আজকের পত্রিকা ডেস্ক

পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে কোম্পানিটির সার্বিক বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিএসইসির ৯৩৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।
এতে বলা হয়, কমিশন সভায় পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় দুয়ার সার্ভিসেস পিএলসির কিউআইওর সাবস্ক্রিপশন স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সঙ্গে এ বিষয়ে তদন্তের জন্য বিএসইসি ও ডিএসইর কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি কোম্পানির সঙ্গে তার বিভিন্ন গ্রাহকের সেবা প্রদান-সংক্রান্ত চুক্তি, কোম্পানির আয় ও মুনাফার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ কমিশনের দৃষ্টিগোচর হয়। সে পরিপ্রেক্ষিতে কমিশন সার্বিক বিষয় খতিয়ে দেখতে এই সিদ্ধান্ত নেয়। কমিটির প্রতিবেদন প্রাপ্তির পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
দুয়ার সার্ভিসেস পিএলসি গত বছরের ২৭ এপ্রিল কিউআইওর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলনের জন্য কমিশনে আবেদন করে। ৯ জুন অনুষ্ঠিত ৯১১তম কমিশন সভায় শর্ত সাপেক্ষে অভিপ্রায়পত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। পরে কোম্পানির শর্তসমূহ পরিপালনের শর্ত অনুযায়ী কোম্পানির কাছ থেকে দলিলাদি পাওয়ার পর কমিশন গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত ৯৩৪তম কমিশন সভায় সম্মতিপত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় কিউআইও অফারের মাধ্যমে শেয়ার বরাদ্দের জন্য ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।

পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে কোম্পানিটির সার্বিক বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিএসইসির ৯৩৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।
এতে বলা হয়, কমিশন সভায় পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় দুয়ার সার্ভিসেস পিএলসির কিউআইওর সাবস্ক্রিপশন স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সঙ্গে এ বিষয়ে তদন্তের জন্য বিএসইসি ও ডিএসইর কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি কোম্পানির সঙ্গে তার বিভিন্ন গ্রাহকের সেবা প্রদান-সংক্রান্ত চুক্তি, কোম্পানির আয় ও মুনাফার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ কমিশনের দৃষ্টিগোচর হয়। সে পরিপ্রেক্ষিতে কমিশন সার্বিক বিষয় খতিয়ে দেখতে এই সিদ্ধান্ত নেয়। কমিটির প্রতিবেদন প্রাপ্তির পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
দুয়ার সার্ভিসেস পিএলসি গত বছরের ২৭ এপ্রিল কিউআইওর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলনের জন্য কমিশনে আবেদন করে। ৯ জুন অনুষ্ঠিত ৯১১তম কমিশন সভায় শর্ত সাপেক্ষে অভিপ্রায়পত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। পরে কোম্পানির শর্তসমূহ পরিপালনের শর্ত অনুযায়ী কোম্পানির কাছ থেকে দলিলাদি পাওয়ার পর কমিশন গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত ৯৩৪তম কমিশন সভায় সম্মতিপত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় কিউআইও অফারের মাধ্যমে শেয়ার বরাদ্দের জন্য ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।

নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৫ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১২ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১২ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
১২ ঘণ্টা আগে