Ajker Patrika

শাহরুখের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন তরুণী

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ২০: ০৬
শাহরুখের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন তরুণী

ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার হতে চাওয়া তরুণীর প্রত্যাশা পূরণ হয়নি। এর জেরেই তিনি প্রতারণার অভিযোগ আনলেন শাহরুখ খান ও অনলাইনে শিক্ষাদানকারী প্রতিষ্ঠান বাইজুসের কর্মীদের বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তরুণীর এই অভিযোগ আমলে নিয়ে ক্ষতিপূরণের নির্দেশ দিল মধ্যপ্রদেশের জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিশন। 

তরুণীর অভিযোগ, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার হওয়ার স্বপ্ন ছিল তরুণীর। এজন্য তিনি অনলাইনে শিক্ষাদানকারী প্রতিষ্ঠান বাইজুসে কোচিংয়ের জন্য মোটা টাকা জমা দিয়েছিলেন। ২০২১ সালের ২৭ জানুয়ারি তিনি কোচিংয়ে জমা দেওয়া টাকা ফেরত চেয়ে অ্যাডমিশন বাতিলের আবেদন জানান। কিন্তু একাধিকবার তাদের জানানোর পরেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে টাকা ফেরত দেওয়া হয়নি। এ কারণেই তিনি মধ্যপ্রদেশের ডিস্ট্রিক্ট কনজিউমার রিড্রেসার কমিশনে অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, শাহরুখের বিজ্ঞাপন দেখে অনুপ্রাণিত হয়েই তিনি বাইজুসে নাম নথিভুক্ত করেছিলেন। তাই শাহরুখের বিরুদ্ধেও অভিযোগ করছেন তিনি। 

বাইজুসের বিজ্ঞাপনে বলিউড অভিনেতা শাহরুখ খান। ছবি: টুইটার

নিজের অ্যাডমিশন ফির পাশাপাশি ক্ষতিপূরণও চেয়েছিলেন প্রিয়াঙ্কা। মধ্যপ্রদেশের ভোক্তা অধিকার সংরক্ষণ কমিশনকে মেনে নিয়েছে। বাইজুসের ব্যবস্থাপক ও শাহরুখ খান অনুপস্থিত থাকায় তরুণীর পক্ষে একতরফা আদেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ কমিশন। অ্যাডমিশনের ১.০৮ লাখ রুপির পাশাপাশি এর ১২ শতাংশ সুদও দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মামলার খরচ হিসাবে তাঁকে আরও পাঁচ হাজার রুপি ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার রুপি দিতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত