পুঁজিবাজারে তালিকাভুক্ত লিজিং কোম্পানিগুলোর মধ্যে সীমিত কয়েকটি প্রতিষ্ঠানই নিয়মিত ও স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনা করছে। দীর্ঘদিন এ তালিকায় থাকা লংকাবাংলা ফাইন্যান্সের আর্থিক ব্যবস্থাপনাকে নিয়েও বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। ঋণ কার্যক্রমে শৃঙ্খলার অভাব এবং প্রয়োজনীয় সঞ্চিতি (প্রভিশন) গঠন না করার কারণে কোম্পানিটির প্রকৃত আর্থিক অবস্থা প্রকাশিত হিসাবের সঙ্গে মেলে না। নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
২০২৪ সালের আর্থিক বিবরণী বিশ্লেষণে দেখা যায়, ওই বছর কোম্পানিটির প্রকৃত লোকসান হওয়া উচিত ছিল ৩৯৯ কোটি ১৪ লাখ টাকা, যা শেয়ারপ্রতি ৭ টাকা ৪১ পয়সা। তবে কোম্পানি কর্তৃপক্ষ প্রয়োজনীয় সঞ্চিতি না গঠন করে মাত্র ২৭ কোটি ৩৬ লাখ টাকা বা শেয়ারপ্রতি ৫১ পয়সা নিট মুনাফা দেখিয়েছে।
আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৪ সালে লংকাবাংলা ফাইন্যান্সের মোট নিট সম্পদ ৯৮৭ কোটি ১৫ লাখ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১৮ টাকা ৩২ পয়সা দেখানো হয়েছিল। কিন্তু নিরীক্ষকেরা জানিয়েছেন, সঞ্চিতি ঘাটতির পরিমাণ ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ৪২৬ কোটি ৫০ লাখ টাকা। সঞ্চিতি না গঠনের কারণে সম্পদ, মুনাফা ও ইক্যুইটি অতিরঞ্জিতভাবে দেখানো হয়েছে, ফলে দায় কম মনে হচ্ছে।
যদি ২০২৪ সালে ৪২৬ কোটি ৫০ লাখ টাকার সঞ্চিতি গঠন করা হতো, তাহলে নিট ফলাফল শেয়ারপ্রতি ৭ টাকা ৪১ পয়সা লোকসানে দাঁড়াত। একই সঙ্গে নিট সম্পদ ৯৮৭ কোটি ১৫ লাখ টাকার পরিবর্তে কমে ৫৬০ কোটি ৬৫ লাখ টাকায় নেমে আসত এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১৮ টাকা ৩২ পয়সা থেকে ১০ টাকা ৪০ পয়সায় দাঁড়াত।
নিরীক্ষকেরা আরও উল্লেখ করেছেন, অপর্যাপ্ত মুনাফার কারণে বাংলাদেশ ব্যাংক লংকাবাংলা ফাইন্যান্সকে ওই সঞ্চিতি পরবর্তী সময়ে গঠনের সুযোগ দিয়েছে। তবে এ সুবিধা আন্তর্জাতিক হিসাব মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ বর্তমানে সঞ্চিতি না গঠন করলেও ভবিষ্যতে একসময় এই বিপুল অঙ্কের সঞ্চিতি করতেই হবে, যার নেতিবাচক প্রভাব তখন একসঙ্গে আর্থিক হিসাবে পড়বে। এতে বিনিয়োগকারীরা কোম্পানির প্রকৃত আর্থিক ঝুঁকি সম্পর্কে বিভ্রান্ত হচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটির মোট বিতরণ করা ঋণের পরিমাণ ৬ হাজার ১৪৯ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে ৮৪৪ কোটি ৬৪ লাখ টাকা, অর্থাৎ ১৪ দশমিক ৭৪ শতাংশ ঋণখেলাপি অবস্থায় রয়েছে।

অন্তর্বর্তী সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) শেষ সভা অনুষ্ঠিত হচ্ছে আজ রোববার। সভায় পানিসম্পদ মন্ত্রণালয় ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মোট ৭টি প্রকল্প অনুমোদনের জন্য প্রস্তাব তোলা হচ্ছে, যার মোট ব্যয় ৪ হাজার ১১ কোটি ৭৭ লাখ টাকা। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য
২ ঘণ্টা আগে
পূর্বাচল নতুন শহর প্রকল্পের বাণিজ্যিক প্লট নিলাম প্রক্রিয়া শেষ হলেও নতুন করে দেখা দিয়েছে ভ্যাট বা মূসক (মূল্য সংযোজন কর) আদায়ে জটিলতা। ৪ শতাংশ ভ্যাট উল্লেখ করে নিলাম সম্পন্ন হওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন প্রজ্ঞাপনে সেই হার ১৫ শতাংশ করায় বিপাকে পড়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
২ ঘণ্টা আগে
২০২৪-২৫ অর্থবছরে ৩১ কোটি টাকা মুনাফা করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ কেব্ল ইন্ডাস্ট্রি লিমিটেড (বিসিএসএল)। আর গত পাঁচ বছরে এর মোট মুনাফা ছিল ১৪৮ কোটি টাকা। প্রতিষ্ঠানটি বিদেশে ফাইবার অপটিক কেব্ল রপ্তানির প্রস্তুতি নিচ্ছে। খুলনার শিরোমণি শিল্প এলাকায় অবস্থিত বিসিএসএল এখন জেলার একমাত্র
৩ ঘণ্টা আগে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির আর্থিক শৃঙ্খলাভঙ্গের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় তালিকাভুক্ত ১৮টি কোম্পানির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ‘অসন্তোষ’ নথিভুক্তি করা হয়েছে।
৭ ঘণ্টা আগে