
ফারজানা চুমকি ও সালহা খানম নাদিয়া—বাংলাদেশের টিভি নাটকের এ দুই অভিনেত্রী কলকাতা গেছেন। ঘুরতে নয়, অভিনয় করতে। ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি টালিউড সিনেমায় অভিনয় করবেন তাঁরা। আগামীকাল বুধবার থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। শুটিং হবে কলকাতা ও চন্দননগরের বিভিন্ন জায়গায়। শুটিংয়ে অংশ নিতে আজ দুপুরে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন চুমকি ও নাদিয়া।
‘সুনেত্রা সুন্দরম’ সিনেমাটি বানাচ্ছেন শিব রাম শর্মা। তিনি জানিয়েছেন, শহরে শৌচালয়ের অভাবের কারণে যে সব প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় নাগরিকদের, তা নিয়েই তৈরি হচ্ছে সিনেমাটি।
নির্মাতা শিব রাম শর্মা বলেন, ‘বর্তমান পরিবেশেও অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় অনেক প্রয়োজনীয় জিনিস আমরা পাই না। অনেক এমন স্থান রয়েছে যেখানে প্রয়োজন তবুও কোনো শৌচালয় নেই। বা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সেটা ব্যবহারের অযোগ্য। সেই সামাজিক অবস্থা নিয়েই এগিয়েছে সিনেমাটির গল্প।’ অর্পিতা রায় চৌধুরী লিখেছেন ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমার গল্প।
এ সিনেমায় মূখ্য ভূমিকায় অভিনয় করবেন পার্নো মিত্র। গল্পে নিরাপদ শৌচালয়ের জন্য তিনি একটি আন্দোলন গড়ে তুলবেন। তাঁর সঙ্গে যোগ দেবেন চুমকি ও নাদিয়া।
চুমকি ও নাদিয়া জানিয়েছেন, নির্মাতার সঙ্গে তাঁদের প্রথমে ফোনালাপ হয়। তাঁদের ছবি দেখে ভালো লাগে নির্মাতার। এরপর ভার্চুয়ালি কয়েকবার মিটিং হয়। এ মাসের প্রথম দিকে বাংলাদেশে আসেন নির্মাতা। চুমকি ও নাদিয়ার সঙ্গে দেখা করে ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমায় তাঁদের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করেন পরিচালক শিব রাম শর্মা।
‘সুনেত্রা সুন্দরম’ সিনেমার শুটিং শেষে এ মাসেই ঢাকায় ফেরার কথা চুমকি ও নাদিয়ার।

ফারজানা চুমকি ও সালহা খানম নাদিয়া—বাংলাদেশের টিভি নাটকের এ দুই অভিনেত্রী কলকাতা গেছেন। ঘুরতে নয়, অভিনয় করতে। ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি টালিউড সিনেমায় অভিনয় করবেন তাঁরা। আগামীকাল বুধবার থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। শুটিং হবে কলকাতা ও চন্দননগরের বিভিন্ন জায়গায়। শুটিংয়ে অংশ নিতে আজ দুপুরে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন চুমকি ও নাদিয়া।
‘সুনেত্রা সুন্দরম’ সিনেমাটি বানাচ্ছেন শিব রাম শর্মা। তিনি জানিয়েছেন, শহরে শৌচালয়ের অভাবের কারণে যে সব প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় নাগরিকদের, তা নিয়েই তৈরি হচ্ছে সিনেমাটি।
নির্মাতা শিব রাম শর্মা বলেন, ‘বর্তমান পরিবেশেও অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় অনেক প্রয়োজনীয় জিনিস আমরা পাই না। অনেক এমন স্থান রয়েছে যেখানে প্রয়োজন তবুও কোনো শৌচালয় নেই। বা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সেটা ব্যবহারের অযোগ্য। সেই সামাজিক অবস্থা নিয়েই এগিয়েছে সিনেমাটির গল্প।’ অর্পিতা রায় চৌধুরী লিখেছেন ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমার গল্প।
এ সিনেমায় মূখ্য ভূমিকায় অভিনয় করবেন পার্নো মিত্র। গল্পে নিরাপদ শৌচালয়ের জন্য তিনি একটি আন্দোলন গড়ে তুলবেন। তাঁর সঙ্গে যোগ দেবেন চুমকি ও নাদিয়া।
চুমকি ও নাদিয়া জানিয়েছেন, নির্মাতার সঙ্গে তাঁদের প্রথমে ফোনালাপ হয়। তাঁদের ছবি দেখে ভালো লাগে নির্মাতার। এরপর ভার্চুয়ালি কয়েকবার মিটিং হয়। এ মাসের প্রথম দিকে বাংলাদেশে আসেন নির্মাতা। চুমকি ও নাদিয়ার সঙ্গে দেখা করে ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমায় তাঁদের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করেন পরিচালক শিব রাম শর্মা।
‘সুনেত্রা সুন্দরম’ সিনেমার শুটিং শেষে এ মাসেই ঢাকায় ফেরার কথা চুমকি ও নাদিয়ার।

কথা ছিল গত ডিসেম্বরে শুরু হবে শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমার শুটিং। তবে নির্ধারিত শিডিউলে ক্যামেরা ওপেন করতে পারেননি নির্মাতা আবু হায়াত মাহমুদ। গত সপ্তাহে গুঞ্জন ছড়ায়, ঠিক সময়ে কাজ শুরু করতে না পারায় রোজার ঈদে আসবে না প্রিন্স। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ...
১৬ ঘণ্টা আগে
জনপ্রিয় দক্ষিণি নির্মাতা প্রিয়দর্শনের মেয়ে কল্যাণী প্রিয়দর্শন। ২০১৭ সালে তেলুগু সিনেমা ‘হ্যালো’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। এই আট বছরে এক ডজনের বেশি তেলুগু, তামিল ও মালয়ালম সিনেমায় দেখা গেছে তাঁকে। শুরু থেকেই গল্প ও চরিত্রের ব্যাপারে ভীষণ চুজি তিনি। সেই ধৈর্যের ফল কল্যাণী পেয়েছেন গত বছর।
১৭ ঘণ্টা আগে
সুমন ধরের পরিচালনায় ‘শেষ চিঠি’ ও ‘ফেরা’ নামের দুটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। আবারও এই নির্মাতার নতুন কাজে যুক্ত হয়েছেন দীঘি। ডার্ক থ্রিলার গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে দীঘি ছাড়াও আছেন ইরফান সাজ্জাদ ও আশনা হাবিব ভাবনা।
১৭ ঘণ্টা আগে
কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ সিনেমা দিয়ে বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। থ্রিলার ঘরানার এ সিনেমার শুটিং শুরু হয়েছে গত ডিসেম্বরে। এতে অপুর নায়ক আবদুন নূর সজল। গতকাল সোশ্যাল মিডিয়ায় দুর্বার সিনেমার নতুন পোস্টার প্রকাশ করে নির্মাতা জানান, আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দুর্বার।
১৭ ঘণ্টা আগে