের মাঠে ওরা সম্পূর্ণ ভিন্ন দল। হ্যাঁ, (গত বছর) নভেম্বরে এই বাংলাদেশকেই আমরা নিজেদের মাঠে ৭ গোলে হারিয়েছিলাম। কিন্তু সেটা অতীত। কালকেরটি (আজ) সম্পূর্ণ নতুন একটা ম্যাচ।’

ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪। আর অস্ট্রেলিয়ার ২৪। এখানেই পরিষ্কার দুদলের ব্যবধানটা যোজন যোজন।
ফিফা র্যাঙ্কিংয়ের বাইরেও ব্যবধানটা পরিষ্কার সবশেষ দুদলের লড়াইয়ের ফলে। বিশ্বকাপ বাছাইয়ে গত বছর নভেম্বরে নিজেদের মাটিতে ৭-০ গোলে জিতেছিল অস্ট্রেলিয়া!আজ বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ যখন মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার, আগের সাক্ষাতের সেই দুঃস্মৃতি কি তাদের তাড়িয়ে ফিরবে না! ফিরছে নিশ্চয়। না হলে, সেই ম্যাচের বাজে পারফরম্যান্সের পুনরাবৃত্তি না হতে দেওয়ার কথা বলবেন কেন কোচ হাভিয়ের কাবরেরা। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ আগের দিন সংবাদ সম্মেলনে বললেন, ‘এই ম্যাচে ভালো খেলতে চাই। নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ গোল হজম করেছিলাম। এবার দেশের মাঠে পারফরম্যান্সের উন্নতি চাই। আমরা এমন একটা ম্যাচ খেলতে চাই, যেটি শুধু আমাদের জন্যই নয়, দর্শকদের জন্যও হবে আনন্দময় অভিজ্ঞতা। নিজেদের মাঠে খেলা, আমরা জানি, ঘরের মাঠে আমরা খুব খারাপ খেলি না।’
দল ভালো খেললে ঘরের মাঠ, পরের মাঠ কোনো ব্যাপারই না। তবু গত বছরের নভেম্বরে সেই বড় হারের পেছনে এখনো কারণ খুঁজে দেখছেন কাবরেরা, অস্ট্রেলিয়ার মাটিতে ৭ গোল হজমের মূল কারণ ছিল, আমরা দ্রুত গোল খেয়েছিলাম। কালকের (আজ) ম্যাচে যেন এমনটা না হয়, সেটি আমাদের দায়িত্ব।’
একই কথা অধিনায়ক জামাল ভূঁইয়ার মুখেও, ‘মেলবোর্নে অনেক ঠান্ডা ছিল। সবাইকে গ্লাভস পরে খেলতে হয়েছিল। এখানে নিজেদের মাঠে খেলা। অসংখ্য দর্শক থাকবে, সমর্থক থাকবে। পরিবারের সদস্যরাও থাকবে। আমরা এখানে নিজেদের মেলে ধরতে চাই। আমরা প্রমাণ করে দিতে চাই, মেলবোর্নে ৭ গোলে হারাটা বাজে দিনের একটা ঘটনা ছিল।’
মেলবোর্নের সেই পরাজয় যদি বাংলাদেশ দলের জন্য হয় দুঃস্মৃতি, তবে অবশ্যই সেটা সুখস্মৃতি সফরকারী অস্ট্রেলিয়া দলের জন্য। তবে ম্যাচের আগে সেই সুখস্মৃতিতে ভাসতে চান না সকারুদের কোচ গ্রাহাম আর্নল্ড। গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘এবার নিজের মাঠে খেলবে বাংলাদেশ। এই বাংলাদেশকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। অস্ট্রেলিয়া দলকে গরম আবহাওয়ার মধ্যে খেলতে হবে। আমরা জানি, ঘরের মাঠে ওরা সম্পূর্ণ ভিন্ন দল। হ্যাঁ, (গত বছর) নভেম্বরে এই বাংলাদেশকেই আমরা নিজেদের মাঠে ৭ গোলে হারিয়েছিলাম। কিন্তু সেটা অতীত। কালকেরটি (আজ) সম্পূর্ণ নতুন একটা ম্যাচ।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫