এ প্রজন্মের সংগীতশিল্পী রাজীবের প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর। তাঁর কন্ঠেও ভক্তরা এন্ড্রু কিশোরের গান শুনতেই বেশি ভালোবাসেন। আগামী ঈদে দীপ্ত টিভির আয়োজনে বাংলাদেশের প্লে-ব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান গাইবেন রাজীব।
জানা গেছে, একই অনুষ্ঠানে রাজীব গেয়ে শোনাবেন এন্ড্রু কিশোরের ৮টি গান। এরইমধ্যে গানগুলোর রেকর্ডিং শেষ হয়েছে। গানগুলো হচ্ছে— ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে’, ‘বুকে আছে মন’, ‘তুমি আমার জীবন’, ‘কী দিয়া মন কাড়িলা’, ‘তুমি চাঁদের জোছনা নও’, ‘চাঁদের সাথে আমি দেবো না’ ও ‘সবার জীবনে প্রেম আসে’। গানগুলোতে রাজীবের সহশিল্পী হিসেবে আছেন রন্টি দাস।
একই অনুষ্ঠানে ৮টি এন্ড্রু কিশোরের গান গাওয়া প্রসঙ্গে রাজীব বলেন, ‘সেই ছোটবেলা থেকেই এন্ড্রু কিশোরকে আদর্শ হিসেবে মানি। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে দীপ্ত টিভির এই চমৎকার আয়োজন আমাকে মুগ্ধ করেছে। যার কারণে আমি আজকের রাজীব, তাঁরই গান গাইলাম আমি তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে। চেষ্টা করেছি এন্ড্রু কিশোরের আবেগকে বুকে লালন করে গাইবার। শ্রোতাদের ভালোলাগলেই আমাদের কষ্ট সার্থক।’
রাজীব জানান, আগামী ২৪ এপ্রিলের মধ্যে তিনি বিটিভি, এসএ টিভি ও যমুনা টিভির বিভিন্ন ঈদ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
এ প্রজন্মের সংগীতশিল্পী রাজীবের প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর। তাঁর কন্ঠেও ভক্তরা এন্ড্রু কিশোরের গান শুনতেই বেশি ভালোবাসেন। আগামী ঈদে দীপ্ত টিভির আয়োজনে বাংলাদেশের প্লে-ব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান গাইবেন রাজীব।
জানা গেছে, একই অনুষ্ঠানে রাজীব গেয়ে শোনাবেন এন্ড্রু কিশোরের ৮টি গান। এরইমধ্যে গানগুলোর রেকর্ডিং শেষ হয়েছে। গানগুলো হচ্ছে— ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে’, ‘বুকে আছে মন’, ‘তুমি আমার জীবন’, ‘কী দিয়া মন কাড়িলা’, ‘তুমি চাঁদের জোছনা নও’, ‘চাঁদের সাথে আমি দেবো না’ ও ‘সবার জীবনে প্রেম আসে’। গানগুলোতে রাজীবের সহশিল্পী হিসেবে আছেন রন্টি দাস।
একই অনুষ্ঠানে ৮টি এন্ড্রু কিশোরের গান গাওয়া প্রসঙ্গে রাজীব বলেন, ‘সেই ছোটবেলা থেকেই এন্ড্রু কিশোরকে আদর্শ হিসেবে মানি। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে দীপ্ত টিভির এই চমৎকার আয়োজন আমাকে মুগ্ধ করেছে। যার কারণে আমি আজকের রাজীব, তাঁরই গান গাইলাম আমি তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে। চেষ্টা করেছি এন্ড্রু কিশোরের আবেগকে বুকে লালন করে গাইবার। শ্রোতাদের ভালোলাগলেই আমাদের কষ্ট সার্থক।’
রাজীব জানান, আগামী ২৪ এপ্রিলের মধ্যে তিনি বিটিভি, এসএ টিভি ও যমুনা টিভির বিভিন্ন ঈদ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
১১ জুলাই সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ডিসি স্টুডিওর ব্যানারে তৈরি প্রথম সিনেমা ‘সুপারম্যান’। একই দিনে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় মুক্তি পাচ্ছে জ্যাকি চ্যানের নতুন সিনেমা ‘ক্যারাটে কিড: লিজেন্ডস’।
২ ঘণ্টা আগেসামান্থা ও রাজের নতুন একটি ছবি নিয়ে সম্প্রতি বেশ চর্চা চলছে। ডেট্রয়েটের রাস্তায় হাঁটছেন তাঁরা, সামান্থার কাঁধে রাজের হাত, রাজকে এক হাতে জড়িয়ে ধরে আছেন সামান্থা। তাঁর চোখমুখে খুশির ঝিলিক।
২ ঘণ্টা আগে৫৪ বছরের সাইফ ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের প্রপৌত্র। হামিদুল্লাহ খানের দ্বিতীয় মেয়ে সাজিদা সুলতান ছিলেন সাইফের দাদি। হামিদুল্লাহর জ্যেষ্ঠ মেয়ে আবিদা সুলতান বেগম ’৪৭-এর দেশভাগের পর পাকিস্তানে চলে যান। অন্যদিকে সাজিদা সুলতান ভারতে থেকে যান এবং বাবার মৃত্যুর পর তাঁর সম্পত্তির উত্তরাধিকারী হন।
৩ ঘণ্টা আগেমো. রাশিদা আক্তার নামের ওই নারী তাঁর অভিযোগে উল্লেখ করেছেন, গত ২ জুন গাবতলীর গরুর হাটে ডিপজলের সঙ্গে দেখা করতে গেলে তাঁকে মারধর করা হয় এবং শরীরে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। পরদিন ঘুম থেকে উঠে অ্যাসিডের ঘটনা সে বুঝতে পারে। তাতেই আপত্তি জানিয়েছেন ডিপজল।
৪ ঘণ্টা আগে