আজকের পত্রিকা ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার প্রায় ১২টি দেশকে শুল্কসংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন লেভিট। একই সঙ্গে তিনি জানান, পূর্বঘোষিত ৯ জুলাইয়ের সময়সীমা বাড়িয়ে ১ আগস্ট পর্যন্ত করা হয়েছে, যা আজই প্রেসিডেন্ট একটি নির্বাহী আদেশের মাধ্যমে ঘোষণা করবেন।
লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট আজ প্রায় ১২টি দেশকে একটি করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ও চিঠি পাঠাবেন। এই চিঠিগুলো সরাসরি প্রেসিডেন্টের পক্ষ থেকে ট্রুথ সোশ্যালে প্রকাশ করা হবে।’
তবে কোন কোন দেশ এই চিঠিগুলো পাবে, সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি এখনই সেই নামগুলো প্রকাশ করব না। প্রেসিডেন্ট নিজেই যথাযথ সময়ে তা জানাবেন। ট্রুথ সোশ্যালে নজর রাখুন।’
প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহেই হুমকি দিয়েছিলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তিতে না আসে, তবে অধিকাংশ পণ্যের ওপর শুল্কহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ পর্যন্ত করা হবে।
তবে আজ হোয়াইট হাউসের ঘোষণায় জানানো হয়, এই সিদ্ধান্ত কার্যকরের সময়সীমা তিন সপ্তাহ বাড়িয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। ফলে আলোচনার জন্য আরও সময় পেল বিশ্বের বিভিন্ন দেশ।
বিশ্লেষকদের মতে, এই ঘোষণায় একদিকে যেমন মার্কিন প্রশাসন সময় নিচ্ছে দর-কষাকষির জন্য, অপরদিকে দেশগুলোর ওপর চাপও বজায় রাখছে দ্রুত চুক্তি সম্পন্ন করার জন্য।
এর আগে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ‘এসব চিঠি চূড়ান্ত আলটিমেটাম নয়; বরং সম্ভাব্য বাণিজ্য অংশীদারদের প্রতি একধরনের আমন্ত্রণ। তিনি বলেন, ‘এই চিঠিগুলোতে বলা থাকবে, আপনারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে আগ্রহ দেখিয়েছেন, ধন্যবাদ। আমরা আপনাদের স্বাগত জানাই, তবে এটাই আমাদের শুল্কহার—আপনি চাইলে আবারও আলোচনায় বসতে পারেন।’
বিশ্ববাজারে এরই মধ্যে এই বাণিজ্য উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের অনেক দেশ দ্রুত কোনো চুক্তিতে পৌঁছাতে চাচ্ছে, যাতে উচ্চ শুল্কের কবল থেকে নিজেদের রক্ষা করা যায়।
হোয়াইট হাউসের আজকের ঘোষণায় নিশ্চিত হওয়া গেল, যুক্তরাষ্ট্রের শুল্ক চিঠির প্রক্রিয়া শুরু হয়েছে এবং বাণিজ্য আলোচনার সময়সীমা বাড়ানো হয়েছে, যা বিশ্বব্যাপী বাণিজ্য সম্পর্কে এক নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার প্রায় ১২টি দেশকে শুল্কসংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন লেভিট। একই সঙ্গে তিনি জানান, পূর্বঘোষিত ৯ জুলাইয়ের সময়সীমা বাড়িয়ে ১ আগস্ট পর্যন্ত করা হয়েছে, যা আজই প্রেসিডেন্ট একটি নির্বাহী আদেশের মাধ্যমে ঘোষণা করবেন।
লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট আজ প্রায় ১২টি দেশকে একটি করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ও চিঠি পাঠাবেন। এই চিঠিগুলো সরাসরি প্রেসিডেন্টের পক্ষ থেকে ট্রুথ সোশ্যালে প্রকাশ করা হবে।’
তবে কোন কোন দেশ এই চিঠিগুলো পাবে, সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি এখনই সেই নামগুলো প্রকাশ করব না। প্রেসিডেন্ট নিজেই যথাযথ সময়ে তা জানাবেন। ট্রুথ সোশ্যালে নজর রাখুন।’
প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহেই হুমকি দিয়েছিলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তিতে না আসে, তবে অধিকাংশ পণ্যের ওপর শুল্কহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ পর্যন্ত করা হবে।
তবে আজ হোয়াইট হাউসের ঘোষণায় জানানো হয়, এই সিদ্ধান্ত কার্যকরের সময়সীমা তিন সপ্তাহ বাড়িয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। ফলে আলোচনার জন্য আরও সময় পেল বিশ্বের বিভিন্ন দেশ।
বিশ্লেষকদের মতে, এই ঘোষণায় একদিকে যেমন মার্কিন প্রশাসন সময় নিচ্ছে দর-কষাকষির জন্য, অপরদিকে দেশগুলোর ওপর চাপও বজায় রাখছে দ্রুত চুক্তি সম্পন্ন করার জন্য।
এর আগে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ‘এসব চিঠি চূড়ান্ত আলটিমেটাম নয়; বরং সম্ভাব্য বাণিজ্য অংশীদারদের প্রতি একধরনের আমন্ত্রণ। তিনি বলেন, ‘এই চিঠিগুলোতে বলা থাকবে, আপনারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে আগ্রহ দেখিয়েছেন, ধন্যবাদ। আমরা আপনাদের স্বাগত জানাই, তবে এটাই আমাদের শুল্কহার—আপনি চাইলে আবারও আলোচনায় বসতে পারেন।’
বিশ্ববাজারে এরই মধ্যে এই বাণিজ্য উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের অনেক দেশ দ্রুত কোনো চুক্তিতে পৌঁছাতে চাচ্ছে, যাতে উচ্চ শুল্কের কবল থেকে নিজেদের রক্ষা করা যায়।
হোয়াইট হাউসের আজকের ঘোষণায় নিশ্চিত হওয়া গেল, যুক্তরাষ্ট্রের শুল্ক চিঠির প্রক্রিয়া শুরু হয়েছে এবং বাণিজ্য আলোচনার সময়সীমা বাড়ানো হয়েছে, যা বিশ্বব্যাপী বাণিজ্য সম্পর্কে এক নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে।

বেজার সঙ্গে চুক্তি অনুযায়ী, জ্যান্ট অ্যাকসেসরিজ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পাঁচ একর জমিতে একটি পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী শিল্প ইউনিট স্থাপন করবে, যেখানে তুলনামূলকভাবে কম পানি ও বিদ্যুৎ ব্যবহার করা হবে এবং গ্যাসের প্রয়োজন হবে না।
২ ঘণ্টা আগে
উন্নয়নশীল বিশ্বের প্রতি চারটি দেশের মধ্যে একটি দেশ এখনো ২০১৯ সালের তুলনায় দরিদ্র। ২০১৯ সাল ছিল কোভিড-১৯ মহামারির আগের সময়। এমনটাই জানিয়েছে, বিশ্ব ব্যাংক। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি বলেছে, নিম্নআয়ের অনেক দেশ গত বছরের শেষ পর্যন্ত ৬ বছরে বড় ধরনের নেতিবাচক ধাক্কা খেয়েছে।
৪ ঘণ্টা আগে
আবুল কালাম বলেন, ‘নতুন কমিশন দায়িত্ব নিয়েই পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে উদ্যোগ নেয়। কিন্তু ইস্যুয়ার কোম্পানি ও ইস্যু ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি, এখানে ভালো কোম্পানি তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে প্রাইসিংসহ আরও কয়েকটি সমস্যা বিদ্যমান। পরে টাস্কফোর্সের পরামর্শ ও সুপারিশ অনুযায়ী আইপিও
৬ ঘণ্টা আগে
২০২৫ সাল জুড়ে একের পর শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্কের আঘাত সয়ে নিয়েই চীন রেকর্ড বাণিজ্য করে দেখাল। আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে শক্তিশালী রপ্তানি প্রবৃদ্ধি ধরে রেখেছে চীন। গত বছর দেশটির বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১.২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা
৮ ঘণ্টা আগে