
বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী জয়নুল উৎসব-২০২৪। এবারের আয়োজনে পেইন্ট পার্টনার হিসেবে ছিল দেশের শীর্ষ পেইন্ট সলিউশন ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।
গত ২৭ ডিসেম্বর সকালে চারুকলা প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সে সময় চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. আজহারুল ইসলাম শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ইমেরিটাস প্রফেসর ড. মো. আবুল হাশেম খান এবং বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার শামীম উজ জামান-সহ দেশের বিশিষ্ট চিত্রশিল্পী ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।
২৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলে ২৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা ছিল মেলা।
উৎসবে জয়নুল মেলার সঙ্গে যুক্ত ছিল সম্মাননা প্রদান, শিল্পীদের পুনর্মিলনী ও সাংস্কৃতিক উৎসব। চিরচেনা বকুলতলার পাশের লম্বা দেয়ালজুড়ে শিল্পগুরুর অনবদ্য কিছু শিল্পকর্ম, প্রেরণা জোগানো সব উক্তি রং-তুলিতে নতুন করে তুলে ধরছেন চারুকলার শিক্ষার্থীরা। আর এই রঙের মেলায় ব্যবহার করা হয়েছে বার্জার পেইন্টসের রং।
বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার শামীম উজ জামান বলেন, ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন এমন একটি প্রতিষ্ঠান শুরু করে গেছেন বলেই এই চারুকলা থেকে তৈরি হয়েছেন অনেক গুণী শিল্পী। আমরা গর্বিত যে জয়নুল উৎসবের এই আয়োজনে আমরা বার্জার পেইন্টস বাংলাদেশ নিজেদের সম্পৃক্ত রাখতে পেরেছি।’
এবারের উৎসবে প্রতিবারের মতো অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা হস্তশিল্পীরা। মেলায় ছিল শোলা ও বেতের শিল্পকর্ম, শীতল পাটি, মাটির টেপা পুতুল, আঁকা ছবি, বায়োস্কোপের বাক্সসহ লোকজ শিল্পকর্ম। বিক্রি হয় চারুকলার শিক্ষার্থীদের হাতে বানানো মাটির সরা। মেলায় এবার নতুন সংযোজন হয়েছিল বার্জার পেইন্টসের ভিন্নধর্মী এক আয়োজন, ‘পেইন্ট ইউর ইমাজিনেশন’। স্টলে রাখা এক সাদাকালো ক্যানভাসকে অতিথিরা নিজেদের মনের মতো রঙে রঙিন করছেন।
জন্মলগ্ন থেকেই আমাদের দেশের শিল্প-সংস্কৃতির সঙ্গে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড নিবিড়ভাবে জড়িত। তারই ধারাবাহিকতায় দেশের চিত্রকলার সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সঙ্গেও গত ৩ দশক ধরে ওতপ্রোতভাবে জড়িত দেশের শীর্ষ পেইন্ট সলিউশন ব্র্যান্ড বার্জারের নাম।

বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী জয়নুল উৎসব-২০২৪। এবারের আয়োজনে পেইন্ট পার্টনার হিসেবে ছিল দেশের শীর্ষ পেইন্ট সলিউশন ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।
গত ২৭ ডিসেম্বর সকালে চারুকলা প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সে সময় চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. আজহারুল ইসলাম শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ইমেরিটাস প্রফেসর ড. মো. আবুল হাশেম খান এবং বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার শামীম উজ জামান-সহ দেশের বিশিষ্ট চিত্রশিল্পী ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।
২৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলে ২৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা ছিল মেলা।
উৎসবে জয়নুল মেলার সঙ্গে যুক্ত ছিল সম্মাননা প্রদান, শিল্পীদের পুনর্মিলনী ও সাংস্কৃতিক উৎসব। চিরচেনা বকুলতলার পাশের লম্বা দেয়ালজুড়ে শিল্পগুরুর অনবদ্য কিছু শিল্পকর্ম, প্রেরণা জোগানো সব উক্তি রং-তুলিতে নতুন করে তুলে ধরছেন চারুকলার শিক্ষার্থীরা। আর এই রঙের মেলায় ব্যবহার করা হয়েছে বার্জার পেইন্টসের রং।
বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার শামীম উজ জামান বলেন, ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন এমন একটি প্রতিষ্ঠান শুরু করে গেছেন বলেই এই চারুকলা থেকে তৈরি হয়েছেন অনেক গুণী শিল্পী। আমরা গর্বিত যে জয়নুল উৎসবের এই আয়োজনে আমরা বার্জার পেইন্টস বাংলাদেশ নিজেদের সম্পৃক্ত রাখতে পেরেছি।’
এবারের উৎসবে প্রতিবারের মতো অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা হস্তশিল্পীরা। মেলায় ছিল শোলা ও বেতের শিল্পকর্ম, শীতল পাটি, মাটির টেপা পুতুল, আঁকা ছবি, বায়োস্কোপের বাক্সসহ লোকজ শিল্পকর্ম। বিক্রি হয় চারুকলার শিক্ষার্থীদের হাতে বানানো মাটির সরা। মেলায় এবার নতুন সংযোজন হয়েছিল বার্জার পেইন্টসের ভিন্নধর্মী এক আয়োজন, ‘পেইন্ট ইউর ইমাজিনেশন’। স্টলে রাখা এক সাদাকালো ক্যানভাসকে অতিথিরা নিজেদের মনের মতো রঙে রঙিন করছেন।
জন্মলগ্ন থেকেই আমাদের দেশের শিল্প-সংস্কৃতির সঙ্গে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড নিবিড়ভাবে জড়িত। তারই ধারাবাহিকতায় দেশের চিত্রকলার সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সঙ্গেও গত ৩ দশক ধরে ওতপ্রোতভাবে জড়িত দেশের শীর্ষ পেইন্ট সলিউশন ব্র্যান্ড বার্জারের নাম।

রাজশাহীর গ্রামে গ্রামে ঘুরে আম কিনে বিক্রি করতেন মুন্তাজ আলী। সেই ঐতিহ্যগত ব্যবসাকেই আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে ছেলে মুরাদ পারভেজ তৈরি করেছেন একটি সফল ই-কমার্স উদ্যোগ। ঝুড়িতে আম নিয়ে হাটে না গিয়ে তিনি ফেসবুক ও অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার নিয়ে সারা দেশে খাঁটি আম, খেজুরের গুড় ও লিচু পৌঁছে দিচ্ছে
১২ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সাধারণত একটি রেওয়াজ অনুসরণ করা হয়—প্রার্থীদের নির্বাচনী সুবিধা নেওয়ার সুযোগ যাতে না থাকে, সে কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নতুন কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হয় না। এ সময়টাতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকও সাধারণত আর বসে না।
১২ ঘণ্টা আগে
ইসলামি সামাজিক অর্থ-সংস্থানকে একটি কার্যকর ও টেকসই উন্নয়নমূলক হাতিয়ারে রূপান্তরের লক্ষ্যে একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকাঠামোর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন (জিজিএফ)’। জাকাত, সদকা, ওয়াকফ ও করদে হাসানাহর সুসংগঠিত ব্যবহারের মাধ্যমে দারিদ্র্যবিমোচনই এই ফাউন্ডেশনের মূল
১৫ ঘণ্টা আগে
জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগের বিপরীতে সুদহার কমানোর সিদ্ধান্ত স্থগিত করায় পূর্বের সুদে বিক্রি আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে। সরকারের সিদ্ধান্ত পরিবর্তন করায় গত সপ্তাহে সঞ্চয়পত্র বিক্রয় বন্ধ রেখেছিল তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলো। আগের সুদহারে সঞ্চয়পত্র বিক্রি-সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোকে...
১৭ ঘণ্টা আগে