
গত বছরের ডিসেম্বরে একপ্রকার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন বলিউড অভিনেতা শ্রেয়স তালপাড়ে। হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হয়েছিল অভিনেতাকে। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরে শ্রেয়স সেসময় বলেছিলেন, ‘ক্লিনিক্যালি আমি মরে গিয়েছিলাম। আমার হার্ট অ্যাটাকটা মারাত্মক ছিল। এটা যেন জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিল।’
সম্প্রতি লেহরেন রেট্রোকে দেওয়া সাক্ষাৎকারে ফের সে বিষয়েই মুখ খুলেছেন শ্রেয়স তালপাড়ে। তিনি মনে করছেন, কোভিড ভ্যাকসিন নেওয়ার পর মানুষ যে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাতে আমি এই তত্ত্ব উড়িয়ে দিতে পারি না।
শ্রেয়স বলেন, ‘আমি ধূমপান করি না। আমি নিয়মিত মদ্যপানও করি না, আমি সম্ভবত মাসে একবার পান করি। তামাক কখনোই খাই না। হ্যাঁ, আমার কোলেস্টেরল একটু বেশি ছিল। তবে এখন সেটা স্বাভাবিক। আমি এর জন্য ওষুধ খাচ্ছিলাম আর তাই এটা স্বাভাবিক প্রক্রিয়াতেই ঠিক হয়েছে, এসেছিল। আমার কোনও ডায়াবেটিস নেই, ব্লাড প্রেশারও নেই। তাহলে এই হৃদ্রোগের কী কারণ হতে পারে?’
শ্রেয়স আরও বলেন, ‘আমি এই তত্ত্বও উড়িয়ে দিচ্ছি না। কোভিড-১৯ টিকা নেওয়ার পরে আমি বেশ ক্লান্তি অনুভব করছিলাম। তাই এই তত্ত্বে কিছুটা পরিমাণে সত্যতা থাকলেও থাকতে পারে। হতেই পারে এটা কোভিড ভ্যাকসিন নেওয়ার কারণেই হয়েছে। তবে সেটা ঘটে থাকলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণটা আমরা সত্যিই জানা নেই যে আমার দেহের ভেতরে কী কারণে কী ঘটেছে। সকলেই ভ্যাকসিন নিচ্ছিল, আমিও তাই নিয়েছিলাম। তবে কোভিড পিরিয়ডের আগে এমন ঘটনা শুনিনি।’
শ্রেয়স আরও বলেন তিনি জানতে চান ভ্যাকসিন আমাদের শরীরের সঙ্গে ঠিক কী ঘটিয়েছে। তবে সত্যিই এটা কোভিড-১৯ ভ্যাকসিনের কারণে ঘটেছে কিনা তা নিয়ে তিনি নিশ্চিত নন। তাঁর কথায়, ‘আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই, তাই কোনও বিবৃতি দেওয়া অর্থহীন’।
গত বছর ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিংয়ের পর হৃদ্রোগে আক্রান্ত হন শ্রেয়স। মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে এনঞ্জিওপ্লাস্টি করানো হয় অভিনেতার।

গত বছরের ডিসেম্বরে একপ্রকার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন বলিউড অভিনেতা শ্রেয়স তালপাড়ে। হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হয়েছিল অভিনেতাকে। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরে শ্রেয়স সেসময় বলেছিলেন, ‘ক্লিনিক্যালি আমি মরে গিয়েছিলাম। আমার হার্ট অ্যাটাকটা মারাত্মক ছিল। এটা যেন জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিল।’
সম্প্রতি লেহরেন রেট্রোকে দেওয়া সাক্ষাৎকারে ফের সে বিষয়েই মুখ খুলেছেন শ্রেয়স তালপাড়ে। তিনি মনে করছেন, কোভিড ভ্যাকসিন নেওয়ার পর মানুষ যে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাতে আমি এই তত্ত্ব উড়িয়ে দিতে পারি না।
শ্রেয়স বলেন, ‘আমি ধূমপান করি না। আমি নিয়মিত মদ্যপানও করি না, আমি সম্ভবত মাসে একবার পান করি। তামাক কখনোই খাই না। হ্যাঁ, আমার কোলেস্টেরল একটু বেশি ছিল। তবে এখন সেটা স্বাভাবিক। আমি এর জন্য ওষুধ খাচ্ছিলাম আর তাই এটা স্বাভাবিক প্রক্রিয়াতেই ঠিক হয়েছে, এসেছিল। আমার কোনও ডায়াবেটিস নেই, ব্লাড প্রেশারও নেই। তাহলে এই হৃদ্রোগের কী কারণ হতে পারে?’
শ্রেয়স আরও বলেন, ‘আমি এই তত্ত্বও উড়িয়ে দিচ্ছি না। কোভিড-১৯ টিকা নেওয়ার পরে আমি বেশ ক্লান্তি অনুভব করছিলাম। তাই এই তত্ত্বে কিছুটা পরিমাণে সত্যতা থাকলেও থাকতে পারে। হতেই পারে এটা কোভিড ভ্যাকসিন নেওয়ার কারণেই হয়েছে। তবে সেটা ঘটে থাকলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণটা আমরা সত্যিই জানা নেই যে আমার দেহের ভেতরে কী কারণে কী ঘটেছে। সকলেই ভ্যাকসিন নিচ্ছিল, আমিও তাই নিয়েছিলাম। তবে কোভিড পিরিয়ডের আগে এমন ঘটনা শুনিনি।’
শ্রেয়স আরও বলেন তিনি জানতে চান ভ্যাকসিন আমাদের শরীরের সঙ্গে ঠিক কী ঘটিয়েছে। তবে সত্যিই এটা কোভিড-১৯ ভ্যাকসিনের কারণে ঘটেছে কিনা তা নিয়ে তিনি নিশ্চিত নন। তাঁর কথায়, ‘আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই, তাই কোনও বিবৃতি দেওয়া অর্থহীন’।
গত বছর ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিংয়ের পর হৃদ্রোগে আক্রান্ত হন শ্রেয়স। মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে এনঞ্জিওপ্লাস্টি করানো হয় অভিনেতার।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
৪১ মিনিট আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১ ঘণ্টা আগে