
তরুণ চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ প্রযোজনা করবেন দুই অস্কার বিজয়ী নির্মাতা ও অভিনেতা জর্ডান পিল ও রিজ আহমেদ। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতা জর্ডান পিল ও অভিনেতা রিজ আহমেদ ‘মশারি’ চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক হচ্ছেন।
নির্মাতা পিল ‘গেট আউট’ সিনেমার জন্য সেরা পরিচালকসহ তিনটি অস্কার জয় করেছেন। অন্যদিকে রিজ আহমেদ ‘দ্য লং গুডবাই’ চলচ্চিত্রে সেরা লাইভ অ্যাকশন শর্টের জন্য অস্কার জিতেছেন।
নুহাশ হুমায়ূনের ‘মশারি’ এরই মধ্যে সাউথ বাই সাউথওয়েস্ট জুরি অ্যাওয়ার্ড, ফ্যান্টাসিয়া ও মেলবোর্ন ফেস্টিভ্যালসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে এবং সম্মানজনক পুরস্কার জিতেছে।
ভ্যারাইটি আরও জানিয়েছে, প্রযোজনা সংস্থা মনকিপ ও লেফট হ্যান্ডেড ফিল্মসের মাধ্যমে পিল ও রিজ নুহাশের চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত হচ্ছেন। এ দুটি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘মশারি’ একটি অনন্য হরর চলচ্চিত্র। গল্পটির গভীর আবেগ সিনেমার প্রথম ফ্রেম থেকেই দৃশ্যমান। নুহাশ আমাদের তাঁর গতিশীল অ্যাপোক্যালিপটিক জগতে আকৃষ্ট করেছেন। এটি একটি বেঁচে থাকা, প্রেম ও পারিবারিক সম্পর্কের ভয়ংকর গল্প। আমরা এই চলচ্চিত্রের সঙ্গে থাকতে পেরে খুবই কৃতজ্ঞ।
চলচ্চিত্রটির উচ্ছ্বসিত প্রশংসা করে রিজ আহমেদ বলেছেন, আমরা নুহাশের এই চলচ্চিত্রের একেবারে গভীরে ডুবে গিয়েছিলাম। আমাদের অবচেতনে ভয় জাগিয়ে তুলেছিল। ছোটবেলার দানব থেকে শুরু করে ভবিষ্যতের সর্বনাশ পর্যন্ত দেখতে পাচ্ছিলাম আমরা। নুহাশ দুই তরুণী বোনের আবেগময় বেঁচে থাকার গল্প বুনেছেন। এর সঙ্গে ঔপনিবেশিকতা এবং জলবায়ু পরিবর্তনের ভয়াবহতাও যুক্ত করেছেন। আমরা নুহাশের দলে যোগ দিতে পেরে রোমাঞ্চিত।
গত মার্চ মাসে সাউথ বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসবে ‘মশারি’ মুক্তি দিয়েছিলেন নির্মাতা নুহাশ হুমায়ূন। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাতনি নাইরা।
সিনেমাটিতে দেখা যায়, রক্তপিপাসু মশা দিয়ে ভরে গেছে পৃথিবী। এই পৃথিবীর শেষ মানুষ হিসেবে মাত্র দুজন নারী বেঁচে আছেন বাংলাদেশে। তাঁরা ভয় ও আতঙ্ক নিয়ে সারাক্ষণ মশারির ভেতর বসে থাকেন। অপু ও আয়রা নামের দুই বোনের একমাত্র লড়াই মশার বিরুদ্ধে বেঁচে থাকার। এক রাতে মশারি ঠিক করতে বাইরে বের হয় আয়রা ও অপু। আর তখনই তাদের সঙ্গে দেখা হয় এক ভূতের।

তরুণ চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ প্রযোজনা করবেন দুই অস্কার বিজয়ী নির্মাতা ও অভিনেতা জর্ডান পিল ও রিজ আহমেদ। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতা জর্ডান পিল ও অভিনেতা রিজ আহমেদ ‘মশারি’ চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক হচ্ছেন।
নির্মাতা পিল ‘গেট আউট’ সিনেমার জন্য সেরা পরিচালকসহ তিনটি অস্কার জয় করেছেন। অন্যদিকে রিজ আহমেদ ‘দ্য লং গুডবাই’ চলচ্চিত্রে সেরা লাইভ অ্যাকশন শর্টের জন্য অস্কার জিতেছেন।
নুহাশ হুমায়ূনের ‘মশারি’ এরই মধ্যে সাউথ বাই সাউথওয়েস্ট জুরি অ্যাওয়ার্ড, ফ্যান্টাসিয়া ও মেলবোর্ন ফেস্টিভ্যালসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে এবং সম্মানজনক পুরস্কার জিতেছে।
ভ্যারাইটি আরও জানিয়েছে, প্রযোজনা সংস্থা মনকিপ ও লেফট হ্যান্ডেড ফিল্মসের মাধ্যমে পিল ও রিজ নুহাশের চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত হচ্ছেন। এ দুটি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘মশারি’ একটি অনন্য হরর চলচ্চিত্র। গল্পটির গভীর আবেগ সিনেমার প্রথম ফ্রেম থেকেই দৃশ্যমান। নুহাশ আমাদের তাঁর গতিশীল অ্যাপোক্যালিপটিক জগতে আকৃষ্ট করেছেন। এটি একটি বেঁচে থাকা, প্রেম ও পারিবারিক সম্পর্কের ভয়ংকর গল্প। আমরা এই চলচ্চিত্রের সঙ্গে থাকতে পেরে খুবই কৃতজ্ঞ।
চলচ্চিত্রটির উচ্ছ্বসিত প্রশংসা করে রিজ আহমেদ বলেছেন, আমরা নুহাশের এই চলচ্চিত্রের একেবারে গভীরে ডুবে গিয়েছিলাম। আমাদের অবচেতনে ভয় জাগিয়ে তুলেছিল। ছোটবেলার দানব থেকে শুরু করে ভবিষ্যতের সর্বনাশ পর্যন্ত দেখতে পাচ্ছিলাম আমরা। নুহাশ দুই তরুণী বোনের আবেগময় বেঁচে থাকার গল্প বুনেছেন। এর সঙ্গে ঔপনিবেশিকতা এবং জলবায়ু পরিবর্তনের ভয়াবহতাও যুক্ত করেছেন। আমরা নুহাশের দলে যোগ দিতে পেরে রোমাঞ্চিত।
গত মার্চ মাসে সাউথ বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসবে ‘মশারি’ মুক্তি দিয়েছিলেন নির্মাতা নুহাশ হুমায়ূন। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাতনি নাইরা।
সিনেমাটিতে দেখা যায়, রক্তপিপাসু মশা দিয়ে ভরে গেছে পৃথিবী। এই পৃথিবীর শেষ মানুষ হিসেবে মাত্র দুজন নারী বেঁচে আছেন বাংলাদেশে। তাঁরা ভয় ও আতঙ্ক নিয়ে সারাক্ষণ মশারির ভেতর বসে থাকেন। অপু ও আয়রা নামের দুই বোনের একমাত্র লড়াই মশার বিরুদ্ধে বেঁচে থাকার। এক রাতে মশারি ঠিক করতে বাইরে বের হয় আয়রা ও অপু। আর তখনই তাদের সঙ্গে দেখা হয় এক ভূতের।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১২ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১২ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৩ ঘণ্টা আগে