
লিভারপুলের সঙ্গে অর্ধযুগের সম্পর্ক ছিন্ন করেছেন সাদিও মানে। ৩০ বছর বয়সী সেনেগালিজ তারকা প্রায় ৪০০ কোটি টাকার বিনিময়ে যাচ্ছেন বায়ার্ন মিউনিখে। তাঁর অ্যানফিল্ড প্রস্থানে লিভারপুলের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। সেই সঙ্গে মোহামেদ সালাহ ও রবার্তো ফিরমিনোকে নিয়ে গড়ে ওঠা ভয়ংকর আক্রমণভাগও নিঃশেষ হয়ে গেছে। ইউরোপীয় ফুটবলে এ রকম ‘আইকনিক অ্যাটাকিং ট্রাইও’ বা ত্রিফলা ভেঙে যাওয়ার ঘটনা আরও আছে—
বেল-বেনজেমা-রোনালদো (২০১৩-২০১৮)
ভয়ংকর এই ত্রিফলাকে সবাই ‘বিবিসি’ নামে চেনে। ক্রিস্টিয়ানো রোনালদোর ড্রিবলিং ও ফ্রি কিক, গ্যারেথ বেলের গতি আর করিম বেনজেমার ফিনিশিং দক্ষতা রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে এনেছিল অতুলনীয় বৈচিত্র্য। যেকোনো রক্ষণদুর্গ নিমেষেই চূর্ণ করে দিতেন তাঁরা। ২০০৯ সালে রিয়ালে যোগ দেন রোনালদো ও বেনজেমা। ২০১৩ সালে তাঁদের সঙ্গী হন বেল। পরের বছরেই লস ব্লাঙ্কোসদের এক যুগের আক্ষেপ ঘুচিয়ে দশম চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেন তাঁরা। জিনেদিন জিদানের অধীনে একই শিরোপা টানা তিনবার জিতে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যান এই ত্রিফলা। ২০১৮ বিশ্বকাপের পর রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে গেলে ভাঙে তাঁদের বন্ধন।
সালাহ-মানে-ফিরমিনো (২০১৭-২০২২)
একটি মেজর শিরোপার জন্য দীর্ঘ দিন হাপিত্যেশ করতে থাকা লিভারপুলের অপেক্ষার প্রহর শেষ হবে এই ত্রিফলার সুবাদে—পাঁচ বছর আগেও কেউ কি তা ভেবেছিলেন? না ভাবাটাই তো স্বাভাবিক। ইংলিশ ফুটবলে উত্তর আফ্রিকান কিংবা ব্রাজিলিয়ানদের দাপট সেভাবে কখনোই ছিল না। তবে ইয়ুর্গেন ক্লপ অলরেডদের কোচ হয়ে আসতেই বাঁকবদলের গল্প শুরু হয়। যে গল্প রচনায় সবচেয়ে বড় অবদান মোহামেদ সালাহ-সাদিও মানে-রবার্তো ফিরমিনো ত্রয়ীর। গত তিন বছরে লিভারপুলকে সম্ভাব্য সব শিরোপা এনে দিয়েছেন তাঁরা। এ তিনজনকে আধুনিক ফুটবলের সেরা আক্রমণভাগও বলেন কেউ কেউ। তবে মানে স্বেচ্ছায় লিভারপুল ছাড়ায় অতীত হয়ে গেল এই ত্রিফলা।
মেসি-সুয়ারেজ-নেইমার (২০১৪-২০১৭)
তাঁরা ‘এমএসএন’ নামে পরিচিত ছিলেন। ফুটবলবোদ্ধারা ‘থ্রি এসে’র (স্কিল, স্পিড, শুটিং) যে ধারণা দিয়েছিলেন, সেটির যথাযথ বাস্তবায়ন করেছিলেন লিওনেল মেসি-লুইস সুয়ারেজ-নেইমার ত্রয়ী। বেল-বেনজেমা-রোনালদোর সমসাময়িক হওয়ায় তাঁদের লড়াইও চলত সেয়ানে-সেয়ানে। আগের দশকে ‘এল ক্ল্যাসিকো’র উত্তেজনার পারদ চরমে পৌঁছেছিল তাঁদের সৌজন্যে। তিন লাতিন ফুটবলারকে ইউরোপে জুটি বেঁধে রাজত্ব করতে দেখা যায়নি আর কখনো। দলকে জিতিয়েছেন সাত-সাতটি শিরোপা। লুইস এনরিকের অধীনে বার্সাকে ট্রেবল জেতানোর মৌসুমে অপ্রতিরোধ্য ছিলেন তাঁরা। তবে ২০১৭ সালে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। বিখ্যাত ত্রয়ী ক্ষয়ে যায় সেখানেই।

লিভারপুলের সঙ্গে অর্ধযুগের সম্পর্ক ছিন্ন করেছেন সাদিও মানে। ৩০ বছর বয়সী সেনেগালিজ তারকা প্রায় ৪০০ কোটি টাকার বিনিময়ে যাচ্ছেন বায়ার্ন মিউনিখে। তাঁর অ্যানফিল্ড প্রস্থানে লিভারপুলের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। সেই সঙ্গে মোহামেদ সালাহ ও রবার্তো ফিরমিনোকে নিয়ে গড়ে ওঠা ভয়ংকর আক্রমণভাগও নিঃশেষ হয়ে গেছে। ইউরোপীয় ফুটবলে এ রকম ‘আইকনিক অ্যাটাকিং ট্রাইও’ বা ত্রিফলা ভেঙে যাওয়ার ঘটনা আরও আছে—
বেল-বেনজেমা-রোনালদো (২০১৩-২০১৮)
ভয়ংকর এই ত্রিফলাকে সবাই ‘বিবিসি’ নামে চেনে। ক্রিস্টিয়ানো রোনালদোর ড্রিবলিং ও ফ্রি কিক, গ্যারেথ বেলের গতি আর করিম বেনজেমার ফিনিশিং দক্ষতা রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে এনেছিল অতুলনীয় বৈচিত্র্য। যেকোনো রক্ষণদুর্গ নিমেষেই চূর্ণ করে দিতেন তাঁরা। ২০০৯ সালে রিয়ালে যোগ দেন রোনালদো ও বেনজেমা। ২০১৩ সালে তাঁদের সঙ্গী হন বেল। পরের বছরেই লস ব্লাঙ্কোসদের এক যুগের আক্ষেপ ঘুচিয়ে দশম চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেন তাঁরা। জিনেদিন জিদানের অধীনে একই শিরোপা টানা তিনবার জিতে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যান এই ত্রিফলা। ২০১৮ বিশ্বকাপের পর রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে গেলে ভাঙে তাঁদের বন্ধন।
সালাহ-মানে-ফিরমিনো (২০১৭-২০২২)
একটি মেজর শিরোপার জন্য দীর্ঘ দিন হাপিত্যেশ করতে থাকা লিভারপুলের অপেক্ষার প্রহর শেষ হবে এই ত্রিফলার সুবাদে—পাঁচ বছর আগেও কেউ কি তা ভেবেছিলেন? না ভাবাটাই তো স্বাভাবিক। ইংলিশ ফুটবলে উত্তর আফ্রিকান কিংবা ব্রাজিলিয়ানদের দাপট সেভাবে কখনোই ছিল না। তবে ইয়ুর্গেন ক্লপ অলরেডদের কোচ হয়ে আসতেই বাঁকবদলের গল্প শুরু হয়। যে গল্প রচনায় সবচেয়ে বড় অবদান মোহামেদ সালাহ-সাদিও মানে-রবার্তো ফিরমিনো ত্রয়ীর। গত তিন বছরে লিভারপুলকে সম্ভাব্য সব শিরোপা এনে দিয়েছেন তাঁরা। এ তিনজনকে আধুনিক ফুটবলের সেরা আক্রমণভাগও বলেন কেউ কেউ। তবে মানে স্বেচ্ছায় লিভারপুল ছাড়ায় অতীত হয়ে গেল এই ত্রিফলা।
মেসি-সুয়ারেজ-নেইমার (২০১৪-২০১৭)
তাঁরা ‘এমএসএন’ নামে পরিচিত ছিলেন। ফুটবলবোদ্ধারা ‘থ্রি এসে’র (স্কিল, স্পিড, শুটিং) যে ধারণা দিয়েছিলেন, সেটির যথাযথ বাস্তবায়ন করেছিলেন লিওনেল মেসি-লুইস সুয়ারেজ-নেইমার ত্রয়ী। বেল-বেনজেমা-রোনালদোর সমসাময়িক হওয়ায় তাঁদের লড়াইও চলত সেয়ানে-সেয়ানে। আগের দশকে ‘এল ক্ল্যাসিকো’র উত্তেজনার পারদ চরমে পৌঁছেছিল তাঁদের সৌজন্যে। তিন লাতিন ফুটবলারকে ইউরোপে জুটি বেঁধে রাজত্ব করতে দেখা যায়নি আর কখনো। দলকে জিতিয়েছেন সাত-সাতটি শিরোপা। লুইস এনরিকের অধীনে বার্সাকে ট্রেবল জেতানোর মৌসুমে অপ্রতিরোধ্য ছিলেন তাঁরা। তবে ২০১৭ সালে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। বিখ্যাত ত্রয়ী ক্ষয়ে যায় সেখানেই।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫