
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেছেন তিন বছরের বেশি সময় হয়েছে। তবে সুশান্তকে এখনো ভোলেননি তাঁর অনুরাগীরা। প্রয়াত এই বলিউড তারকাকে শেষবার দেখা গিয়েছিল ‘দিল বেচারা’ সিনেমায়, যে ছবির পরিচালক ছিলেন সুশান্তের বন্ধু কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। সম্প্রতি সুশান্তকে নিয়ে মুখ খুলেছেন মুকেশ। জানিয়েছেন বলিউডের বহু সিনেমা থেকে সুশান্তের বাদ পড়ার কারণ।
মুকেশ ছাবরা জানিয়েছেন, সুশান্ত তাঁর পূর্বনির্ধারিত কিছু প্রতিশ্রুতির কারণেই বহু সিনেমাকে না বলেছিলেন। আর এ কারণেই সুশান্তকে অনেকেই অহংকারী বলে ভেবে নিয়েছিলেন। সুশান্তের কাজের প্রতি ভালোবাসা, আত্মোৎসর্গকে লোকজন ভুল বুঝতেন বলে মনে করেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ‘আর্ট অব অ্যাক্টিং’ নিয়ে কথোপকথনের সময় মুকেশ ছাবরা বলেন, ‘সুশান্ত আসলে পানি সিনেমার জন্য বহু প্রস্তাব ফিরিয়েছিলেন। আর তখন লোকজন ধরে নিয়েছিলেন তারকা হওয়ার কারণে এটা সুশান্তের দাম্ভিকতা। তবে সত্যি বলতে, ‘পানি’ শিরোনামের সিনেমাটি নিয়ে সুশান্ত সত্যিই বেশ উত্তেজিত ছিলেন।’
মুকেশ ছাবরা আরও বলেন, ‘অনেকেই শেখর কাপুরের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে চান। যখন সুশান্ত সিনেমাটির জন্য নির্বাচিত হন, তখন আমিও সেখানে ছিলাম। নির্বাচিত হওয়ার খবর পেয়ে সুশান্ত শিশুর মতো আনন্দ প্রকাশ করেছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস, সিনেমাটিই হলো না।’ জানা যায়, ‘পানি’ সিনেমা থেকে যশরাজ ফিল্মস সরে আসায় এটি আর তৈরি হয়নি।
গত বছর এক সাক্ষাৎকারে পরিচালক শেখর কাপুরও স্বীকার করে নেন, সুশান্ত ‘পানি’ ছবিটি নিয়ে ভীষণই উৎসাহিত ছিলেন। নিজেকে সেভাবে তৈরিও করেছিলেন। তবে এটি যখন আটকে গেল, তখন সুশান্ত ভীষণভাবেই কেঁদেছিলেন। শেখর কাপুর বলেন, তিনি কোনো দিন যদি ‘পানি’ সিনেমাটি বানাতে পারেন, তাহলে সেটি সুশান্তকেই উৎসর্গ করবেন।
শেখর কাপুর সুশান্তের মৃত্যুর পর টুইটও করেছিলেন যে তিনি অভিনেতার অবসাদের কথা জানতেন। শেখর কাপুরের আফসোস, তিনি জেনেও সুশান্তর জন্য কিছুই করে উঠতে পারেননি।
উল্লেখ্য, গত ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতকে। তাঁর সেই সময় বয়স ছিল মাত্র ৩৪। সুশান্তর মৃত্যু নিয়ে জল ঘোলা কম হয়নি। যদিও এখনো পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানানো হয়নি। তদন্ত এখনো চলছে।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেছেন তিন বছরের বেশি সময় হয়েছে। তবে সুশান্তকে এখনো ভোলেননি তাঁর অনুরাগীরা। প্রয়াত এই বলিউড তারকাকে শেষবার দেখা গিয়েছিল ‘দিল বেচারা’ সিনেমায়, যে ছবির পরিচালক ছিলেন সুশান্তের বন্ধু কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। সম্প্রতি সুশান্তকে নিয়ে মুখ খুলেছেন মুকেশ। জানিয়েছেন বলিউডের বহু সিনেমা থেকে সুশান্তের বাদ পড়ার কারণ।
মুকেশ ছাবরা জানিয়েছেন, সুশান্ত তাঁর পূর্বনির্ধারিত কিছু প্রতিশ্রুতির কারণেই বহু সিনেমাকে না বলেছিলেন। আর এ কারণেই সুশান্তকে অনেকেই অহংকারী বলে ভেবে নিয়েছিলেন। সুশান্তের কাজের প্রতি ভালোবাসা, আত্মোৎসর্গকে লোকজন ভুল বুঝতেন বলে মনে করেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ‘আর্ট অব অ্যাক্টিং’ নিয়ে কথোপকথনের সময় মুকেশ ছাবরা বলেন, ‘সুশান্ত আসলে পানি সিনেমার জন্য বহু প্রস্তাব ফিরিয়েছিলেন। আর তখন লোকজন ধরে নিয়েছিলেন তারকা হওয়ার কারণে এটা সুশান্তের দাম্ভিকতা। তবে সত্যি বলতে, ‘পানি’ শিরোনামের সিনেমাটি নিয়ে সুশান্ত সত্যিই বেশ উত্তেজিত ছিলেন।’
মুকেশ ছাবরা আরও বলেন, ‘অনেকেই শেখর কাপুরের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে চান। যখন সুশান্ত সিনেমাটির জন্য নির্বাচিত হন, তখন আমিও সেখানে ছিলাম। নির্বাচিত হওয়ার খবর পেয়ে সুশান্ত শিশুর মতো আনন্দ প্রকাশ করেছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস, সিনেমাটিই হলো না।’ জানা যায়, ‘পানি’ সিনেমা থেকে যশরাজ ফিল্মস সরে আসায় এটি আর তৈরি হয়নি।
গত বছর এক সাক্ষাৎকারে পরিচালক শেখর কাপুরও স্বীকার করে নেন, সুশান্ত ‘পানি’ ছবিটি নিয়ে ভীষণই উৎসাহিত ছিলেন। নিজেকে সেভাবে তৈরিও করেছিলেন। তবে এটি যখন আটকে গেল, তখন সুশান্ত ভীষণভাবেই কেঁদেছিলেন। শেখর কাপুর বলেন, তিনি কোনো দিন যদি ‘পানি’ সিনেমাটি বানাতে পারেন, তাহলে সেটি সুশান্তকেই উৎসর্গ করবেন।
শেখর কাপুর সুশান্তের মৃত্যুর পর টুইটও করেছিলেন যে তিনি অভিনেতার অবসাদের কথা জানতেন। শেখর কাপুরের আফসোস, তিনি জেনেও সুশান্তর জন্য কিছুই করে উঠতে পারেননি।
উল্লেখ্য, গত ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতকে। তাঁর সেই সময় বয়স ছিল মাত্র ৩৪। সুশান্তর মৃত্যু নিয়ে জল ঘোলা কম হয়নি। যদিও এখনো পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানানো হয়নি। তদন্ত এখনো চলছে।

গত বছর ‘জংলি’র পর এবার রোজার ঈদ উপলক্ষেও নতুন সিনেমা নিয়ে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামের সিনেমাটি বানাচ্ছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে শুরু হয় শুটিং। সিয়ামের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার।
৫ ঘণ্টা আগে
পারিবারিক রোমান্টিক গল্প দিয়েই নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন করণ জোহর। ১৯৯৮ থেকে ২০২৩—তিনি উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল...
৫ ঘণ্টা আগে
আগের দুই পর্বের মতো অ্যাভাটারের তৃতীয় পর্বটি শুরুতেই অতটা দাপট দেখাতে পারেনি। তাই ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শেষ পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। নির্মাতা জেমস ক্যামেরন নিজেও ছিলেন সন্দিহান।
৫ ঘণ্টা আগে
২০২০ সালে একদল থিয়েটারকর্মীর উদ্যোগে নাট্যদল থিয়েটারিয়ানের যাত্রা শুরু হয়। বছর দুয়েক পর মঞ্চে আসে এ দলের প্রথম প্রযোজনা ‘ডেথ অব আ সেলসম্যান’। প্রশংসিত হয় তাদের প্রথম প্রযোজনা। এবার দ্বিতীয় প্রযোজনা নিয়ে আসছে থিয়েটারিয়ান। তাদের নতুন নাটকের নাম ‘তার্ত্যুফ’।
৬ ঘণ্টা আগে