Ajker Patrika

স্টেপ ফুটওয়্যার বাজারে এনেছে স্কুল-জুতা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ২১: ৫৬
স্টেপ ফুটওয়্যার বাজারে এনেছে স্কুল-জুতা

স্টেপ ফুটওয়্যার সম্প্রতি বাজারে এনেছে স্কুল-জুতা। এটি বাংলাদেশের সবচেয়ে হালকা স্কুল-জুতা বলে দাবি প্রতিষ্ঠানটির। এ ছাড়া স্টেপ ফুটওয়্যার প্রতিটি স্কুল-জুতার সঙ্গে এক জোড়া মোজা ফ্রি দিচ্ছে।

প্রতিষ্ঠানটি জানায়, স্টেপ ফুটওয়্যারের স্কুল-জুতা শুধু নির্মাণশৈলীই নয়, কার্যকারিতাকেও বিবেচনা করে। দৈনন্দিন পরিধানের আরামের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। ওজনে হালকা হওয়ায় শিশুরা দৈনন্দিন কাজকর্ম সহজে মানিয়ে নিতে পারে। তাদের লাইটওয়েট বৈশিষ্ট্য ছাড়াও, স্টেপের স্কুল-জুতা দ্রুত এবং নিরাপদ পরিধানের জন্য একটি ভেলক্রো সিস্টেম নিয়ে এসেছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, শিশুর গতিশীল প্রকৃতির কারণে জুতার নমনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। সারা দিন দৌড়াদৌড়ি, খেলা এবং বিভিন্ন ক্রিয়াকলাপে জড়িত থাকার জন্য এমন একটি স্কুল-জুতা প্রয়োজন যা সারা দিন ব্যবহারের পরেও নষ্ট হয় না। বিশেষ করে যখন রং সাদা হওয়ার পরেও প্রতিদিনের স্কুলে ব্যবহারের আগে ময়লা পরিষ্কার এবং ধোয়া সহজ হয়।

প্রত্যেক অভিভাবকের উচিত সন্তানকে স্কুল-জুতা কেনার আগে দেখেশুনে কিনতে উৎসাহিত করা। স্টেপ ফুটওয়্যার পায়ের সঠিক মাপ নিশ্চিত করে, স্বাচ্ছন্দ্য ও সুবিধায় আনে নতুন মাত্রা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ প্রার্থী, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত