
রহস্য রেখে শেষ হয়েছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। শেষ দৃশ্যে মুখঢাকা একজনের সঙ্গে কথা বলছিল স্বপন। কে সেই মানুষ? কেন স্বপনকে খুঁজছিল সে? এমন আরও কিছু প্রশ্ন রেখে শেষ হয়েছিল অ্যালেন স্বপনকে নিয়ে নির্মিত সিরিজের প্রথম সিজন। সেসব জট এবার খুলতে যাচ্ছে।
চলে এসেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু’-এর ঘোষণা। ঈদুল ফিতরে সিরিজটি দেখা যাবে। ওটিটি প্ল্যাটফর্ম চরকি থেকে প্রকাশিত অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা যাচ্ছে, ছড়িয়ে–ছিটিয়ে থাকা অনেক টাকার মধ্যে দাঁড়িয়ে রয়েছে অ্যালেন স্বপন। মুখে তার চিরচেনা হাসি।
ভিডিওতে আঞ্চলিক ভাষায় একজনকে বলতে শোনা যায়, ‘আমার চার শ কোটি টাকা কোথায়?’ সিরিজে ৪০০ কোটি টাকার রহস্য এখনও অধরা। এত টাকা কার কাছে কিংবা কোথায় লুকানো রয়েছে, সেটিও একটি বড় প্রশ্ন হয়ে আছে দর্শকদের মনে।
চট্টগ্রামের মাদক কারবারি থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয়ে গড়ে উঠেছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের প্রথম সিজন। নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর, বদলাতে পারে ধরনও।
অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। নতুন সিরিজ নিয়ে তাঁর ভাষ্য, অ্যালেন স্বপন একটা মন্দ চরিত্র। নতুন সিজনে চরিত্রটি আরও ভয়ংকররূপে হাজির হতে যাচ্ছে। আর চরিত্রটির যে দুষ্টু স্বভাব, সেটার ধারাবাহিকতা থাকবে নতুন সিজনেও। সব মিলিয়ে চরিত্রটি নতুন আঙ্গিকে আরও বড় পরিসরে আসছে দর্শকদের সামনে।

প্রথম সিজনের মতো ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু’ বানিয়েছেন শিহাব শাহীন। তিনি বলেন, ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু নির্মাণের অভিজ্ঞতা চ্যালেঞ্জিং। কিন্তু সেই চ্যালেঞ্জ আমাকে নতুনভাবে অনেক কিছু ভাবতে শিখিয়েছে। প্রথম সিজনের সফলতার পর দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের নানা রকম প্রত্যাশা থাকে। আশা করছি, তারা নিরাশ হবে না।’
নাসির উদ্দিন খান ছাড়াও রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন। রয়েছেন নতুন অভিনয়শিল্পীরাও।

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় ‘সিন্ডিকেট’ সিরিজ। এর অন্যতম চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সংলাপ বলে ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। এ চরিত্রের ওপর ভিত্তি করে পরের বছর তৈরি হয় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’।

রহস্য রেখে শেষ হয়েছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। শেষ দৃশ্যে মুখঢাকা একজনের সঙ্গে কথা বলছিল স্বপন। কে সেই মানুষ? কেন স্বপনকে খুঁজছিল সে? এমন আরও কিছু প্রশ্ন রেখে শেষ হয়েছিল অ্যালেন স্বপনকে নিয়ে নির্মিত সিরিজের প্রথম সিজন। সেসব জট এবার খুলতে যাচ্ছে।
চলে এসেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু’-এর ঘোষণা। ঈদুল ফিতরে সিরিজটি দেখা যাবে। ওটিটি প্ল্যাটফর্ম চরকি থেকে প্রকাশিত অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা যাচ্ছে, ছড়িয়ে–ছিটিয়ে থাকা অনেক টাকার মধ্যে দাঁড়িয়ে রয়েছে অ্যালেন স্বপন। মুখে তার চিরচেনা হাসি।
ভিডিওতে আঞ্চলিক ভাষায় একজনকে বলতে শোনা যায়, ‘আমার চার শ কোটি টাকা কোথায়?’ সিরিজে ৪০০ কোটি টাকার রহস্য এখনও অধরা। এত টাকা কার কাছে কিংবা কোথায় লুকানো রয়েছে, সেটিও একটি বড় প্রশ্ন হয়ে আছে দর্শকদের মনে।
চট্টগ্রামের মাদক কারবারি থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয়ে গড়ে উঠেছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের প্রথম সিজন। নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর, বদলাতে পারে ধরনও।
অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। নতুন সিরিজ নিয়ে তাঁর ভাষ্য, অ্যালেন স্বপন একটা মন্দ চরিত্র। নতুন সিজনে চরিত্রটি আরও ভয়ংকররূপে হাজির হতে যাচ্ছে। আর চরিত্রটির যে দুষ্টু স্বভাব, সেটার ধারাবাহিকতা থাকবে নতুন সিজনেও। সব মিলিয়ে চরিত্রটি নতুন আঙ্গিকে আরও বড় পরিসরে আসছে দর্শকদের সামনে।

প্রথম সিজনের মতো ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু’ বানিয়েছেন শিহাব শাহীন। তিনি বলেন, ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু নির্মাণের অভিজ্ঞতা চ্যালেঞ্জিং। কিন্তু সেই চ্যালেঞ্জ আমাকে নতুনভাবে অনেক কিছু ভাবতে শিখিয়েছে। প্রথম সিজনের সফলতার পর দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের নানা রকম প্রত্যাশা থাকে। আশা করছি, তারা নিরাশ হবে না।’
নাসির উদ্দিন খান ছাড়াও রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন। রয়েছেন নতুন অভিনয়শিল্পীরাও।

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় ‘সিন্ডিকেট’ সিরিজ। এর অন্যতম চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সংলাপ বলে ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। এ চরিত্রের ওপর ভিত্তি করে পরের বছর তৈরি হয় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
২ ঘণ্টা আগে