শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

অন্যের জমি হাতিয়ে নিতে প্রতারক চক্র জাল হেবার আশ্রয় নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলা সদরের বাদঘাটা মৌজায়। স্থানীয় শাহারিয়া বিল্লাহর জাতীয় পরিচয়পত্রে জালিয়াতি করে তাঁরই প্রতিবেশী রফিকুল ইসলাম এ কান্ড ঘটায় বলে অভিযোগ। গ্রহীতা ও দাতার পিতার নামের মিল থাকার সুযোগকে কাজে লাগিয়ে পরিচয়পত্রে মাতার নাম পরিবর্তন করে কৌশলে ঘটনাটি ঘটানো হয়েছে।
এ ঘটনায় ভুক্তোভোগীর পিতা মো. আব্দুর রহমান গত ২০ সেপ্টম্বর জালিয়াত চক্রের হোতা রফিকুলসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। মামলায় হেবানামার গ্রহীতা রাইছা বিবিসহ দলিল লেখক আমজাদ হোসেন এবং তাঁদের দুই সহযোগীকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে আদালত অভিযোগ আমলে নিয়ে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে তদন্ত প্রতিবেদন দেওয়ার পাশাপাশি আগামী ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য্য করেছেন।
ঘটনার শিকার শাহারিয়া বিল্লাহর পিতা মো. আব্দুর রহমান জানান, তাঁর প্রতিবেশী জহুর আলী কারিগরের ছেলে রফিকুল নিজের মা রাইছা বিবিকে তাঁর ছেলের আপন ভাই সাজিয়ে জাল হেবা করেছেন। ২০১৭ সালের ২৯ মে তারিখে ২৩৪৭ নম্বরের ওই হেবানামা সম্পাদনের পর দীর্ঘদিন তা গোপন রাখা হয়। সম্প্রতি রফিকুল তাঁর লোকজন নিয়ে সেই জমি দখল করার চেষ্টা করলে বিষয়টি প্রকাশ্যে আসে। প্রায় ৩০ লাখেরও বেশি টাকার ওই সম্পত্তি আত্মসাতের লক্ষ্যে রফিকুল তাঁর ছেলের জাতীয় পরিচয়পত্রে জালিয়াতির আশ্রয় নেন বলেও তিনি অভিযোগ করেন।
অবসরপ্রাপ্ত শিক্ষক মো.আব্দুর রহমান আরও অভিযোগ করেন আদালতে জালিয়াতির ঘটনায় মামলার পর ছেলেসহ তাঁকে নানাভাবে ক্ষয়ক্ষতি করার হুমকি দিচ্ছে অভিযুক্তরা।
অভিযোগের বিষয়ে রফিকুল ইসলাম জানান, ‘আব্দুর রহমানের সাথে আমার কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। এসব নিয়ে সংবাদ করার দরকার নেই, আমরা নিজেরা মিটিয়ে নিব।’
দলিল লেখক মো. আমজাদ হোসেন জানান, ‘আমাদের চোখে ধুলো দিয়ে রফিকুল এমন একটা কাজ আমাদের দিয়ে করিয়েছে। বিষয়টি নিয়ে ভুক্তোভোগীরা আদালতে গেলে আমরা ওই জালিয়াতির বিরুদ্ধে স্বাক্ষী হতে রাজি আছি।’
উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসার মো. ইমরুল হাসান বলন, হেবানামার শেষাংশে অঙ্গীকার করে সংশ্লিষ্ট দাতা বিষয়টির সত্যতা নিশ্চিত করে। তবে কেউ এমন অপকর্ম করলে দলিল বাতিলসহ তাঁর বিরুদ্ধে মামলার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, অনেক ব্যস্ততার ভিড়ে এধরনের জালিয়াতি কেউ করে থাকলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে তা চিহ্নিত করা কঠিন।

অন্যের জমি হাতিয়ে নিতে প্রতারক চক্র জাল হেবার আশ্রয় নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলা সদরের বাদঘাটা মৌজায়। স্থানীয় শাহারিয়া বিল্লাহর জাতীয় পরিচয়পত্রে জালিয়াতি করে তাঁরই প্রতিবেশী রফিকুল ইসলাম এ কান্ড ঘটায় বলে অভিযোগ। গ্রহীতা ও দাতার পিতার নামের মিল থাকার সুযোগকে কাজে লাগিয়ে পরিচয়পত্রে মাতার নাম পরিবর্তন করে কৌশলে ঘটনাটি ঘটানো হয়েছে।
এ ঘটনায় ভুক্তোভোগীর পিতা মো. আব্দুর রহমান গত ২০ সেপ্টম্বর জালিয়াত চক্রের হোতা রফিকুলসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। মামলায় হেবানামার গ্রহীতা রাইছা বিবিসহ দলিল লেখক আমজাদ হোসেন এবং তাঁদের দুই সহযোগীকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে আদালত অভিযোগ আমলে নিয়ে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে তদন্ত প্রতিবেদন দেওয়ার পাশাপাশি আগামী ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য্য করেছেন।
ঘটনার শিকার শাহারিয়া বিল্লাহর পিতা মো. আব্দুর রহমান জানান, তাঁর প্রতিবেশী জহুর আলী কারিগরের ছেলে রফিকুল নিজের মা রাইছা বিবিকে তাঁর ছেলের আপন ভাই সাজিয়ে জাল হেবা করেছেন। ২০১৭ সালের ২৯ মে তারিখে ২৩৪৭ নম্বরের ওই হেবানামা সম্পাদনের পর দীর্ঘদিন তা গোপন রাখা হয়। সম্প্রতি রফিকুল তাঁর লোকজন নিয়ে সেই জমি দখল করার চেষ্টা করলে বিষয়টি প্রকাশ্যে আসে। প্রায় ৩০ লাখেরও বেশি টাকার ওই সম্পত্তি আত্মসাতের লক্ষ্যে রফিকুল তাঁর ছেলের জাতীয় পরিচয়পত্রে জালিয়াতির আশ্রয় নেন বলেও তিনি অভিযোগ করেন।
অবসরপ্রাপ্ত শিক্ষক মো.আব্দুর রহমান আরও অভিযোগ করেন আদালতে জালিয়াতির ঘটনায় মামলার পর ছেলেসহ তাঁকে নানাভাবে ক্ষয়ক্ষতি করার হুমকি দিচ্ছে অভিযুক্তরা।
অভিযোগের বিষয়ে রফিকুল ইসলাম জানান, ‘আব্দুর রহমানের সাথে আমার কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। এসব নিয়ে সংবাদ করার দরকার নেই, আমরা নিজেরা মিটিয়ে নিব।’
দলিল লেখক মো. আমজাদ হোসেন জানান, ‘আমাদের চোখে ধুলো দিয়ে রফিকুল এমন একটা কাজ আমাদের দিয়ে করিয়েছে। বিষয়টি নিয়ে ভুক্তোভোগীরা আদালতে গেলে আমরা ওই জালিয়াতির বিরুদ্ধে স্বাক্ষী হতে রাজি আছি।’
উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসার মো. ইমরুল হাসান বলন, হেবানামার শেষাংশে অঙ্গীকার করে সংশ্লিষ্ট দাতা বিষয়টির সত্যতা নিশ্চিত করে। তবে কেউ এমন অপকর্ম করলে দলিল বাতিলসহ তাঁর বিরুদ্ধে মামলার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, অনেক ব্যস্ততার ভিড়ে এধরনের জালিয়াতি কেউ করে থাকলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে তা চিহ্নিত করা কঠিন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫