
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেছেন তিন বছরের বেশি সময় হয়েছে। তবে সুশান্তকে এখনো ভোলেননি তাঁর অনুরাগীরা। প্রয়াত এই বলিউড তারকাকে শেষবার দেখা গিয়েছিল ‘দিল বেচারা’ সিনেমায়, যে ছবির পরিচালক ছিলেন সুশান্তের বন্ধু কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। সম্প্রতি সুশান্তকে নিয়ে মুখ খুলেছেন মুকেশ। জানিয়েছেন বলিউডের বহু সিনেমা থেকে সুশান্তের বাদ পড়ার কারণ।
মুকেশ ছাবরা জানিয়েছেন, সুশান্ত তাঁর পূর্বনির্ধারিত কিছু প্রতিশ্রুতির কারণেই বহু সিনেমাকে না বলেছিলেন। আর এ কারণেই সুশান্তকে অনেকেই অহংকারী বলে ভেবে নিয়েছিলেন। সুশান্তের কাজের প্রতি ভালোবাসা, আত্মোৎসর্গকে লোকজন ভুল বুঝতেন বলে মনে করেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ‘আর্ট অব অ্যাক্টিং’ নিয়ে কথোপকথনের সময় মুকেশ ছাবরা বলেন, ‘সুশান্ত আসলে পানি সিনেমার জন্য বহু প্রস্তাব ফিরিয়েছিলেন। আর তখন লোকজন ধরে নিয়েছিলেন তারকা হওয়ার কারণে এটা সুশান্তের দাম্ভিকতা। তবে সত্যি বলতে, ‘পানি’ শিরোনামের সিনেমাটি নিয়ে সুশান্ত সত্যিই বেশ উত্তেজিত ছিলেন।’
মুকেশ ছাবরা আরও বলেন, ‘অনেকেই শেখর কাপুরের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে চান। যখন সুশান্ত সিনেমাটির জন্য নির্বাচিত হন, তখন আমিও সেখানে ছিলাম। নির্বাচিত হওয়ার খবর পেয়ে সুশান্ত শিশুর মতো আনন্দ প্রকাশ করেছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস, সিনেমাটিই হলো না।’ জানা যায়, ‘পানি’ সিনেমা থেকে যশরাজ ফিল্মস সরে আসায় এটি আর তৈরি হয়নি।
গত বছর এক সাক্ষাৎকারে পরিচালক শেখর কাপুরও স্বীকার করে নেন, সুশান্ত ‘পানি’ ছবিটি নিয়ে ভীষণই উৎসাহিত ছিলেন। নিজেকে সেভাবে তৈরিও করেছিলেন। তবে এটি যখন আটকে গেল, তখন সুশান্ত ভীষণভাবেই কেঁদেছিলেন। শেখর কাপুর বলেন, তিনি কোনো দিন যদি ‘পানি’ সিনেমাটি বানাতে পারেন, তাহলে সেটি সুশান্তকেই উৎসর্গ করবেন।
শেখর কাপুর সুশান্তের মৃত্যুর পর টুইটও করেছিলেন যে তিনি অভিনেতার অবসাদের কথা জানতেন। শেখর কাপুরের আফসোস, তিনি জেনেও সুশান্তর জন্য কিছুই করে উঠতে পারেননি।
উল্লেখ্য, গত ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতকে। তাঁর সেই সময় বয়স ছিল মাত্র ৩৪। সুশান্তর মৃত্যু নিয়ে জল ঘোলা কম হয়নি। যদিও এখনো পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানানো হয়নি। তদন্ত এখনো চলছে।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেছেন তিন বছরের বেশি সময় হয়েছে। তবে সুশান্তকে এখনো ভোলেননি তাঁর অনুরাগীরা। প্রয়াত এই বলিউড তারকাকে শেষবার দেখা গিয়েছিল ‘দিল বেচারা’ সিনেমায়, যে ছবির পরিচালক ছিলেন সুশান্তের বন্ধু কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। সম্প্রতি সুশান্তকে নিয়ে মুখ খুলেছেন মুকেশ। জানিয়েছেন বলিউডের বহু সিনেমা থেকে সুশান্তের বাদ পড়ার কারণ।
মুকেশ ছাবরা জানিয়েছেন, সুশান্ত তাঁর পূর্বনির্ধারিত কিছু প্রতিশ্রুতির কারণেই বহু সিনেমাকে না বলেছিলেন। আর এ কারণেই সুশান্তকে অনেকেই অহংকারী বলে ভেবে নিয়েছিলেন। সুশান্তের কাজের প্রতি ভালোবাসা, আত্মোৎসর্গকে লোকজন ভুল বুঝতেন বলে মনে করেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ‘আর্ট অব অ্যাক্টিং’ নিয়ে কথোপকথনের সময় মুকেশ ছাবরা বলেন, ‘সুশান্ত আসলে পানি সিনেমার জন্য বহু প্রস্তাব ফিরিয়েছিলেন। আর তখন লোকজন ধরে নিয়েছিলেন তারকা হওয়ার কারণে এটা সুশান্তের দাম্ভিকতা। তবে সত্যি বলতে, ‘পানি’ শিরোনামের সিনেমাটি নিয়ে সুশান্ত সত্যিই বেশ উত্তেজিত ছিলেন।’
মুকেশ ছাবরা আরও বলেন, ‘অনেকেই শেখর কাপুরের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে চান। যখন সুশান্ত সিনেমাটির জন্য নির্বাচিত হন, তখন আমিও সেখানে ছিলাম। নির্বাচিত হওয়ার খবর পেয়ে সুশান্ত শিশুর মতো আনন্দ প্রকাশ করেছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস, সিনেমাটিই হলো না।’ জানা যায়, ‘পানি’ সিনেমা থেকে যশরাজ ফিল্মস সরে আসায় এটি আর তৈরি হয়নি।
গত বছর এক সাক্ষাৎকারে পরিচালক শেখর কাপুরও স্বীকার করে নেন, সুশান্ত ‘পানি’ ছবিটি নিয়ে ভীষণই উৎসাহিত ছিলেন। নিজেকে সেভাবে তৈরিও করেছিলেন। তবে এটি যখন আটকে গেল, তখন সুশান্ত ভীষণভাবেই কেঁদেছিলেন। শেখর কাপুর বলেন, তিনি কোনো দিন যদি ‘পানি’ সিনেমাটি বানাতে পারেন, তাহলে সেটি সুশান্তকেই উৎসর্গ করবেন।
শেখর কাপুর সুশান্তের মৃত্যুর পর টুইটও করেছিলেন যে তিনি অভিনেতার অবসাদের কথা জানতেন। শেখর কাপুরের আফসোস, তিনি জেনেও সুশান্তর জন্য কিছুই করে উঠতে পারেননি।
উল্লেখ্য, গত ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতকে। তাঁর সেই সময় বয়স ছিল মাত্র ৩৪। সুশান্তর মৃত্যু নিয়ে জল ঘোলা কম হয়নি। যদিও এখনো পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানানো হয়নি। তদন্ত এখনো চলছে।

কথা ছিল গত ডিসেম্বরে শুরু হবে শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমার শুটিং। তবে নির্ধারিত শিডিউলে ক্যামেরা ওপেন করতে পারেননি নির্মাতা আবু হায়াত মাহমুদ। গত সপ্তাহে গুঞ্জন ছড়ায়, ঠিক সময়ে কাজ শুরু করতে না পারায় রোজার ঈদে আসবে না প্রিন্স। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ...
১২ ঘণ্টা আগে
জনপ্রিয় দক্ষিণি নির্মাতা প্রিয়দর্শনের মেয়ে কল্যাণী প্রিয়দর্শন। ২০১৭ সালে তেলুগু সিনেমা ‘হ্যালো’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। এই আট বছরে এক ডজনের বেশি তেলুগু, তামিল ও মালয়ালম সিনেমায় দেখা গেছে তাঁকে। শুরু থেকেই গল্প ও চরিত্রের ব্যাপারে ভীষণ চুজি তিনি। সেই ধৈর্যের ফল কল্যাণী পেয়েছেন গত বছর।
১৩ ঘণ্টা আগে
সুমন ধরের পরিচালনায় ‘শেষ চিঠি’ ও ‘ফেরা’ নামের দুটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। আবারও এই নির্মাতার নতুন কাজে যুক্ত হয়েছেন দীঘি। ডার্ক থ্রিলার গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে দীঘি ছাড়াও আছেন ইরফান সাজ্জাদ ও আশনা হাবিব ভাবনা।
১৪ ঘণ্টা আগে
কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ সিনেমা দিয়ে বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। থ্রিলার ঘরানার এ সিনেমার শুটিং শুরু হয়েছে গত ডিসেম্বরে। এতে অপুর নায়ক আবদুন নূর সজল। গতকাল সোশ্যাল মিডিয়ায় দুর্বার সিনেমার নতুন পোস্টার প্রকাশ করে নির্মাতা জানান, আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দুর্বার।
১৪ ঘণ্টা আগে