
প্রতিষ্ঠার ১০ বছর পর অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে রক ব্যান্ড ‘স্টোন’। ব্যান্ড সংগীতের শহর চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করা এই ব্যান্ড বর্তমানে পারফর্ম করছে দেশের নানা প্রান্তে। মূলত শ্রোতাভিত্তি তৈরি হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে তারা।
২ নভেম্বর প্রকাশ পেল তাদের প্রথম অ্যালবাম ‘অবশ প্রলাপ’-এর প্রথম গান ‘আলোর শিহরণ’। ব্যান্ডটি জানায়, ২০২০ সালে অ্যালবামটি প্রকাশের কথা থাকলেও করোনা মহামারির কারণে পিছিয়ে যায় এ উদ্যোগ। ‘আলোর শিহরণ’ গানটি ছাড়াও ‘মেঘ’, ‘নেই তুমি’ ‘অমানুষ’, ‘বিষাদের আলিঙ্গন’, ‘ঘুণে ধরা শহর’, ‘বৃষ্টি’, ‘অবশ প্রলাপ’সহ মোট আটটি গান নিয়ে সাজানো হয়েছে প্রথম অ্যালবামটি। গানগুলো নিয়মিত বিরতিতে চলতি বছরই প্রকাশ করতে যাচ্ছে তারা। নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশের পাশাপাশি এগুলো মুক্তি পাবে স্পটিফাই, অ্যামাজন, আইটিউনস, অ্যাপল মিউজিক, ডিজারের মতো জনপ্রিয় আর্ন্তজাতিক মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
ব্যান্ডের মুখপাত্র লিড গিটারিস্ট শাহেদ বলেন, ‘২০১৩ সালে আমাদের যাত্রা শুরু হয়। “স্টোন” বাংলাদেশের একটি প্রগ্রেসিভ অ্যান্ড অলটারনেটিভ রক ব্যান্ড। যদিও আমরা অন্যান্য ধারার সংগীতের ওপরেও বিভিন্ন সময়ে বিভিন্ন নিরীক্ষা চালিয়েছি। ঢাকা, চট্টগ্রামসহ প্রায় সারা দেশে আমরা বিভিন্ন কনসার্টে অংশ নিয়েছি। কনসার্ট ও টেলিভিশনে শ্রোতাদের সামনে গাইতে গাইতেই আমাদের বেড়ে ওঠা। এবার আনুষ্ঠানিকভাবে সর্বস্তরের শ্রোতার জন্য আমাদের বাছাই করা গানগুলো অ্যালবাম আকারে মুক্তি দিচ্ছি।’
বর্তমানে স্টোন ব্যান্ডের লাইন আপ অজয় (ভোকাল), অভি (ড্রামস), শাহেদ (লিড গিটার), রাফি (বেজ গিটার), মিঠু (লিড গিটার)। স্টোন ব্যান্ডের গানের কথা ও সুরের মূল কারিগর অজয় ও মিঠু।
গানের লিংক:

প্রতিষ্ঠার ১০ বছর পর অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে রক ব্যান্ড ‘স্টোন’। ব্যান্ড সংগীতের শহর চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করা এই ব্যান্ড বর্তমানে পারফর্ম করছে দেশের নানা প্রান্তে। মূলত শ্রোতাভিত্তি তৈরি হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে তারা।
২ নভেম্বর প্রকাশ পেল তাদের প্রথম অ্যালবাম ‘অবশ প্রলাপ’-এর প্রথম গান ‘আলোর শিহরণ’। ব্যান্ডটি জানায়, ২০২০ সালে অ্যালবামটি প্রকাশের কথা থাকলেও করোনা মহামারির কারণে পিছিয়ে যায় এ উদ্যোগ। ‘আলোর শিহরণ’ গানটি ছাড়াও ‘মেঘ’, ‘নেই তুমি’ ‘অমানুষ’, ‘বিষাদের আলিঙ্গন’, ‘ঘুণে ধরা শহর’, ‘বৃষ্টি’, ‘অবশ প্রলাপ’সহ মোট আটটি গান নিয়ে সাজানো হয়েছে প্রথম অ্যালবামটি। গানগুলো নিয়মিত বিরতিতে চলতি বছরই প্রকাশ করতে যাচ্ছে তারা। নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশের পাশাপাশি এগুলো মুক্তি পাবে স্পটিফাই, অ্যামাজন, আইটিউনস, অ্যাপল মিউজিক, ডিজারের মতো জনপ্রিয় আর্ন্তজাতিক মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
ব্যান্ডের মুখপাত্র লিড গিটারিস্ট শাহেদ বলেন, ‘২০১৩ সালে আমাদের যাত্রা শুরু হয়। “স্টোন” বাংলাদেশের একটি প্রগ্রেসিভ অ্যান্ড অলটারনেটিভ রক ব্যান্ড। যদিও আমরা অন্যান্য ধারার সংগীতের ওপরেও বিভিন্ন সময়ে বিভিন্ন নিরীক্ষা চালিয়েছি। ঢাকা, চট্টগ্রামসহ প্রায় সারা দেশে আমরা বিভিন্ন কনসার্টে অংশ নিয়েছি। কনসার্ট ও টেলিভিশনে শ্রোতাদের সামনে গাইতে গাইতেই আমাদের বেড়ে ওঠা। এবার আনুষ্ঠানিকভাবে সর্বস্তরের শ্রোতার জন্য আমাদের বাছাই করা গানগুলো অ্যালবাম আকারে মুক্তি দিচ্ছি।’
বর্তমানে স্টোন ব্যান্ডের লাইন আপ অজয় (ভোকাল), অভি (ড্রামস), শাহেদ (লিড গিটার), রাফি (বেজ গিটার), মিঠু (লিড গিটার)। স্টোন ব্যান্ডের গানের কথা ও সুরের মূল কারিগর অজয় ও মিঠু।
গানের লিংক:

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১১ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১২ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১২ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১৩ ঘণ্টা আগে